নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

সম্প্রতি প্রিয় যে সকল ব্লগারদের নতুন পোস্টের অভাব অনুভব করছি প্লিজ আপনারা নতুন পোস্ট দেন!

১২ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮

সামুতে অনেক দিন ধরে যাতায়াত আমার। অনেক প্রিয় ব্লগারের পোস্ট কতবার যে পড়ি তার ঠিক নাই। সম্প্রতি আমার খুব প্রিয় কিছু ব্লগারগনের পোস্ট মিস করছি। তারা হয়তো ব্যস্ত তাই পোস্ট দিতে পারছেন না। তাদের কাছে আমার চাওয়া "নতুন লেখা"। প্লিজ আপনারা ফিরে আসুন নতুন কিছু নিয়ে।

১) চেয়ারম্যান০০৭ : জনপ্রিয় ব্লগার চেয়ারম্যান আর নেই। ;) ইয়ে মানে অনেক দিন থেকে নিরব! তার সম্পর্কে আর কি বলব! চেয়ারম্যান সাব কি চেয়ারম্যানি বাদ দিয়া এম পি হবার চেষ্টা করছে নাকি! B-) তিনি শেষ পোস্ট দিয়েছেনঃ ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫১ পোস্টটি ছিলঃ শুভ জন্মদিন কামরুল হাসান শাহি !:#P !:#P !:#P

ভাই ফিরে আসুন।



২) ড়ৎশড়ঃ অনেক অনেক ভাল একজন গল্পকার তিনি। তার একেকটা গল্প সামুর সম্পদ। আগে তিনি নিয়মিত গল্প লিখতেন কিন্তু এখন বড়ই অনিয়মিত।

শেষ পোস্ট দিয়েছেনঃ ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

পোস্টঃ উত্থান

আমরা আপনার কাছে আরো নতুন গল্প চাই।



৩) নাফিস ইফতেখারঃ সামুর সবচেয়ে হিট ব্লগার! ভাই কি ক্লান্ত হয়ে গেছেন? কয়েকদিন আগে একটি পোস্টে দেখলাম সামুর দাম ২০৬ কোটি টাকা ;) তাহলে ইনার ব্লগের দাম কত হবে??? :P

শেষ পোস্ট দিয়েছেনঃ ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৩

পোস্টঃ ইন্টারনেটের আরও ইতিহাস - সবচেয়ে পুরনো .com ওয়েবসাইটগুলো B-) ;) :D :)

বাংলা ব্লগ জগতে আপনাদের দরকার আছে ভাই।



৪) নাফিজ মুনতাসিরঃ আমার খুব প্রিয় একজন ব্লগার। মুভিময় ব্লগার তিনি। তিনি প্রচুর মুভি দেখেন ও আমাদের দেখান।

শেষ পোস্ট দিয়েছেনঃ ২১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৩

পোস্টঃ চোরাবালি(Chorabali The Movie) : অপরাধজগতের গল্প

আমরা মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছি ভাই। অপেক্ষা কেবল আপনার।



৫) মাস্টারঃ মাস্টার ইজ মাস্টার! সিনেমা বিশেষজ্ঞ মাস্টার সাহেবের ছাত্রের অভাব নাই। কিন্ত এখন ক্লাস আর হয় না (মাস্টার নিজেই ইস্কুল খুইলাছে)।

শেষ পোস্ট দিয়েছেনঃ ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

পোস্টঃ ডকুমেন্টারিঃ প্রজন্ম চত্বর – যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই

ও মাস্টার সাব আমাগো ইস্কুলে আসেন গো। আমরা চট পাইতা বইয়া রইছি।



৬) রাগিবঃ শিক্ষক সাহেব। যার সাইটে সাইটে আমার যাত্রা নিয়মিত। এই গণকের মিস্তিরির কাছে আরও পোস্ট আশা করছি।

শেষ পোস্ট দিয়েছেনঃ ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

পোস্টঃ স্বপ্নের শিক্ষক.কম প্রজেক্ট - ৬ পয়সায় জীবন গড়ার অভিযান



৭) রবিন মিলফোর্ডঃ আমার অন্যতম প্রিয় টেকি ব্লগার। টেকনোলজি বিষয়ক অনেক পোস্টের প্রনেতা।

