নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৩ মিনিটে যেকোন মুভির ইংরেজি সাবটাইটেলকে বাংলা সাবটাইটেলে পরিনত করুন!

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

আমরা তো সকলেই মুভি দেখি। যদি এমন হয় সাবটাইটেলটা হয় মাতৃভাষা বাংলায় তাহলে অনেক মজা না! হ্যা সুপ্রিয় পাঠক আজ আমি এমন কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আমরা সাধারনত ইংরেজি সাবটাইটেলে মুভি দেখি কিন্তু আমার মত অনেকেই ইংরেজি বুঝতে পারে না। আর নেটে সার্চ দিয়ে কোথাও বাংলা সাবটাইটেল পাওয়া যায় না। তাই এখন আমরা ধাপে ধাপে ইংরেজি সাবটাইটেলকে বাংলায় অনুবাদ ও রূপান্তর করা শিখব।

প্রথমে যেকোন সাবটাইটেল ফাইল অর্থাৎ .srt ফরম্যাটের ফাইলকে নোটপ্যাডে ওপেন করুন।



এরপর একে টেক্সট ফরম্যাট অর্থাৎ .txt তে সেভ করুন।



File>Save as> example.txt



এবার, গুগল ট্রান্সলেটর ওপেন করুন। এখানে ইংলিশ টু বাংলা সিলেক্ট করুন। তারপর দেখুন ইনপুট বক্সের নিচে Type text or a website address or translate a document এটা রয়েছে এখানে ক্লিক করুন। (চিত্রে আমি বাংলা গুগলে ছিলাম বলে "কোন দস্তাবেজ অনুবাদ করুন")





এরপর এখানে ব্রাউজ করে আপনার টেক্সট ফাইলটি সিলেক্ট করুন ও অনুবাদ বা translate বাটনে ক্লিক করুন।



দেখুন পাশের ট্যাবে ট্রান্সলেটর পুরা ফাইলটি বাংলায় অনুবাদ করে দিয়েছে।





এখন এগুলো কপি করুন। নোটপ্যাড ওপেন করে সেখানে পেস্ট করুন।





দেখুন প্রধান ফাইল অর্থাৎ ইংলিশ ফাইলটিতে সময় এর মাঝে --> (২টা ড্যাশ) এটা আছে। কিন্তু আমার অনুবাদ কৃত ফাইলে -> ড্যাশ একটা রয়েছে।



এই সমস্যা দূর করার জন্য, নোটপ্যাডের এডিট থেকে রিপ্লেস এ ক্লিক করুন। এখানে Find what বক্সে লিখুন -> এবং Replace with বক্সে লিখুন --> এবার Replace all এ ক্লিক করুন। দেখুন রিপ্লেস হয়ে গেছে।





এবার ফাইল থেকে Save as ক্লিক করুন, বক্সে একটা নাম দিন নামটা এমন হবে, Example.srt এবং নিচে Encoding এ ইউনিকোড সিলেক্ট করে সেভ করুন।



দেখুন একটা srt ফাইল তৈরি হয়েছে। এটাই আপনার বাংলায় রুপান্তরিত সাবটাইটেল।

ওহ! হইয়া গিলছে আপনার বাংলা সাবটাইটেল। এখন দেখুন





শেষকথাঃ গুগল ট্রান্সলেটর এর অনুবাদ তো তাই অনুবাদটা হবে আক্ষরিক অনুবাদ। যদি আপনি সঠিক অনুবাদ পেতে চান তাহলে আপনাকে কষ্ট করে লিখতে হবে। ইংলিশ সাবটাইটেলটাকে নোটপ্যাডে ওপেন করে যেখানে ডায়ালগ আছে সেটা কেটে দিয়ে বাংলা লিখে সেভ করে আপনি বাংলা এস আর টি ফাইল তৈরি করতে পারেন; এজন্য আপনাকে প্রচুর লিখতে হবে। একটা সিনেমায় প্রায় ১৫০০ মত ডায়ালগ থাকে সেগুলো সব অনুবাদ ও লিখতে হবে যার জন্য আপনাকে প্রচুর শ্রম ও সময় ব্যয় করতে হবে। তার চাইতে দুধের স্বাদ ঘোলে মেটানো অনেক ভাল।



