নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

রাজশাহীর ঐতিহ্যবাহী আম! কমন ও আনকমন আমের পরিচিতি ও বিবরণ সহ ছবিব্লগ।

১০ ই মে, ২০১৩ রাত ৮:২৭

ওয়েলকাম টু দ্যা হেভেন অফ ম্যাংগোজ। আমের রাজ্য রাজশাহীতে স্বাগতম। আম খেতে কার না ভাল লাগে কিন্তু আমটা যদি রাজশাহীর হয় তাহলে তো আর কোন কথায় থাকেনা। অনেকে আম খান কিন্তু আমের প্রকৃত নাম জানেন না আবার নাম জানলেও দেখতে কেমন সেটা জানেন না ফলে বিক্রেতা আপনাকে যা ধরিয়ে দেয় সেটাই নিয়ে বাড়ি আসেন। দোকানী বলে অনেক মিষ্টি হবে কিন্তু খাবার সময় আর মুখে তুলতে পারেন না। আমি চেষ্টা করব কিছু জনপ্রিয় এবং কিছু দুর্লভ আমের ছবি ও সামান্য বর্ণনা দিতে। তাই আমার এই পোষ্টের অবতারণা।



১. গোপাল ভোগঃ



মধুমাসের শুরুতেই যে আমটি আপনারা খেতে পাবেন সেটা হল গোপাল ভোগ। এর আর কি বিবরণ দিব আসলে গাছপাকা যে খেয়েছে সেই জানে এই আমের কি স্বাদ। তারপরেও বলি, খেতে অত্যন্ত সুস্বাদু, আঁশ বিহীন, আটি ছোট। সাইজ মাঝারি, কেজিতে ৫টা থেকে ৬টা ধরবে। চোখ বন্ধ করে এই আম কিনতে পারেন (যদি অরিজিনাল হয়) অমৃতের স্বাদ পাবেন গ্যারান্টি!





২. ক্ষীরশাপাতিঃ



এই আমটিও প্রায় গোপাল ভোগের মতই তবে সাইজে বড়। অত্যন্ত মিষ্টি আঁশহীন। যখন আমটি পাকার কাছাকাছি(ডাকর) থাকবে তখন এটি কাঁচা খেতে দারুন।





৩. মিয়ার চারাঃ



আমটির নাম মিয়ার চারা কেন জানিনা। তবে নিশ্চয় কন মিয়াঁ সাহেবের অনেক পছন্দের আম ছিল। এটি পাকে প্রায় গোপাল ভোগের সাথে সাথেই। সাইজে মাঝারি। খুবই মিস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটি আমার পছন্দের একটি আম।





৪. লখনাঃ

লখনা একটি হাইব্রিড জাতীয় আম। অনেক বড় হয়। গাছে প্রচুর ধরে। দেখতে অনেক সুন্দর, পাকলে ঈষৎ সোনালী বর্ণ ধারন করে কিন্তু স্বাদ পেপের মত। দাম তুলনামুলক কিছুটা কম।





৫. ফজলিঃ

রাজশাহীর গর্ব! বহুল আলোচিত আম। যেমন তার সাইজ তেমন তার স্বাদ। আমটা একটু নামলা (দীর্ঘও সময়ের) এটি কাঁচা খেতে যেমন মজা তেমনি পাকা খেতেও। কাঁচা আম কেটে লবন মরিচ (বাদ দেন রাঁধুনি কাসুন্দি) দিয়ে মেখে কলা পাতার উপর রেখে বাগানে বসে না খেলে কোন মজাই পাওয়া যায় না।





৬. আশ্বিনাঃ



এই আম আশ্বিন মাস পর্যন্ত গাছে থাকে তাই এর নাম আশ্বিনা। আকারে বেশ বড়, অনেক সময় ফজলির কাছাকাছি চলে যায়। এই আম নিয়ে স্থানীয় একটা ছড়া আছে,