শেষ পোস্ট দিয়েছেনঃ ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

পোস্টঃ সংগ্রহে রাখার মত প্রয়োজনীয় ও দারুন কিছু পোর্টেবল সফটওয়্যার

নিয়মিত পোস্ট দেন ভাই।



৮) আমিনুর রহমানঃ সব কাজের এক্সপার্ট! শত ব্যস্ততার মাঝেও ইনি ব্লগে ঢুঁ মারেন। ভাই নতুন পোস্ট চাই।

শেষ পোস্ট দিয়েছেনঃ ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

পোস্টঃ আমার তোলা যত ছবি - ২

আবারো বলছি ভাই নতুন পোস্ট চাই।



৯) পুশকিনঃ আমার প্রিয় ব্লগারগনের মধ্যে অন্যতম। কিন্তু তার ব্লগে কখনও কমেন্ট করা হয়নি। যিনি সকল প্রকার বিষয়ে লেখালেখি করেন।

শেষ পোস্ট দিয়েছেনঃ ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

পোস্টঃ আমার প্রিয়তে রাখা উচ্চ শিক্ষা বিষয়ক সকল পোষ্টের সংকলন



১০) শায়মাঃ যার ব্লগ পোস্ট হবার ১ মিনিটের মাথাতেই অর্ধশত বার পঠিত হয়ে যায়। সবাইকে যিনি খুব সহজে আপন করে নিতে পারেন। তার কাছে নতুন লেখা আশা করতেই পারি।

শেষ পোস্ট দিয়েছেনঃ ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

পোস্টঃ এসো নুতন- এসো বৈশাখ- পহেলা বৈশাখের কিছুকথা ও আগামী নতুন বছরটিতে বাজুক সকল বাঙ্গালীর একতার সঙ্গীত-রাজাকারমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ!...

আপু নতুন লেখা চায়।



১১) হাসান যোবায়ের সামুর অন্যতম সেরা টেকি ব্লগার। গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট। কোথায় আপনি?

শেষ পোস্ট দিয়েছেনঃ ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

পোস্টঃ নাটকীয়ভাবে ধানমন্ডি থেকে বাইক ছিন্তাই! সাবধান যাদের বাইক আছে



১২) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ ব্লগের সেই ছটফটে আপুটি কোথায়? সবার ব্লগে যার বিচরণ ছিল। আপু কি এখন খুব ব্যস্ত?

শেষ পোস্ট দিয়েছেনঃ ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৩

পোস্টঃ গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি

নতুন নতুন পোস্ট দ্যান গো আফা।



১৩) জাতির নানাঃ অনেক মজার ব্লগার। দারুন লেখেন। যার লেখাতে মজা ছাড়াও নিত্যদিনের সমস্যা সমূহ ফুটে উঠে।

শেষ পোস্ট দিয়েছেনঃ ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

পোস্টঃ আবারো রাজধানীর স্বনামন্য স্কুল শিক্ষ কতৃক ছাত্রী ধর্ষণঃ আপডেটঃ ৪ ফেব্রুয়ারি/আপডেটঃ ২ফেব্রুয়ারি ৬:৩০/আপডেট ৩০জানু ১১।০০/আপডেট ২৮জানু ২:০০/আপডেটঃ ২৭জানু ৮:১০



১৪) অর্ধমৃত সাকিবঃ আমি কিছু বলব না তার ব্লগে গিয়েই দেখবেন তিনি কেমন লেখেন।

শেষ পোস্ট দিয়েছেনঃ ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

পোস্টঃ ****অসাধারণ ১০টি শিক্ষণীয় গল্প ****:)

ভাই নতুন বিষয়ে লেখা চাই।



১৫) জানাঃ জানাপু! ব্লগের মালিকিন, কিন্তু এত কম পোস্ট দেন কেন? প্রতিদিন অন্তত এক বারের জন্য হলেও আপনাদের ব্লগ চেক করি। নতুন কিছু আছে কি না? আপনারা আমাদের আদর্শ, আপনাদের লেখা দেখে আমরা উৎসাহ পাব তাই বেশি বেশি লিখেন প্লিজ।