কোন প্রকার সমস্যা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য কমেন্ট করবেন। B-)





অনেক ধন্যবাদ।

মন্তব্য ২০৯ টি রেটিং +১০৪/-০

মন্তব্য (২০৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

বাধা মানিনা বলেছেন: জাষ্ট ওয়াও .....++++++++

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। প্রথম প্লাস ও কমেন্টে।

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

বটের ফল বলেছেন: দাআআআআআরুন। ফ্যান্টাকটিকটাস, ফ্যান্টাবুলাস আর তার সাথে ++++।

আপনে কততো ভালো!!!!!!!!

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

আসলেই আমি কত ভাল! :!>
ভালোর কাম নাই টেকা দ্যান ;) B-)

৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

পাহাড়ী নদী বলেছেন: গুগলের অনুবাদের যা অবস্তা! এর চেয়ে ইংলিশ দেখা ভাল, নইলে শেষে মনে হবে চাইনিজ দেখছি!

ভাল পোস্ট! ১ম প্লাস!

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২২

তন্দ্রা বিলাস বলেছেন: কথা সত্য। তারপরেও নিচে বাংলা লেখা উঠবে ভাবতেই অন্যরকম লাগে।

অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

বাধা মানিনা বলেছেন: এন্ড ডাইরেক্ট শোকেসে

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস

৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তে । দারুণ পোস্ট ।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকবেন।

৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

রোহান মাকসুদ বলেছেন: +++++++

১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

কষ্টবিলাসী বলেছেন: thank you...

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪০

তন্দ্রা বিলাস বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম।

৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
দারুন।
প্রিয়তে।

কিন্তু কথা হল গুগল ট্রান্সলেট এখনও শুদ্ধ বাংলাতে ট্রান্সলেট করতে পারে না। :(

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।


এই কথা তো আমি উপ্রে কইছি। যা পান তাই আলহামদুলিল্লাহ!

৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৭

পলক শাহরিয়ার বলেছেন: ভাল লিখেছেন।কাজের অবশ্যই।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ভাই। কেমন আছেন? আর তো দেখা হোল না!

১০| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্লাস সহ প্রিয়তে!

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
আজ আমি কোথাও যাবো না , কিন্তু উপায় নাই। ;)

১১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২০

আধখানা চাঁদ বলেছেন: ++++++++++++++++++

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: ওররে কত্ত পিলাস!

থ্যাঙ্কস।

১২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২২

রাশেদ রিয়াদ বলেছেন: গুগল ট্রান্সলেটরে "Babes" এর অর্থ আসে "নিষ্পাপ"...

"F***er" এর অর্থ আসে "হোসেন সাঈদী"...

উপরের ২ টা উদাহরন মাত্র।আর বাক্যের ক্ষেত্রে তো কিছু বলাই লাগে না।এগুলা দিয়া মুভি দেহার চেয়ে সাবটাইটেল বাদ দেয়াই বেটার...

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

তন্দ্রা বিলাস বলেছেন: আমি তো উপরেই বলেছি অনুবাদ সঠিক হবে না তারপরেও যা পাওয়া যায়। :)

শেষমেশ একটা কৌশল তো শিখলেন। B-)

১৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

নিয়ামুল ইসলাম বলেছেন: km player বাংলা সমর্থন করছে না :(

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি অভ্র সেটআপ দিয়ে নিন, ব্যস!

১৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৬

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ''বিনা হিসাবে জান্নাতে'' বলে একটা কথা আছে,
এই পোস্ট বিনা হিসাবে প্রিয়তে!!!

অস্থির এই পোস্টের জন্য আপনারে এত্তগুলা (সর্বস্বত্ব মেহজাবিন চৌধুরি কর্তৃক সংরক্ষিত) ধইন্যা পাতা :)

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৬

তন্দ্রা বিলাস বলেছেন: আহহা রে কেয়া বাত হ্যায়!