আশ্বিনা রে আশ্বিনা গাছ তলাতে যাস ন্যা,

কাঁচাতে খাইস ন্যা, পাকাতে পাইস ন্যা।


এই আম কাঁচাতে ভয়ংকর টক, কিন্তু পাকলে সেরকমই মিষ্টি ও সুস্বাদু।



৭. দুধসরঃ

এই আম দেখতে অনেক ফর্শা ( অনেকটা বিদেশীদের মত) তাই এর নাম দুধসর। খেতে বেশ ভালই। তবে কাঁচাতে খুব টক কিন্তু পাকলে ব্যপক মিষ্টি।





৮. ফনিয়ার চারাঃ



এই আমটা লম্বাটে গড়নের। খুব সুন্দর সুগন্ধ যুক্ত। খেতে অত্যন্ত মিষ্টি। খোসা পাতলা।





৯. জালিবান্ধাঃ এই আম সাইজে বড়। খোসা পাতলা, অতিরিক্ত মিষ্টি না। তবে স্বাদটা ভাল।





১০. কাঁচামিঠাঃ



নামটা পড়েই বুঝতে পারছেন আমটা কেমন হতে পারে। কাঁচা অবস্থায় খেতে মিষ্টি। কাঁচাতে মিষ্টি তার মানে এই নয় যে পাকলে এটা টক হবে, পাকলেও বেশ সুস্বাদু। আপনার ঘরওয়ালি যদি একবার কাঁচা এই আম খায় তাহলে রোজ আপনাকে কিনতে বলবে এ ব্যপারে নিশ্চিত থাকুন। কিন্তু আপনাদের দুর্ভাগ্য এই আম ফরমালিন ছাড়া ঢাকাতে পাওয়ার সম্ভবনা খুব কম।



১১. কুয়া পাহাড়িঃ



এই আম নিশ্চয় আবিষ্কার হয়েছে কুয়ার পাড় হতে। আমটা লম্বা নিচের দিকে ঈষৎ বাঁকা। খেতে মিষ্টি, সামান্য আঁশযুক্ত।





১২. কুমড়া জালিঃ



ছোট কুমড়ার(তাই বলে আবার মিষ্টি কুমড়া না) মত এর সাইজ বলে এর নাম কুমড়াজালি। দেখে বুঝতেই পারবেন না যে, এটি আম না কুমড়া । খেতে অনেকটা জেলির মত। মনে হয় দানাদার টাইপের। স্বাদটা আলাদা ধরনের। খুব দুর্লভ।



১৩. মোহন ভোগঃ

এটা ভোগ সিরিজের আরও একটি আম। আটি ছোট, বেশ বড় সাইজের, খেতে মিষ্টি, অনেকটা গোপালভোগের মত।



১৪. পাটনায় গোপালভোগঃ



এটি হাইব্রিড টাইপের গোপালভোগ। সাইজটা গোপালভোগের চেয়ে বড়। কোয়ালিটির দিক দিয়ে গোপালভোগের চেয়ে কিছুটা কম। কেনার সময় গোলমাল পাকানোর সম্ভবনা আছে এই দুই আমের মধ্যে। যেটা আসল গোপালভোগ সেটা আকারে পাটনায়ের চেয়ে ছোট।





১৫. রানী প্রসাদীঃ



এই আমের লোকাল নাম 'রানীপছন্দ', জানিনা কোন রানীর পছন্দের আম ছিল এটা! যেহেতু আমটি রানীর প্রিয় তালিকায় ছিল সুতরাং আমটি যেমন তেমন আম নয়। অনেক মিষ্টি, সাইজে লম্বা, খোসা পাতলা। অনায়াসে আপনার অন্দর মহলের রানীকে নিয়ে যেয়ে খাওয়াতে পারেন।



১৬. ভাদ্রিঃ



এই আমটা অনেক লম্বা অনেক! ঈষৎ কৃষ্ণ বর্ণের, খোসা মোটা, খেতে গতানুগতিক ভাবে মিষ্টি।