শেষ পোস্ট দিয়েছেনঃ ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

পোস্টঃ একটি সুসংবাদ

আপু নতুন লেখা চাই।







তাই বলে আবার আপনারা যারা নিয়মিত লিখেন তারা আবার লিখা বন্ধ করে দিয়েন না।

আরমান ভাই, সেলিম ভাই, আমিনুর ভাই, জাদিদ ভাই, কান্ডারি ভাই, ইরফান আহমেদ বর্ষণ ভাই, মাসুম ভাই, ছোট ভাই জাতির মামু সকলের জন্য অনেক শুভকামনা।

মন্তব্য ৭৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা। আমার ওই পোষ্টের পরপরই আরেকটা পোষ্ট ছিল, আমি ড্রাফট করে ফেলেছি। ছটফটে স্বভাব অনেকে পছন্দ করেন না, ম্যাচুরড হতে হবে। আমাকে মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:০৬

তন্দ্রা বিলাস বলেছেন: এইতো আপুটা আবার চলে এসেছে। আসাকরি রেগুলার হবেন।

২| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৩

টানিম বলেছেন: আমার মতো পুরান পাপীদের নাম নাই । তাই আপনার লিখা বর্জন করলাম । উপরে অনেকেই আমার পছন্দের এবং অনেকেই আমার চরম চরম অপছন্দের । যাদের ব্লগে আমি মোটেই ঢুকি না ।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:০১

তন্দ্রা বিলাস বলেছেন: আপনে তো রেগুলার লিখেন। এই পোস্ট ইরেগুলারদের জন্য। :)

ভাই পছন্দ অপছন্দ সম্পূর্ণ নিজের কাছে। আমার যাকে ভাল লাগে আপনার তাকে ভাল নাও লাগতে পারে। এইটা কোন ব্যপার না।


৩| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

কালোপরী বলেছেন: লেখা চাই


দিতে হবে


:) :) :)

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: লেখা চাই, দিতে হবে!

না দিয়ে কোন উপায় নাই!

কেমন আছেন পরীআপু?

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৭

চারশবিশ বলেছেন: উনারা পোষ্ট কম দেওয়াতে
আমাদের ডাষ্টবিন মার্কা পোষ্টগুলি আপনাদের গিলতে হয়

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫

তন্দ্রা বিলাস বলেছেন: ছিঃ ভাই নিজের সম্পর্কে এমনটি বলতে নেই ;) ! উনাদের দেখেই তো আমরা শিখছি।

৫| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

এনজেল মাইন্ড বলেছেন: অনেক কেই miss করি

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪১

তন্দ্রা বিলাস বলেছেন: অনেককেই মিস করি।

৬| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:০০

শিপু ভাই বলেছেন: উপরে অনেকেই আমার পছন্দের এবং অনেকেই আমার চরম চরম অপছন্দের । যাদের ব্লগে আমি মোটেই ঢুকি না ।

++++++

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: কোন সমস্যা নাই। যাকে ভাল লাগে তাকেই লিখতে বলেন।

৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:০২

টানিম বলেছেন: মাইন্ড নিয়েন না । মজা করলাম । B-) B-) B-) B-) B-) B-) B-) । গ্রীষ্মকাল তো মিজাজ মর্জির সঠিক তথ্য থাকে না ।

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: ব্যপার না।
হ্যা ভাই অনেক গরম! আমাদের রাজশাহীতে আরও বেশি।

৮| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৪

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: যথার্থ বলেছেন ।

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

তন্দ্রা বিলাস বলেছেন: দাবি একটাই লেখা চাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৯| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

বিদেশী বাঙালী বলেছেন: সংখ্যা বিচার করে দেখলাম, আপনার প্রিয় ব্লগারদের মাঝে ১২জন ছেলে, ৩জন মেয়ে।

আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিলো সামুর ব্লগারদের নিয়ে একটি জরীপ করার। দেখার ইচ্ছা ছিলো আমাদের ব্লগার সমাজে পুরুষ-নারী'র অনুপাতটা। সেই সাথে মানও, অর্থাৎ, কোন লিঙ্গের ব্লগাররা বেশি মানসম্পন্ন এবং কারা বেশি জনপ্রিয়।