মেহজাবিন চৌধুরির ধইন্যা পাতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার ভাগ থেইকা আপনারে ৪০% দিয়া দিলাম ;) B-)

১৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

পেন্সিল চোর বলেছেন: আচ্ছা ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে। আমি যখন নোট প্যাডে বাংলা লিখাগুলো কপি করে পেস্ট করলাম তখন লিখাগুলো বক্স আকারে আসলো কেন? সমাধান দিন প্লিজ

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি মনে হয় এক্সপি ব্যবহার করেন। অভ্র সেটআপ দেওয়া থাকলে তো এই সমস্যা হবার কথা না।

১৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: মাথা নষ্ট ম্যান।
+++++++++++++++++++++++++++

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: মাথা নষ্ট দোষে আমি অপরাধী হবার চাই না! B-)
পরে আপনার ইয়ের ঝাড়ি খাওয়া লাগবে ;)

১৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

আর.হক বলেছেন: কামের পোস্ট সোজা প্রিয়তে

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:০১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

টানিম বলেছেন: ওয়াও

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :)

১৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪০

পেন্সিল চোর বলেছেন: আমি উইন্ডোজ ৭ চালাচ্ছি আর অভ্র তো আছেই :(

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

তন্দ্রা বিলাস বলেছেন: Notepad++ এর কোন নতুন ভার্শন ডাউনলোড করে দেখতে পারেন।

২০| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

মাহবু১৫৪ বলেছেন: কোন কথা না বলিয়া পোস্ট নিয়া গেলাম আমার সাজঘরে :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:২০

তন্দ্রা বিলাস বলেছেন: আপনার সাজঘর আমার এই খুদ্র পোস্ট খানা আলোকিত করে রাখুক। :)

২১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: অতি জটিল প্রক্রিয়া, তবে ট্রাই করে দেখতে হবে!

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

তন্দ্রা বিলাস বলেছেন: ট্রাই করেন, দেখেন কি হয়?

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই(হামা বলি নাই কিন্তু) ;)

২২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: অতি জটিল প্রক্রিয়া, তবে ট্রাই করে দেখতে হবে!

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :) :)

২৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৬

সপ্নাতুর আহসান বলেছেন: গুগল ট্রান্সলেটর এর বাংলা অনুবাদ :)
তবে আপনার পোস্ট ভাল লেগেছে।

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

তন্দ্রা বিলাস বলেছেন: অনুবাদ হাস্যকর হলেও কাজে আসবে।

ধন্যবাদ

২৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
++++++++
প্রিয়তে নিলাম!!

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯

নিকোলাস বিপ্‌স বলেছেন: অসাধারণ। অবাক হয়ে গেলাম।


আচ্ছা, সাবটাইটেল নাই এমন কোন মুভির সাবটাইটেল কিভাবে বানানো যায়? এ ব্যপারে হেল্প করতে পারবেন?

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: সাবটাইটেল বানানো সহজ কাজ কিন্তু প্রচুর খাটতে হয়। সামনে আমি সাবটাইটেল এডিট করা ও বানানোর উপর একটা পোস্ট দিব।

২৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:১৯

ভুলো মন বলেছেন: নিকোলাস বিপ্‌স বলেছেন: ... ...আচ্ছা, সাবটাইটেল নাই এমন কোন মুভির সাবটাইটেল কিভাবে বানানো যায়? এ ব্যপারে হেল্প করতে পারবেন?

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১২

তন্দ্রা বিলাস বলেছেন: সেটা পরের কোন এক পোস্টে আলোচনা করব।

আপনার কি অবস্থা? আর যে দেখা সাক্ষাত হয় না :(

২৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:২১

সোহাগ সকাল বলেছেন: সিরাম পুস্ট! কথা গুলাও যদি এত সহজে বাঙলায় রূপান্তর করা যেত! :(

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২১

তন্দ্রা বিলাস বলেছেন: ইস্‌ সখ কত! ;) এম্নে হয়না আবার ;) B-)

কেমন আছেন সোহাগ ভাই?

২৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:২৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:











অতি জটিল প্রক্রিয়া, তবে ট্রাই করে দেখতে হবে!
অতি জটিল প্রক্রিয়া, তবে ট্রাই করে দেখতে হবে!
অতি জটিল প্রক্রিয়া, তবে ট্রাই করে দেখতে হবে!

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

তন্দ্রা বিলাস বলেছেন: দেখুন!

২৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৭

নিয়নের আলো বলেছেন: মাথা নষ্ট জিনিস দিসেন,টেকনিকটা অসাধারন।

B-)

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়।

৩০| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৯

রবিন মিলফোর্ড বলেছেন:
ভাই এইটা কি দিলেন ! অতি দারুন পোস্ট । ট্রাই করে দেখতেছি । B-)

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ রবিন ভাই।
ভাল থাকবেন সবসময়।

৩১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৪

বৈরাম খাঁ বলেছেন: আপনাকে ধন্যবাদ না দিলে অন্যায় হবে? 8-|

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ।

৩২| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:০০

টিনটিন` বলেছেন: যদিও সাবটাইটেল অনেক হাস্যকর লাগছে তবুও বলতে হবে বিরাট আবিষ্কার। প্লাস এবং প্রিয়তে। :)

২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ টিনটিন। ভাল থাকবেন।

৩৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৪

এ. কে. এম. শফিউল আলম বলেছেন: সবই টিক আছে কিন্তু গুগলী ট্রান্সলেটরের যে অবস্থা ভাই তাতে করে ......................

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :)

৩৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৫

খাটাস বলেছেন: আহা অসাধারন ভায়া। আপনারে এক কাপ চা খাওয়াইতে মনে চায়। ভাল থাকবেন। :) :) :) মাস্ট প্লাস।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫

তন্দ্রা বিলাস বলেছেন: আপনার পক্ষ থেকে আমি চা খেয়ে নিলাম।

ধন্যবাদ।

৩৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: দারুন....। +++++++++++++++++++
প্রিয়তে রাখার মত.....। ধন্যবাদ :)

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৫১

জ্যাক রুশো বলেছেন: পোষ্টে আগুন B-))

২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

তন্দ্রা বিলাস বলেছেন: কন কি ভাই! আগুন!

ধন্যবাদ।

৩৭| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: নিকোলাস বিপ্‌স বলেছেন: অসাধারণ। অবাক হয়ে গেলাম।


আচ্ছা, সাবটাইটেল নাই এমন কোন মুভির সাবটাইটেল কিভাবে বানানো যায়? এ ব্যপারে হেল্প করতে পারবেন?

++++++

২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

তন্দ্রা বিলাস বলেছেন: সাবটাইটেল বানানো সহজ কাজ কিন্তু প্রচুর খাটতে হয়। সামনে আমি সাবটাইটেল এডিট করা ও বানানোর উপর একটা পোস্ট দিব।

৩৮| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৯

হেডস্যার বলেছেন:
বাহ ! :)

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ স্যার।

৩৯| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

হাসান মাহবুব বলেছেন: অতি জটিল প্রক্রিয়া, তবে ট্রাই করে দেখতে হবে!

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: কি কন ট্রাই করতে হইবেক।

৪০| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮

~মাইনাচ~ বলেছেন: চমৎকার একটা জিনিস

২০ শে জুন, ২০১৩ রাত ১০:১০

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ মাইনাচ।

আমার ব্লগে স্বাগতম।

৪১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯

Sohelhossen বলেছেন: পোস্ট প্রিয়তে ।
সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনার মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৪২| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩

নিয়ামুল ইসলাম বলেছেন: অভ্রু সেটআপ দেয়াই আছে :(

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল করে দেখতে পারেন। বা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আবার অভ্র ইন্সটল দিলে সি ড্রাইভে ২ টা বাংলা ফন্ট চলে আসে সেগুলোর মধ্য থেকে একটা ইন্সটল করতে পারেন।

উপরে দেখুন Vrinda.tff (অবক) নামে ফাইল রয়েছে সেটা ইন্সটল করলে আশা করি সমাধান পাবেন। আর কে এম ছাড়া অন্য কোন প্লেয়ারে চালিয়ে দেখতে পারেন।

