নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

\'কাঁটা দ্য ফিল্ম\'_ফ্রম সেভেনটি ওয়ান

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

'কাঁটা দ্য ফিল্ম'_ফ্রম সেভেনটি ওয়ান

২৭ মার্চ, ১৯৭১। ২ রাত অাগেই ঢাকায় ঘটে গেছে বা ঘটিয়েছে পাকিস্তানি সেনারা 'অপারেশন সার্চ লাইট''। ২৫ মার্চ মধ্যরাতে কামানের গোলা-অবিরাম বন্দুকের গুলিতে লাল হয়ে উঠল পিলখানা বিডিঅার ক্যাম্প ও রাজারবাগ পুলিশ লাইন। নির্বিচারে বাঙালি হত্যা চলছে। পাকি সেনারা সে রাতে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অসংখ্য নিরাপরাধ ছাত্রকে, যারা সম্প্রদায়গত ভাবে সনাতন ধর্মাবলম্বী। অপরাধ এটাই। সেদিন সেনারা হত্যা ঘটিয়েছে তৎকালীন ইকবাল (অধুনা সার্জেন্ট জহুরুল হক) হলেও। তো ২৭ মার্চ তদানীন্তন পাকি-প্রশাসন কিছু সময়ের জন্যে কারফিউ শিথিল করলে সেদিন ভোরেই ভূতের গলির লোকেরা ভূতের গলি ছেড়ে নদী পার হয়ে অনির্দিষ্ট সময়ের জন্যে ঘটিবাটি-কম্বল নিয়ে কোথাও পালিয়ে যেতে চায়। কিন্তু নদীর ওপারে কিছুদূর গিয়েই তারা টের পায়, ওপারেও মিলিটারি। পালানোর পথ প্রায় রুদ্ধ। মহল্লার সবাই ফিরে অাসে ফের ভূতের গলিতে...সুনশান মহল্লা। বাড়িওয়ালা অাব্দুল অাজিজ ব্যাপারিকে প্রতিবেশী মিজান মোল্লা ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, 'শেখ মুজিবরে নাকি ধইরা লিয়া গেছে?'
ব্যাপারি উত্তর দেয়, 'হ।'
'কবে?'
'পরশু রাইতে।'
'কই লইয়া গেছে।'
কেউ কিছু জানে না'
ব্যাপারির কথা শুনে সুবোধ তাকাল স্বপ্নার সিঁদুর মুছে ফেলা কপালের দিকে। স্বপ্নার হাতে শাঁখাও নেই। পোষা টিয়ার খাঁচাটি তার হাতে। সুবোধের মাথায় সেকালের টিনের ট্যাঙ্ক। তারা সাতক্ষীরেই পৌঁছুতে পারল না, ফিরে এলো ৩৬ নম্বর ভূতের গলিতে। কিছুদিন পরই সুবোধ-স্বপ্না;র লাশ পাওয়া যাবে বাড়ির উঠোনের পাতকুয়োটির মধ্যে। কুয়োর পাশেই পাঁচিলের কাছে একটি তুলসিগাছ, বাতাসে নড়েনড়ে উঠছে গাছের পাতা। স্বপ্নাই গাছটি লাগিয়েছিল অাজিজ ব্যাপারির উঠোনে...তুলসিগাছ দেখেই শান্তি কমিটির নেতা, নোয়াখালি থেকে পুরান ঢাকায় এসে ৬৫ সালের ভারত-পাকিস্তুন যুদ্ধের পর শত্রু সম্পত্তির অাওতায় জনৈক হিন্দুর বাড়ি দখল করা মাওলানা অাবুবকর সেখানে হিন্দুর খোঁজে অাসা পাকিস্তানি ক্যাপ্টেনকে জানায় , 'অাই জানি এই হানত হিন্দু হ্যায়, হেতেই হুজা করে তুলসিগাছ'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.