নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

\'কাঁটা দ্য ফিল্ম\'_নির্বাচিত চরিত্র-সংবাদ_প্রস্তুতি চলছে, প্রস্তুত থাকুন

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩


'কাঁটা দ্য ফিল্ম'_নির্বাচিত চরিত্র-সংবাদ_প্রস্তুতি চলছে, প্রস্তুত থাকুন
.....................

'কাঁটা দ্য ফিল্ম' এর চিত্রনাট্যে যত চরিত্র এবং অডিশনে অাগত চরিত্র_এখন চরিত্রসমূহের ডিস্ট্রিবিউশন চলছে কাগজে কাগজে। চরিত্র দুইশো'র অধিক। চরিত্রেরা তিন সময়ের মানুষ। তারা ১৯৮৯-৯০, ১৯৭১ ও ১৯৬৪ সালে বসবাসরত পুরান ঢাকার ভূতের গলির বাসিন্দা। সেহেতু চিত্রনাট্যে বর্ণিত চরিত্র অার অডিশনে অাগত গল্পের বাস্তবতায় নির্বাচিত চরিত্রদের সামনাসামনি উপস্থিত ঘটিয়ে সমন্বয় চলছে। কিন্তু দু'শো'র অধিক চরিত্র! এ কী চাট্টিখানি কথা? যদিও এ ব্যাপারে 'কাঁটা ক্যাম্প টু'তে ডে-নাইট কর্মতৎপরতা চালিয়ে 'কাঁটা দ্য ফিল্ম' টিম যথেষ্ট সন্তোষজনক অবস্থানে পৌঁছেছে, এমনটা অামরা অনুভব করি। ফলে, সময় এলো চিত্রনাট্য ধরিয়ে দেওয়ার, এরপর সময় রিহার্সেলের। প্রস্তুতি চলছে, প্রস্তুত থাকুন...

২০১৭ সালের প্রান্তে দাঁড়িয়ে অামরা খুঁজেছি পুরান ঢাকার ভূতের গলির ২৮ বছর অাগের একদল বাসিন্দা, ৪৬ বছর অাগের একদল বাসিন্দা ও ৫৪ বছর অাগের একদল বাসিন্দাদের। যারা এই তিন সময়ের বিভিন্ন চরিত্রে 'কাঁটা দ্য ফিল্ম' এর অভিনেতা-অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের জন্যে প্রাণ উজাড় করা অভিনন্দন, মন্ময় ভালোবাসা জানাচ্ছি। এখন থেকে অাপনারাও 'কাঁটা দ্য ফিল্ম' টিম মেম্বর। অাপনি কাঁটা'র একজন, এ অাপনাকে বিশ্বাস করতে হবে। কেননা, কবি বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু...

নির্মাণাধীন 'কাঁটা দ্য ফিল্ম' একটি ইতিহাস-নির্ভর ছবি। সময় এখানে প্রধান ফ্যাক্টর। যারা বিভিন্ন চরিত্রে নির্বাচিত হয়েছেন, তাদের নিয়ে কাজ শুরু হবে শিগগিরই। ইতিহাসের সেই সময়টা কেমন ছিল, তখনকার ভূতের গলির বাসিন্দাদের পোশাক-পরিচ্ছেদ, অর্নামেন্টস, চুল কাটা, বচন-অালোচন-ভাবনা ভঙ্গি বিষয়-বাসনা কেমন ছিল, কি ছিল_সেটি ধরতে পারাই এ চিত্রের গন্তব্য।

ক্যামেরার পেছনের যারা, তারা, সামনের যারা, দূরত্ব কমিয়ে তাদেরও একই গন্তব্যে পৌঁছুতে হবে।
নির্বাচিত চরিত্রদের ফোন করে জানিয়ে দেওয়া হবে, তাদের পরবর্তী করণীয় কাজকর্মের শিডিউল।
নভেম্বরের হিমরাতে নির্মাণাধীন 'কাঁটা দ্য ফিল্ম'এর পক্ষ থেকে উষ্ণতা জানাচ্ছি অাপনাকে, 'কাটা দ্য ফিল্ম' এর নির্বাচিত অ্যাক্টিং মেম্বরকে। এবং যারা চরিত্র অনুযায়ী নির্বাচিত নন, 'কাঁট দ্য ফিল্ম' তাদের কথা মনে রাখবে, নিশ্চয়ই তাদের সঙ্গে পরবর্তীতে অামাদের অাবার দেখা হবে। কাজের কথাই হবে।

শুভেচ্ছা

টোকন ঠাকুর
কাঁটা ক্যাম্প টু
বড় মগবাজার রেলগেইট
১৬ নভেম্বর, ২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৫

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: কিছু আগে এক আড্ডায় জানলাম আপনি সিনেমা বানাতে যাচ্ছেন। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.