আপনার উপরের ব্লগারদের নামগুলো পড়ে কেন যেন আবারও ইচ্ছেটা জেগে উঠলো। :)

১২ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

তন্দ্রা বিলাস বলেছেন: আমার প্রিয় ব্লগারের পুরা লিস্ট দেখলে আপনি চমকে যাবেন কারণ তালিকাটা অনেক বড়। এটা শুধু প্রিয় কয়েকজন ব্লগার যারা অনেক দিন ধরে পোস্ট দেন নি।



এটা আবার কেমন জরীপ? ;)

১০| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

মো: আতিকুর রহমান বলেছেন: উপরে উল্লাখিত কোন ব্লগারের সাথেই আমার শত্রুতা নাই। অনেকেই আছে যাদের ব্লগ আমি কোন দিন চোখেও দেখিনি। কারন আমি ব্লগে রেগুলার না। আর আমি এইও জানি আপনি আমার নামটা লিখতে ভুলে গেছেন...

১২ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

তন্দ্রা বিলাস বলেছেন: দেখেন নি দেখবেন।
আপনি তো রেগুলার পোস্ট দেন। এটা ইরেগুলারদের জন্য।

১১| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.............. :( :( :( :( :( :(

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: হুম্মম্মম্মম্মম্ম!

১২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নাজিজ মুনতাসির, স্নিগকে সত্যি অনেক মিস করছি........

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১

তন্দ্রা বিলাস বলেছেন: আসলেই! আমরা চাই তারা ফিরে আসুক।

১৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

শাহজাহান মুনির বলেছেন: লেখা চাই


দিতে হবে

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: দাবী একটাই, লেখা চাই
দিতে হবে

১৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২০

আমিনুর রহমান বলেছেন:


লেখা চাই, দিতে হবে। না দিলে কইলাম কবর থুক্কু খবর আছে ... :P ;)


১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: লেখা চাই, দিতে হবে। না দিলে কইলাম কবর থুক্কু খবর আছে ... :P ;)



আপনি কিন্তু আমার রেড লিস্টে আছেন;) আপনার জন্য ইসপেসাল কবর থুক্কু খবর আছে! :P

১৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

আহারে ! আমার মিস করার লিস্টিতো আরো দীর্ঘ :(

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: এটা তো আমার তালিকার একটি অংশ!

আপনার লিস্টিতো বড় হবেই কারণ আপনি যে বড় মানুষ। দেইখেন আপনি আবার আমার লিস্টি আইসা না যান। B-)



ভাল থাকবেন আপু, বেশি বেশি লিখবেন।

১৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৩৬

আল ইফরান বলেছেন: আমার নাম কই গেলো ? ? ? B-)) B-)) B-))

জাস্ট কিডিং ভাই :P
আমি নিজেও এদের লেখা বেশ মিস করি, বিশেষ করে নাফিজ ভাইয়ের লেখা অসাধারন মুভি রিভিউগুলোকে /:)

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি তো পুরা খালি।

কিছু একটা লিখেন ভাই। :P

১৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪২

ইলুসন বলেছেন: তেনারা এখন পেচবুকার হইছেন বেশিরভাগ! /:) আরে ভাই আপনাগো পিলিজ লাগে ব্লগে ব্যাক করেন।

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

তন্দ্রা বিলাস বলেছেন: পেচবুকার!!! জুকারই খাইলো হ্যাগরে!!

/:) আরে ভাই আপনাগো পিলিজ লাগে ব্লগে ব্যাক করেন।

১৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪৩

~স্বপ্নবিলাসী~ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু । ফিরে আসুন আবার :'(

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯

তন্দ্রা বিলাস বলেছেন: আরে আপনার কি খবর! সে ব্লগ ডের পরে যে আর কোন খোঁজ নাই। কেমন আছেন আপু?

