নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার নামে

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

শ যোগ ত
টোকন ঠাকুর


পাগল: লিখে দিলাম নাম, গাছের বাকল চিরে
অামরা এই গাছের তলায় দাঁড়িয়ে থাকা প্রহরটুকু রেখে যাচ্ছি
কার জন্যে? কে পড়বে গাছের গায়ে দুটি অক্ষর, শ যোগ ত?

পাগলি: কেউ পড়বে না তেমন অনেক লেখাই থাকে, যায় অাসে না
যখন অামরা বিয়োগ হব, ছিটকে যাব, কেউ কাউকে দেখব না অার
কেউ কাউকে কামড়াব না, খামছাব না, কোলে নেব না বা যা যা...
তখনও এই গাছদেবতা দাঁড়িয়ে থাকবে, গাছের গায়ে ভালোবাসাকে
শীত-গ্রীষ্ম ছুয়ে যাবে, দূরে অাকাশ নুয়ে যাবে মাঠ বরাবর

পাগল: অামরা কেউই থাকব না তাও থাকতে চেয়ে এই ইচ্ছে, কেন?
মিউজিয়ামে পুরোনো দিন দেখতে অাসে যেমন মানুষ, এই ইচ্ছে তেমন অসুখ?
গাছ কিন্তু ফার্নিচারের দোকানে গিয়ে লেখার টেবিল হবে!
নদীর কাছে যা বলেছ, সে তো বালির মধ্যে চিকচিকাচ্ছে জলের পাণ্ডুলিপি

পাগলি: তুমিই তো বলো তরমুজ, তুমিই তো বলো রক্তিম-সবুজ, তুমিই তো বলো
বালুচরে ফুটো ওঠা প্রতিটি তরমুজ রসশাস্ত্রকে উড়িয়ে দিয়ে নিজেই কবিতা!
তুমি কি পূর্ণেন্দু পত্রীর কথা হঠাৎ হঠাৎ বলোনি অামাকে? তুমি কি বলোনি
শুভঙ্কর নন্দিনীকে ভালোবেসে সতেরো শ বিরাশিটা চিঠি লেখেনি?
বেঁচে থাকলে চিঠির সংখ্যা এতদিনে কোথায় ঠেকত, ভাবো একবার?

পাগল: হুম। সেই তো বেঁচে থাকার কথাই এলো ঘুরে, যদিও বেঁচেই অাছি!

পাগলি: বেঁচে অাছি মানে হলো বেঁচে থাকব না, ভালোবাসা বেঁচে থাকবে

পাগল: গাছের বাকলে? পরিত্যক্ত রাজবাড়ির দেয়ালে লিখে লিখে অামরা
লেখার ভেতর দিয়ে থাকব কিছুকাল, মানে অামাদের ভালোবাসা এককথায়
কিছুকালের ভালোবাসা যেমন অামাদের কিছুকালের বেঁচে থাকা...

পাগলি: চিরকাল বলে যা অামরা বলি, তাও অাসলে কিছুকাল, কিছুদিন
'চিরকাল' বলে কিছু নেই, চিরদিন বলে কিছু নেই, তোমাদের দাশ বাবু
যতই লিখুন না কেন, 'অাকাশের ওপারে অাকাশ' অাকাশ বলে তো কিছু নেই

পাগল: ভালোবাসাও অাকাশের মতো, তুমি কি বলবে ভালোবাসা বলে কিছু নেই?
দ্যাখো, মাটিতে কেমন অাকাশ নেমেছে , তুমি হাঁটতে হাঁটতে যতই অাগাও
অাকাশ ছুঁতে পারবে না, অাকাশও তোমার সঙ্গে দূরত্ব রাখবে, ভালোবাসার মতো

পাগলি: অামি তো তোমাকে ছুঁতে পারি, তোমার বুকের মধ্যে ঘুমোতে পারি
অামার এই পারা কি ভালোবাসা নয়? অাকাশের সঙ্গে এর মিল কোথায়?
রক্তাক্ত অামার ভালোবাসা, থাকতে পারে, তবু সেখানে তেমন নীল কোথায়?

পাগল: গাছের বাকলে নাম লেখা শেষ, চলো চলে যাই, তুমি চলে যাবে
তোমার ঠিকানায়, অামি চলে যাব অামার ঠিকানায়

পাগলি: না, অামি একটি ব্লেড এনেছি, তোমার বুকে নাম লিখব অামার
অামার বুকে ব্লেড চালিয়ে নাম লিখে দাও তোমার, ভালোবাসা রক্তাক্ত হোক অারো
অামাদের শরীর জুড়ে কেটে কেটে শুধু পরষ্পর নিজেদের নাম লিখে যাব

পাগল: তাইলে তো রক্ত শূন্যতায় মরেই যাব অামরা!

পাগলি: অামরা একদিন এমনিই মরে যাব

পাগল: এ কথা তো অামিই বলি, তুমি বলছ কেন?

পাগলি: ভালোবাসি বলে

পাগল: তাই বলে এই রক্তারক্তি?

পাগলি: রক্তের ভেতরেই ভালোবাসা বাস করে, রক্তই তো জীবন, বেঁচে থাকা!

পাগল: অাবার সেই বেঁচে থাকার কথা উঠে এলো, অামরা কেমন বাঁচতে চায়, দ্যাখো!

পাগলি: বাঁচার জন্যেই ভালোবাসা হচ্ছে অক্সিজেন, তুমি অামাকে অারো অক্সিজেন দাও

পাগল: বড় হওয়ার পর থেকে অামি তো অক্সিজেন হয়েই অাছি, কিন্তু মানুষ
বাতাসের মধ্যে বাস করেও বাতাস দেখতে পায় না

পাগলি: উম...ম না

পাগল: হুম, হ্যা

পাগলি: না

পাগল: হ্যাঁ

পাগলি: না

পাগল: হ্যাঁ

পাগলি: হ্যাঁ

পাগল: এ তো অামার কথা

পাগলি: অামার কথা

পাগল: কথার নাম কি?

পাগলি: ভালোবাসা

পাগল: মন্দ বাসা না?

পাগলি: ভালোবাসা











মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

অচেনা হৃদি বলেছেন: কি আশ্চর্য, পাগল পাগলির কথোপকথন এতো গভীর অর্থবিশিষ্ট হয় কিভাবে ?
:|
পড়ে অনেক ভালো লাগলো !

২| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ।

৩| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩

পদ্মপুকুর বলেছেন: কবিতা বোঝার মত বোধ বুদ্ধি আমার নেই। তবু আপনার নাম দেখেই ঢুকলাম। একটু অবাকও হলাম, এখনও লিখে যাচ্ছেন সামুতে... ভালো।
যদিও এই ব্লগ থেকে আপনাদের মত প্রতিষ্ঠিত কবি/লেখকদের পাওয়ার কিছুই নেই, তবুও যদি আগের মত আপনাদের উপস্থিতি নিয়মিত থাকতো, তাহলে আমরা যেমন অনেক কিছু শিখতে পারতাম, তেমনি ব্লগটাও প্রাণবন্ত হতো।

৪| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

৫| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:২৭

সেজুতি_শিপু বলেছেন: আমরা সবাই পাগল আমাদের এই ...। ভালো লিখেছেন ।

৬| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:০০

শিখা রহমান বলেছেন: দারুন লেগেছে। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.