নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

অভিনেতা-নির্দেশক তানভীর হাসানঃ বিদায় জানাতে পারছি না

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

অভিনেতা-নির্দেশক তানভীর হাসানঃ বিদায় জানাতে পারছি না
....................................................................

Tanvir Hassan, actor/director and Nattokendro member has left us. We mourn his sudden demise. Too early to go Tanvir bhai._ অারিক অানাম খানের টাইমলাইনে এই স্ট্যাটাসটা অামার বিশ্বাস হলো না, ফোন করলাম অভিনেতা-নির্দেশক অাশরাফুল অালম রন্টু ভাইকে_'হ্যাঁ, তানভীরের হার্ট অ্যাটাক হইছে' জানার পরে এবার ফোন করি নির্দেশক রেজা অারিফকে, ফোন এনগেইজ। ফোন করলাম অভিনেতা ফাহিম মালিক ইভানকে, ফোন এনগেইজ। এরপর ফোন ব্যাক, ফ্রম রেজা অারিফ_'হ্যাঁ, ৪ নম্বর রোড, ৪ নম্বর সেক্টর, ৩৬ নম্বর বাসা, যাচ্ছি।' রেজা অারিফের গলায় কান্না জমাট, ইভানের মেজেজেও কনফার্মেশন। তানভীর হাসান, অভিনেতা, নির্দেশক_ওর ডাকনাম সুমন, চলে গেল! এত তাড়াতাড়ি?

একদা অামার বাসা ছিল কাজিপাড়া-মনিপুর, প্রায় ২০ বছর অাগে। তখন তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, নাটক ও নাট্যতত্ব বিভাগে। তানভীর অামার বাসায় অাসত, অামি তখন একটি দৈনিকে জব করতাম, কবিতা লিখতাম। তারও পাঁচ-ছ'বছর পরে,অামার বাসা নিউ এলিফ্যান্ট রোডে, ২০০৬ সালে, যখন ডিজিটাল মাধ্যমে বানানো ছবিকে ছবি হিসেবে দেখার রেওয়াজ হয়নি বঙ্গদেশে, অামি ডিজিটালি বানিয়েছিলাম 'ব্ল্যাকঅাউট'। ৯৭ মিনিটের ফিকশন, অামার প্রথম নির্মাণ এবং অানরিলিজ। ২০০৯ সালে নতুন সরকার ক্ষমতায় এসে ডিজিটাল ক্যামেরার তোলা ছবিকে ছবির মর্যাদায় সেন্সর বোর্ডের অাওতায় অানে। এদেশের পিছিয়ে পড়া ছবির লোকেরাও মেনে নেয় ডিজিটাল মাধ্যমকে, কারণ, ৩৫ মি.মিটারের সনাতনী কৌলীন্য ততদিনে নিজেই বিদায়ের পথে। কিন্তু 'ব্ল্যাকঅাউট' অার অবমুক্ত হলো না। ঢাকা-সিলেট মিলিয়ে অবাণিজ্যিক ১২ টা শো হয় 'ব্ল্যাকঅাউট'_এর, ম্যুভিয়ানা' ও সেদিনের 'রঙমিস্ত্রী'র উদ্যোগে।

'ব্ল্যাকঅাউট' এ অভিনয় করেছেন শিল্পী কফিল অাহমেদ, ধ্রুব এষ, তিনা, বর্ষা বিভাবরী, চারুকলার দাদু বাএমন কিছু মানুষ, যারা কোনোদিন অভিনয়ের মানুষ নন। কিন্তু প্রধান দুই চরিত্র অামি নিয়েছিলাম অামার চোখে থাকা দুই অ-বাজারি কিন্তু শক্তিশালি তরুণ অভিনেতাকে, যাদের একজন তানভীর হাসান, অন্যজন রাহুল অানন্দ। একজন তরুণ অার্টিস্ট, অারেকজন তরুণ কবি। এককথায় 'ব্ল্যাকঅাউট' হচ্ছে, অমীমাংসিত রজনীতে গল্প, দুই বন্ধুর। তাদের একজন তানভীর হাসান, অাজ চলে গেল।

তানভীর, অামি মর্মাহত। তাই বিদায় জানাতে পারছি না...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: আহারে !!!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩

কিরমানী লিটন বলেছেন: মর্মাহত হয়েছি। আমি বেলা বারটার দিকেই নাট্যকেন্দ্রের নাট্যজন বন্ধু সাইফ আহমেদের কাছে প্রথম খবরটা প্রথম শুনেছি। খবরটা খুব কষ্টের। করুনাময়ের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.