১৯| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেকেই মনে করেন পোস্ট দিতে হয় মাসে একটা অথবা কয়েকমাসে একটা। রোজ রোজ কিংবা মাসে কয়েকটি পোস্ট দিলে নাকি হিট কমে যায়। এই কারনে অনেকে পোস্ট দিতে না দিতে একদম না দেয়ার দেশেই চলে গেছেন। দুঃখিত আমি ব্যাক্তিগত আক্ষেপ থেকেই কথাটি বললাম কাউকে হেও করে বলিনি। আমাকে আমাদের মাঝেই কিছু ব্লগার কথাটি বলেছেন। তবে যাই হোক আমি অন্তত তা মনে করিনা। যদি লেখা ভাল হয় তবে রোজ যে কটি পোস্টই দেই না কেন কোন সমস্যা নেই আর হিট ভাইরে এত হিট দিয়ে কি হবে। ভাল পোস্ট পড়ুন এবং ভাল পোস্ট দেন এতে কারো কোয়ালিটি থাকলে অবশ্যই সবাই তার লেখা পড়বে। তখন আর হিটের চিন্তা করা লাগবেনা।

তবে সন্মানিত লেখক আপনি যাদের নাম নিয়ে পোস্ট দিয়েছেন উনারা কেউ এই হিট সিকার তালিকায় পরেন না। তবে ইনারা সবাই খুব উচ্চ মানের গুনি ব্লগার কিন্তু পোস্ট দেয়া কমিয়ে দিয়েছেন। তবে আশা করব আবার পোস্ট দিয়ে আমাদের মতন যারা পাঠক শ্রেণীর রয়েছেন তাদের তৃপ্তি মেটাবেন।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:১২

তন্দ্রা বিলাস বলেছেন: আপনার মন্তব্যের সাথে পুরাপুরি একমত। উনারা কেউ এই হিট সিকার তালিকায় পরেন না। তবে ইনারা সবাই খুব উচ্চ মানের গুনি ব্লগার কিন্তু পোস্ট দেয়া কমিয়ে দিয়েছেন। তবে আশা করব আবার পোস্ট দিয়ে আমাদের মতন যারা পাঠক শ্রেণীর রয়েছেন তাদের তৃপ্তি মেটাবেন।

২০| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পোস্টে ++++

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫

তন্দ্রা বিলাস বলেছেন: তারা আবার ফিরে আসুক।

২১| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

শরৎ চৌধুরী বলেছেন: উত্তম কুমার পোষ্ট।+।

১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: উনারা কি সুচিত্রা সেনের নাগাল পাইয়া গেসে নাকি ;)

আমরা চাই তারা খুব তাড়াতাড়ি পোস্ট দিক।

ধন্যবাদ।

২২| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: লেখা চাই


দিতে হবে

১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮

তন্দ্রা বিলাস বলেছেন: দাবী একটা, লেখা চাই
দিতে হবে

২৩| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

আমি ইহতিব বলেছেন: আপনার এই মহান দাবীর সাথে সহমত। আসলেই অনেক ভালো লিখেন এই ব্লগারগণ।

১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: আসলেই অনেক ভালো লিখেন এই ব্লগারগণ।

২৪| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

আমিনুর রহমান বলেছেন:

খুব শীঘ্রই গ্রীন লিষ্টে চলে আসবো :D


আর আমি কইলাম ফেসবুকার না, ছিলামও না কখন :)

১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭

তন্দ্রা বিলাস বলেছেন: না আসলে খবর আচে! ;)


ফেসবুকার! B:-)

২৫| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সোহাগ সকাল বলেছেন: জানাপু তো কমেন্টের রিপ্লাইও দেয়নাহ! :(

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬

তন্দ্রা বিলাস বলেছেন: উনি আম ব্লগারের ব্লগে কমেন্ট করেন না :( ;)

২৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুণএকটা বিষয়েরউপর পোস্ট দিয়েছেন।আসলে তাদের লেখার প্রচুর পাঠক সত্ত্বে ও তারা লিখছেন না।এটা অন্যায় মনে হয়। কেন লিখছেন না ,কবে লিখবেন তারাএ জাতীয় কমেন্ট দিলে খুশি হতাম। কৃতার্থ হতামআআপনার লেখা ভাল রাগলো।এখন রিকুইজিশন দিয়ে তাদের পোস্টআদায় করা লাগবে!! ;)

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

তন্দ্রা বিলাস বলেছেন: সলে তাদের লেখার প্রচুর পাঠক সত্ত্বে ও তারা লিখছেন না।এটা অন্যায় মনে হয়। কেন লিখছেন না ,কবে লিখবেন তারাএ জাতীয় কমেন্ট দিলে খুশি হতাম।
খন রিকুইজিশন দিয়ে তাদের পোস্টআদায় করা লাগবে!! ;)
ঠিক বলেছেন।