১৭. রাজভোগঃ



রানীর ট্রেডমার্ক আম যদি থাকে তাহলে রাজা কি দোষ করল! হ্যাঁ এটা রাজার আম। রানীর আম যেমন কোমল তেমনি রাজার আম রাজার মতই শক্তিশালী। সাইজে গোল, বেশ বড় বড় হয়, খেতে প্রচণ্ড মিষ্টি কিন্তু শক্ত দাঁত থাকা আবশ্যক। বুজছেন তার মানে খাওয়ার পার দাঁত খেলান করা লাগবে, বেশ আঁশ যুক্ত।



১৮. ল্যাংড়াঃ

দ্যা কিং অফ ম্যাংগোজ। একজন সফল রাজার যে সব গুণাবলী থাকা দরকার তার সবগুলিই আছে এর। স্বাদে ঘ্রাণে অনন্য। যে আমের তুলনা আর কোন আমের সাথে করাই যায় না। নাম ল্যাংড়া হলেও আমটা মানুষের মত ল্যাংড়া নয়। আটি ছোট ও পাতলা, খোসা খুব পাতলা, রসালো, গায়ে শুধুই মাংস। স্বাদ অসাধারন।







উপরের সকল ছবির কপিরাইট আমার। আমার কমা মোবাইলে অনেক কষ্ট করে সংগ্রহ করেছি।



সবাইকে আম খাওয়ার দাওয়াত রইল।

কারো লাগলে বইলেন! *শর্ত প্রযোজ্য।

মন্তব্য ৬১ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৪৩

চারশবিশ বলেছেন: বিশাল কালেক্শন
অনেক ধন্যবাদ

১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৩

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আম খাইবেন না!!!

২| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৪৪

মো: আবু জাফর বলেছেন: দারুন, অসাম । আপনাকে অনেক ধন্যবাদ এরকম পোস্ট করার জন্যে । তবে লখনা আমের ব্যাপারে আপনার সাথে কঠিন ভাবে দিমত পোসন করছি । কারন এই আম আমরা উৎপাদন করি ও নিজেরাই খেয়ে থাকি, তবে ছোট গাছের আম কম মিস্টি, বয়স্ক গাছের আম দারুন । এর কিছু গুন আছে এই আম পাকার পরেও ৭-৯ দিন ভাল থাকে, বিদেশিরা এই জাতের আম খুব পছন্দ করে ।

আমি নিজেই ভাল জাতের ও মানের আম ঢাকায় বিক্রির জন্যে আনছি, যা সবই আমাদের গাছের ।

আমার ওয়েব সাইট

১০ ই মে, ২০১৩ রাত ৯:১২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ জাফর ভাই।

লখনা আম ব্যপারে যে মতামত দিয়েছি তা একান্ত আমার নিজস্ব। আসলে এক জিনিষ একেক জনের কাছে আলাদা হতেই পারে।

আপনার উদ্যোগটি সুন্দর, এটা সফল হোক।

৩| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: অতীব গুরুত্ব পূর্ণ পোস্ট । আম আমার প্রিয় ফল।ল্যাংড়াআম আমার প্রথম চয়েস। তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।

১০ ই মে, ২০১৩ রাত ৯:২৯

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

ল্যাংড়াআম আমারও প্রথম চয়েস।

৪| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাললাগা ।

১০ ই মে, ২০১৩ রাত ১০:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকবেন সবসময়।

৫| ১০ ই মে, ২০১৩ রাত ৯:২৪

আমিনুর রহমান বলেছেন:

আজকাই পেত্থুম এতগুলান আমের প্রজাতি একসাথে দেখলুম। কথা তো সেটা না খালি পোষ্টাইলেই তো চলবে না খাওয়াইতেও হইবে ;) :D