৪৩| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

হুমায়ুন তোরাব বলেছেন: প্রিয়তে

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ হুমায়ুন ভাই।

৪৪| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭

রোহান খান বলেছেন: আবারো জ্বলে উঠলাম...+++++

২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: আমি পানি নিয়া রেডি :)

৪৫| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

অ-পার্থিব বলেছেন:

উইন্ডোজ ৭,অভ্র আছে।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: ৪২ নং কমেন্টের উত্তর দেখুন আশাকরি সমাধান পাবেন, আর একটা কথা ১০ নং চিত্রে, অর্থাৎ এস আর টি ফরম্যাটে সেভ করার সময় Encoding এ ইউনিকোড সিলেক্ট করেছেন কিনা দেখুন। দেখুন লাল বৃত্ত দিয়ে দেখানো হয়েছে।

৪৬| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩১

জাতির মামু বলেছেন: আমি ভাগ্যবান। এই জটিল পরকিয়া অ সরি প্রক্রিয়া আমিই প্রথম আপনার কাছে হাতে নাতে শিখে ছিলাম। তবুও প্রিয়তে। +

২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: কি কও মিয়া! আমি তুমারে পরকীয়া শিখামু কিভাবে! আমি তো নাদান বাচ্চা। ;) ;) ;)

৪৭| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭

সজল৯৫ বলেছেন: অনেক ধন্যবাদ++...+ আপাতত প্রিয়তে।

২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৫০

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ভাই।

৪৮| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১

ভুং ভাং বলেছেন: বাহ. এটা বিস্ময়কর ছিল. =p~ :-B :-Bগুগল টাইপ ডাইলগ মারলাম । কোন প্রকার সমস্যা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য কমেন্ট করবেন। এই লেখাটুকুর জন্য প্রিয়তে নিলাম অন্য কোন কিছুর জন্য নয়। ;)

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
যাক শেষের লাইনটা কাজ করল তাইলে ;)

৪৯| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

কৈশর বলেছেন: অ-পার্থিব এর সমাধান চাই.

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

তন্দ্রা বিলাস বলেছেন: ৪২ ও ৪৫ নং মন্তব্যের উত্তর দেখুন আশা করি সমাধান পাবেন।
ধন্যবাদ।

৫০| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:১২

রক্তলেখা বলেছেন: !:#P

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

তন্দ্রা বিলাস বলেছেন: :) :);)

৫১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩

এহসান সাবির বলেছেন: প্রিয় তে... +++++

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

৫২| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

নি্লীমা বলেছেন: ++++++++++++++++++++

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৫৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল জিনিস দিছেন - টেরাই করে দেখবো

২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।

৫৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অক্ষরানুবাদ কইরা কোনই লাভ নাই রে ভাই............

২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

তন্দ্রা বিলাস বলেছেন: আসলেই! কুনু লাভ নাই ;)

৫৫| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

++++++++++++++


_________________________

২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৫৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

তামিম ইবনে আমান বলেছেন:
২য় একটি ভাষা শিখার খুবই ইফেক্টিভ উপায় হলো মুভি দেখা। আমি এর পক্ষ পাতি নই।

২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৩০

তন্দ্রা বিলাস বলেছেন: আপনার বক্তব্যের সাথে আমি পুরোপুরি সহমত।

তারপরেও বিদেশি ভাষার মুভির সাথে বাংলা লেখা উঠবে, এই ব্যপারটা অন্যরকম না!

৫৭| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

অ্যামাটার বলেছেন: সবই ঠিক আছে, কিন্তু গুগল টান্সলেটরের অনুবাদের যা মান, তাতে করে সিনেমা দেখার মজাটাই মাটি হয়ে যাবে!