২৭| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাস্টার সাবের লেখা মিস করি

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: আমিও ভাই।
মাস্টার সাব প্রাইভেট ইস্কুল খুইলাছেন! ;)

২৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১) চেয়ারম্যান ২) জাতির নানা ৩) নাফিস ইফতেখার ৪) রবিন মিলফোর্ড ৫) আমিনুর রহমান :(

মিসিং ইউ এ লট । প্লিজ কাম ব্যাক । :(

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩

তন্দ্রা বিলাস বলেছেন: মি টু (ঠু) B-)

আমার ব্লগে স্বাগতম।

২৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

আমি তুমি আমরা বলেছেন: দেখা যাক, আপনার আহবানে তারা সাড়া দেন কিনা।

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: দেখা যাক!

৩০| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: উনারা না থাকায় মাঠ একটু ফাঁকা পাওয়া গেল , এই ফাঁকে গোল মারা যাবে ;)
++++++++++

হাহাহাহা :)

ভালো থাকবেন সবসময় :)

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনিও কিন্তু রেড লিস্টে ছিলেন! ;)
ফিরে আসার কারণে আমার এই লিস্টি থেকে বাদ পড়লেন। B-)

৩১| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮

ঘাসফুল বলেছেন: ১২...

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫০

তন্দ্রা বিলাস বলেছেন: ১২ আমিও!

৩২| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩

মিলটন বলেছেন: আমিও আসলেই অনেককে মিস করি।

১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: আসলেই!
আমরা চাই তারা ফিরে আসুক।

৩৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:২১

নাঈম বলেছেন: আমার নাম্নাই :(( :(( :((

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০

তন্দ্রা বিলাস বলেছেন: ইস ভাই মিচটেক হয়া গিলছে মাইন্ড খাইয়েন না :)

৩৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

রুপ।ই বলেছেন: আসলেই তো উনারা কোথায় গেলেন ?

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

তন্দ্রা বিলাস বলেছেন: বাড়ি গেসেন!
দুপুরে ভাত খাইয়া ঘুম দিসেন। ;) :)

৩৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগারদের উতসাহ মুলক পোষ্ট এ পেলাচ ++++++++++

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১২

তন্দ্রা বিলাস বলেছেন: কোথায় তিনারা আমাদের উৎসাহ দিবেন, সেখানে আমরাই তাদের উৎসাহ দিতেছি। :(

প্লাসের জন্য অনেক ধন্যবাদ রাফাত ভাই।

৩৬| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২২

মহামহোপাধ্যায় বলেছেন: ড়ৎশড় ভাইয়ার চমৎকার গল্পগুলো খুব মিস করি :( উনি পোস্ট দেয়া একদমই কমিয়ে দিয়েছেন।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: আমিও খুব মিস করি।

৩৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৭

সকাল রয় বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: ড়ৎশড় ভাইয়ার চমৎকার গল্পগুলো খুব মিস করি উনি পোস্ট দেয়া একদমই কমিয়ে দিয়েছেন।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: আসলেই! তারা নিয়মিত হোক।

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: স্যরি ব্রো লেখিনা ঠিক ই কিন্তু কমেন্ট করি মাঝে মধ্যে।লেখার ইচ্ছে আছে যদিও সামনে।ইনশাআল্লাহ লিখব। নাম দেখে রীতিমত সন্মানিত বোধ করছি :) অনেক অনেক ধন্যবাদ,শুভকামনা জানবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: হুম নিয়মিত লেখার অভ্যাস করুন :)

৩৯| ১০ ই মে, ২০১৪ রাত ১:০৭

পুশকিন বলেছেন: সত্যিই বেশ বেশ অবাক হয়েছি লিস্টে নাম দেখে আমার।
লেখতে ইচ্ছে করে বটে,হয়তো লিখবো আবারো যেমনটা হঠাৎ করে লিখতে শুরু করে ছিলাম ।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: অবশ্যই শুরু করবেন। :)


যদিও আমি অনেক দিন লেখিনা :)

৪০| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নাফিস্যা যে কই গেল :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.