চমৎকার পোষ্ট ও প্রিয়তে +++

১০ ই মে, ২০১৩ রাত ১০:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: কন কি! তাইলে তো ইতিহাস গইড়া ফেলাইলুম!
আর কয়বার কমু চইলা আসুন। নাইলে মেইল আই ডি দ্যান কিছু মেইল করই। ;) ;) ;) B-) B-)




অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়।

৬| ১০ ই মে, ২০১৩ রাত ১০:১৫

মো: আবু জাফর বলেছেন: খালি ধন্যবাদে কাম হবে না । আমারে কয়টা কাস্টমার দেন । তানা হলে আমার ভাল উদ্যোগ বাচানো যাবেনা । আমার ঢাকা শাখাঃ- S.F.C ৫/১ সলিমুল্লাহ রোড, মহাম্মদপুর, ঢাকা । অথবা যোগাযোগ করুনঃ- 01737-629423

১০ ই মে, ২০১৩ রাত ১১:৫৪

তন্দ্রা বিলাস বলেছেন: ঠিক আছে!


আপনাদের কারো আম লাগলে জাফর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।


আমি ঢাকা থাকলে প্রথম কাস্টমার আমি হতাম (টেস্টিং) :P

৭| ১০ ই মে, ২০১৩ রাত ১১:১৬

একজন আরমান বলেছেন:
যাক আপনার নাম যে সজীব এইটা জানতে পারলাম। আর এইরকম পোস্ট দিয়া ভারচুয়ালি দাওয়াত দিলে কাজ হবে না।


প্রিয়তে রাখলাম।

১১ ই মে, ২০১৩ রাত ১২:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: হ্যা ভাই আমি সজীব!
আপনার ঠিকানাটা দ্যান ফিজিক্যালি দাওয়াত দিমুনে ;) ;) ;) ;) B-) B-)

৮| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

কাকতড়ুয়া007 বলেছেন: Jiv to already pani chole elo !

Apni khub kharap !

NB: Ami kintu Meye/chaiya konotai noi '

১২ ই মে, ২০১৩ সকাল ৭:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: ও তাই! খেতে শুরু করেন! ;)

৯| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার লাগলো।
গুড পোস্ট ||

১২ ই মে, ২০১৩ সকাল ৮:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

১০| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫

চলতি নিয়ম বলেছেন: ++

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৮

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

১১| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:৫২

এম ই জাভেদ বলেছেন: আম গুলো আপনার মতই সজীব। সাথে পাকা আমার ছবি হলে আরও জমত। বাজারে তো আর এত সতেজ আম দেখার চান্স নাই। জোর করে পাকিয়ে কালার চেঞ্জ করে দেওয়া হয়। আর হ্যাঁ , আমের নাম কিন্তু পড়া যাচ্ছে না, বক্স বক্স এসেছে। এডিট করে দ্যান। সিরিয়ালের পর দাড়ি না দিয়ে ব্র্যাকেট বন্দী করলেই সমস্যা মিটে যাবে। পোস্ট নিলাম প্রিয় তে। অনেক ধন্যবাদ আপনাকে।

১২ ই মে, ২০১৩ সকাল ১১:১১

তন্দ্রা বিলাস বলেছেন: হাসাইলেন!
এগুলো সমসাময়িক আমের ছবি, যেগুলো আমার মোবাইলে রিসেন্ট তোলা। আমাদের এলাকায় আম এখনো আম পাকেনি তাই পাকা আমের ছবি দিতে না পারার জন্য দুঃখিত।

সাবধান! আম এখনো পাকেনি! ;)

১২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:৫১

একজন আরমান বলেছেন:
আমার ঠিকানা !!!
আচ্ছা নেনঃ

বর্তমান নিবাসঃ শাহাজাদপুর, গুলশান, ঢাকা।
স্থায়ী নিবাসঃ গৌরনদী, বরিশাল।

বাসার ঠিকানা দিলাম না। :P ;)

১২ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: উখে উখে!!!