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :)

৫৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২১

আমি তুমি আমরা বলেছেন: ৫৬ তম ভাল লাগা। প্রিয়তে নিলাম :)

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

আপনার এক একটা সংকলন পোস্ট সামুর সম্পদ।

৫৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

৬০| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++ ও প্রিয়তে :)

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রায়হান ভাই।

৬১| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মূর্খ রুমেল বলেছেন: ভাই, কাজ হয় নাই। শুধু চার কোনা বক্স দেখায়। windows 7 use করি

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: ৪২ ও ৪৫ নং মন্তব্যের উত্তর দেখুন আশা করি সমাধান পাবেন।
ধন্যবাদ।

৬২| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:৩১

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: কাজের না, মজার পোস্ট। ;) ভাল লাগলো #:-S

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

তন্দ্রা বিলাস বলেছেন: তাই!

৬৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

রাখালছেলে বলেছেন: ভাল চেষ্টা

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৬৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩৬

সাইবার সোহেল বলেছেন: সাহায্যের জন্য ধন্যবাদ....

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৫০

ean25 বলেছেন: google translator যেদিন ভাল বাংলা অনুবাদ করব তখন এই পদ্ধতি হিট হবে।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

তন্দ্রা বিলাস বলেছেন: কুনু ব্যপার না। ;)

৬৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

অহন_৮০ বলেছেন: এইটা কাজে লাগবে

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৬৭| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

গেন্দু মিয়া বলেছেন: গ্রেট!!

যেসব HQ ডিভিডি বাজারে আছে (ব্লু রে নামে বিক্রি হয়) - অইগুলার কয়েকটাতে বাংলা সাব টাইটেল পেয়েছিলাম।

কিন্তু মুশকিল হচ্ছেঃ "I am fine." এর বাংলা যদি দেয়, "আমি জরিমানা" তাইলে কেমন লাগে বলেন তো দেখি! :D

কয়েকজন মিলে একটা বাংলা সাবটাইটেল ডাটাবেজ তৈরি করা দরকার।

১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

তন্দ্রা বিলাস বলেছেন: কয়েকজন মিলে একটা বাংলা সাবটাইটেল ডাটাবেজ তৈরি করা দরকার।
এটাই আগে দরকার।

৬৮| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

ইখতামিন বলেছেন:
++++++++++++ :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ইখতামিন।

৬৯| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অস্থির অস্থির :D :D

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: কেডা! আমি না পোস্ট? ;)

৭০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯

মূর্ধন্য বলেছেন: মোটা মাথায় এ সূক্ষ ব্যপারটা কখনো ঢুকে নাই। একদিন একটা ট্রান্সলেট করতে ধরছিলাম, দশ মিনিটের মত কইরা মাথা আওলাইয়া গেছিলো।

শেয়ার করার জন্য ধন্যবাদ। এবার দুধের স্বাদ গুলে মিটানো যাবে।

আর একটা করা যায়, ভূল অনুবাদকে এডিট করা যেতে পারে, তুলনামূলকভাবে অনেক সময় বাঁচবে।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

তন্দ্রা বিলাস বলেছেন:
আর একটা করা যায়, ভূল অনুবাদকে এডিট করা যেতে পারে, তুলনামূলকভাবে অনেক সময় বাঁচবে।
এটা করা যায়। থ্যাঙ্কস।

৭১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই আমি টেরাই করতে চাইছিলাম বাট সাবটাইটেল ফাইল কই পামু সেটা তো বুঝি নাই । এটা কি যে ভিডিওর সাবটাইটেল দিব সেই ভিডিও ফাইল? অর সাবটাইটেল ফাইল আলাদা থাকে?

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

তন্দ্রা বিলাস বলেছেন: হ্যা মাসুম ভাই আলাদা পাওয়া যায়। সেটার সাইজ হয় মাত্র কয়েক কিলোবাইট। আপনি গুগল করতে পারেন কিংবা সাবসেন্স এর সাইটে দেখতে পারেন।
মন্তব্যের উত্তর সঠিক সময়ে দিতে না পারার জন্য দুঃখিত।

৭২| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

মো: আতিকুর রহমান বলেছেন: পোস্টে +++

@মাসুম আহমদ ১৪ঃ হ্যা সাবটাইটেল ফাইল আলাদা পাওয়া যায়। সাবটাইটেল ফাইলের এক্সটেনশন .srt
মুভির নাম সহ গুগলে সার্চ দিলেই পাবেন।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ইদানিং পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকি তো তাই ব্লগে নিয়মিত আসতে পারিনা।

