নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কাঁটা ক্যাম্প_০২ তে অডিশনের অভিনয় প্রার্থীদের ডাকা হচ্ছে...

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭




'কাঁটা ক্যাম্প_০২ তে অডিশনের অভিনয় প্রার্থীদের ডাকা হচ্ছে...
,,,,,,,,,,,,,,,,,,,,'
সকাল-বিকাল দুই সেশনে অ্যাক্টিং গ্রুমিং এ ডাকা হচ্ছে কাঁটা দ্য ফিল্ম-এর অভিনয় প্রার্থীদের। ফোনটি হাতের কাছে রাখুন। ঢাকার বাইরের প্রার্থীদের ডাকা হবে কয়েকদিন পর। অডিশনের বাইরে অামাদের কাস্টিং খুব কম, কয়েকজন ক্যারেক্টার অার্টিস্টকে অামরা হয়তো অডিশনের বাইরে থেকে নিচ্ছি। মগবাজারের কাঁটা দ্য ক্যাম্প টু তে ডাকা হচ্ছে বা ডাকা হবে অাপনাকে, যদি অাপনি 'কাঁটা দ্য ফিল্ম' এর অডিশনের ফল অনুযায়ী ৩০০ জনের মধ্যে ১৫০ এসে থাকেন। ধারণা করি, ১৫০ জন থেকেও বাদ পড়বেন অারো কিছু প্রার্থী। কাঁটা ক্যাম্পের শিডিউল মেইনটেইন রক্ষায় অপারগদের এই ছবিতে রাখা যাবে না, সোজা সত্য। কারণ, নির্মাণাধীন 'কাঁটা দ্য ফিল্ম' নির্মাণকালীন সময়ে 'কাঁটা'র চেয়ে যার কাছে দুনিয়ার অন্য কোনো কাজ মুখ্য থাকবে, সে 'কাঁটা টিমে থাকবে না। ফলে, সময় দেওয়াটা যোগ্যতার প্রধান ফ্যাক্টর হয়ে উঠছে, উঠবে। বিশেষ কোনো অনুরোধ বা নির্দেশ নেই, তবে 'কাঁটা'তে কাজ করলে বা কাঁটা টিম মেম্বর হলে প্রোডাকশনকালীন সময়ে অাপনাকে 'কাঁটাবিদ্ধই থাকতে হবে। অন্যথা করার কোনো সুযোগ নেই। প্রায় প্রতিটি চরিত্রের বিপরীতে ৩ কি ৪ জন কাস্ট হাতে রেখে এগুচ্ছে
কাঁটা দ্য ফিল্ম টিম। অর্থ-পরিশ্রম খরচ করে অডিশন করা হচ্ছে। এর প্রতি যাদের শ্রদ্ধা অাছে, তাদের প্রতিও অামাদের দায়বদ্ধতা অাছে, ব্যস, এটুকুই...
ধন্যবাদসহ
'কাঁটা দ্য ফিল্ম
ক্যাম্প টু, বড় মগবাজার

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কিসের ফ্লিম, কিসের অডিশন একটু ক্লিয়ার করবেন কি??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.