ভাইজান কি ভয় পাইছেন? :P ;) ;) ;)

১৩| ১২ ই মে, ২০১৩ রাত ৩:৩৫

এঞ্জেল বয় বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/125462/small/?token_id=d200220e3436db7dd181964beb69a0f1





দুই একটা পাকা আমের ছবি সাথে দিলে আরও ভাল হত।
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

১২ ই মে, ২০১৩ রাত ৯:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: এগুলো সমসাময়িক আমের ছবি, যেগুলো আমার মোবাইলে রিসেন্ট তোলা। আমাদের এলাকায় আম এখনো আম পাকেনি তাই পাকা আমের ছবি দিতে না পারার জন্য দুঃখিত।

সাবধান! আম এখনো পাকেনি! ;)

১৪| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৩২

এরিস বলেছেন: আম খাই না। পেয়ারা পোস্ট চাই।

১২ ই মে, ২০১৩ রাত ১০:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: কি কন!!!

দেখি কাল একটা পেয়ারা গাছ কিনে নিয়ে লাগাব, তারপর...... ;)

১৫| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৪৬

কালোপরী বলেছেন: চমৎকার পোস্ট :)

২১ শে মে, ২০১৩ রাত ১১:০৯

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ পরীআপু। ভাল থাকবেন সবসময়।

১৬| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৮

বোকামানুষ বলেছেন: সুন্দর পোস্ট

কিন্তু এখনতো আম খেতে ইচ্ছে করছে :(

২১ শে মে, ২০১৩ রাত ১১:২২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

খেতে শুরু করুন।

১৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: অসাধারন। আপনাকে অনুসরণ করে নিলাম। চমৎকার পোষ্ট।

২১ শে মে, ২০১৩ রাত ১১:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: সুপ্রিয় পাঠক আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

১৮| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৩১

মদন বলেছেন: আমাদের একাধিক আমের বাগান থাকা সত্তেও আমি বছরে ২/৩টার বেশি আম খাওয়া হয় না। খেতে হয় বাড়ীর লোকদের চাপাচাপিতে। আম আমার একদমই ভারো লাগে না। কিন্তু আপনার লেখার স্টাইল দেখে এখনই আম খেতে ইচ্ছে করছে :)

প্রিয়তে থাকলো

২২ শে মে, ২০১৩ রাত ১২:১৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনার মতই আমারো একই অবস্থা, আমি খাব না আর আম্মা ছাড়বে না। তখন বাধ্য হয়ে খেতে হয়।



তার পরেও ফলের মধ্যে আম আমার সবচেয়ে উপরের।

১৯| ২২ শে মে, ২০১৩ রাত ১:১২

শিপু ভাই বলেছেন:
অফলাইনে ছিলাম- পোস্ট পড়ে অনলাইন হলাম- অফলাইনেতো কমেন্ট করা যায় না!!! :P

অসাধারন সুন্দর একটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ। আমা আমার কাছে চিনা দের মত অর্থাৎ সবই একরকম লাগে। :)


পোস্ট প্রিয়তে++++++++++++

২৪ শে মে, ২০১৩ সকাল ১০:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আমার ব্লগে আপনাকে সু স্বাগতম।

চাইনিজ = আম! :P

২০| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫

মুর্তজা হাসান খালিদ বলেছেন: ১৯৯৫ সালের কথা, তখন আমার এক শুভাকাংখির বাড়ির গাছ থেকে পেড়ে অরিজিনাল গোপাল ভোগ আম খেতে পেরেছিলাম। আহ স্বাদ কি যে স্বাদ ছিলো সেই আমের ! এরপর আর এমন স্বাদের আম খাওয়া হয়নি।

বাজারে যেগুলো গোপালভোগ নামে বিকোয় তা আসল গোপালভোগ না, স্বাদ নেই :(

কোথায় পেতে পারি যদি জানাতে ভাই !

