নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার নামে

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:০২




কবিতা লেখার নামে


কবিতা লেখার নামে
অামিও লিখেছি যা যা
এতকাল, গতকালও
লিখে করি ঘষামাজা
কেন না লেখার পরেও
কত হতে থাকে লেখা
যেমন, ছাপার পরেও
কাজ, নিজে পড়ে দেখা
অামিও মজেছি কামে

কবিতা লেখার নামে

নিজেকে চিনতে চেয়ে
কার দিকে তাকিয়েছি
কার কাছে যেতে গিয়ে
কার কাছে চলে গেছি!
কার চোখে ছিল ঝিল
কার বুকে ধারাপাত
কার কাোলে পাঠশালা
বৃষ্টিতে ভেজে রাত
অতিদূর গাগনিক
কোনো এক পাখি, নীল
অামাকে বলেছে কথা_
যার চোখই সদা ঝিল
ঝিল-টিল কীবা অার
রোজ রাতে নক্ষত্র
কেনা-বেচা করি দামে

কবিতা লেখার নামে

ফোটে ফুল লাল লাল
কৃষ্ণচূড়ার সারি
ছন্দে ছন্দে অামি
এই যা বলতে পারি

ভালোবাসা ডাকবেই
দ্যাখো, নাক কেন ঘামে
সবই তো লিখে যাচ্ছি
কবিতা লেখার নামে_

রক্ত তো রক্ত নয়
ঘেমে ওঠে ঘামে

কবিতা লেখার নামে





মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতা লেখার নামে ফ্যাজলামো করেন নি
তাইতো কবিতাটি খারাপ লাগে নি।

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সব লেখা যায় কবিতায় । :)

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

আবু আফিয়া বলেছেন: ভালই লেগেছে, ধন্যবাদ

৪| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মীর সাজ্জাদ বলেছেন: কবিতা লেখার নামে কলম ধরেছেন, তাইতো হয়েছেন কবি,
ভালো লাগলো আপনার লেখা, ভালো লাগলো সবই।

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৮

ভ্রমরের ডানা বলেছেন: আপনি বস, আমরা শিষ্য....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.