২৮ শে মে, ২০১৩ রাত ১০:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: আমাদের বাগানে পাবেন :P

২১| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

মোঃ সিরাজুল হক বলেছেন: ++++++++
http://www.mangobazar.net

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৪৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
ইয়ে মানে আপনাদের আম কি উপরের আমগুলির মত হবে? :P

২২| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:১২

তন্দ্রা বিলাস বলেছেন: আম খাইবেন না???

২৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩০

সুমন জেবা বলেছেন: আম .. ভাবতেই যেন জিবে জল আসে +++

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭

তন্দ্রা বিলাস বলেছেন: এগুলো আম তেঁতুল নয়! হা হা মজা করলাম।

আমের রাজ্যে আপনাকে স্বাগতম।

২৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪

মিলটন বলেছেন: ওহ বিশাল কালেকশন। প্রিয়তে রাখলাম। খুব যত্ন করে সময় নিয়ে লেখা।

আমিতো এমন আমই পছন্দ করি। :)

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:১১

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমার ব্লগের প্রথম কমেন্টর আপনি ছিলেন!

ভাই রাজশাহীতে আসবেন না?

আপনাকে আমরা অনেক মিস করি!

২৫| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

মিলটন বলেছেন: না রাজশাহী যাওয়ার প্ল্যান নেই খুব রিসেন্ট। :)

যদি ফেসবুক ব্যাবহার করেন তবে এড করতে পারেন। আামর ব্লগপাতায় আামর ফেসবুকের লিংক দেয়া আছে।

১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: ওকে !
করলাম নিয়মিত কথা হবে।
ধন্যবাদ।

২৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩২

মিলটন বলেছেন: ওকে আমি রিকোয়েষ্ট পাঠিয়েছি। চাইলে একসেপ্ট করতে পারেন।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

তন্দ্রা বিলাস বলেছেন: অবশ্যয়। আপনি আমার তন্দ্রাবিলাস নামের ফেসবুক একাউন্টে আমার ফ্রেন্ড ছিলেন। কিন্তু ব্লক হয়ে গেছে।

২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

এস এম মোমিন বলেছেন: Good

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস।

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

নীল েমঘ বলেছেন: রাজশাহীর ছেলে খুজতেছি। তাই রাজশাহীর আমের কালেকশন এর পাশাপাশি "রাজশাহীর ছেলেদের কালেকশন" এর উপর একটা পোষ্ট চাই ...

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

তন্দ্রা বিলাস বলেছেন: আমি পিউর রাজশাহীর ছেলে। কুনু মিশ্রণ নাই। তা কি কারণে জানতে পারি???


আর আমি কিন্তু ছেলে হিসাবে খুব ভালো। ;)

২৯| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩

সাদিকনাফ বলেছেন: কিভাবে এগুলা পেতে পারি

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: সোজা হিসাব রাজশাহীতে বিয়া করে ফেলুন! :)

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

দেলোয়ার আলো বলেছেন:
বাংলাদেশে উৎকৃষ্ট জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ অন্যতম। এ আমটি কিঞ্চিত লম্বা ও অনেকটাই গোলাকার হয়। এর বোটা শক্ত, পাকার সময় বোটার আশেপাশে হলুদাভ বর্ণ ধারণ করে, অন্য অংশ কালচে সবুজ থেকে যায়। আমটির আঁশ -
চাঁপাই আম বাজার

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

দেলোয়ার আলো বলেছেন: বাংলাদেশে উৎকৃষ্ট জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ অন্যতম। এ আমটি কিঞ্চিত লম্বা ও অনেকটাই গোলাকার হয়। এর বোটা শক্ত, পাকার সময় বোটার আশেপাশে হলুদাভ বর্ণ ধারণ করে, অন্য অংশ কালচে সবুজ থেকে যায়। আমটির আঁশ - চাঁপাই আম বাজার

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

তন্দ্রা বিলাস বলেছেন: জি ঠিক বলেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.