৭৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

রোমেন রুমি বলেছেন: প্রিয়তে থাকল ।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৭৪| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

তাইফুর সরোয়ার বলেছেন: প্রিয় তে

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস ব্রো।

৭৫| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

জাতির শ্বশুর বলেছেন: এতদিন কেথায় ছিলে.......আপনাকেই খুজছিলাম......প্রিয়তে

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
তা আপনার মাইয়া কতগুলা?;)

৭৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

অকপট পোলা বলেছেন: যদি টেক্সট অনুবাদ করে আবার গুগল আউটপুট কারেক্ট করতে হয়, তাহলে ট্রানসলেট করারই দরকার কি? তার চাইতে ইংলিশ দেখাই ভালো!

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: ইংলিশ দেখাই ভালো।
:)

৭৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৬

প্রিন্স হেক্টর বলেছেন: আগেই জানতাম। ফাষ্ট এন্ড ফিউরিয়াস আর ট্রয়ের সাবটাইটেল এভাবে বাংলায় করেছিলাম। কিন্তু দেখে মজা নাই। :|


পোষ্টে +

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

তন্দ্রা বিলাস বলেছেন: ট্রান্সলেটর যদি অনুবাদটা একটু ভাল করত :(

প্লাসের জন্য ধন্যবাদ প্রিন্স ভাই :)

৭৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

বাংলা মায়ের ছেলে বলেছেন: +++

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৭৯| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২১

নেকড়েমানব বলেছেন: ১০০০০০ +

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও ১০০০০০ + ধন্যবাদ।

৮০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩

আমি অপদার্থ বলেছেন:

দারুণ ।

সামু ঠিক হলে প্রিয়তে নিবো এখন ভাললাগা রইলো। পোস্ট পর্যবেক্ষন রাখলাম।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৮১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

সাসুম বলেছেন: জিনিসটা ভালো খারাপনা, কিন্তু যে ট্রান্সলেশান =p~ =p~ =p~
এক মুভিতে একটা কথা ছিলো Fucking Idiot । এই লাইনের বাংলা সাবটাইটেল পড়ে ১০ মিনিট গড়াগড়ি দিয়ে হেসেছিলাম। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :) :) :) :) :) :) :) :D :D :D :D :D :D :-* :-* :-* :-* :-* :-*

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

তন্দ্রা বিলাস বলেছেন: ঐ ব্যটা গুগল , কবে যে বাংলা শুদ্ধ কইরা কইতে শিখবি!! X(( X(( X((

গুগলরে ব্যপক ধমকানি দিলাম :)

থ্যাংকস ফর কমেন্ট।

৮২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

সাদেক বলেছেন: +++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাংকস মরহুম (আত্মা বা প্রেতাত্মা নাকি! :) ) সাদেক। :)

৮৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

সাদেক বলেছেন: একটা মনে করলেই হলো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :)

৮৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: ভালো পোস্ট।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৮৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৯

আমি অপদার্থ বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম শেষ পর্যন্ত। ধন্যবাদ আবার। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৮৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫১

তুহিন সরকার বলেছেন: সুন্দর পোস্ট, সংগ্রহে রাখার মত, তাই প্রিয়তে রাখলাম।
ধন্যবাদ তন্দ্রা বিলাস, শুভকামনা রইল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ তুহিন সরকার। :)

৮৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

নোয়াখাইল্যা হোলা বলেছেন: গুগুলের অপদার্থ ট্রান্সলেটর দিয়ে আসলেই কিছু হয় না!!! :-P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

তন্দ্রা বিলাস বলেছেন: আসলেই !!! ;)

৮৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

রাজীব হোসাইন সরকার বলেছেন: B-)
প্রিয়তে। :)

সিনেমায় নোবেল দেওয়া হল।

অমপুর আসি নিয়ে যামিন আশা করি।
ভাল থাকেন বাহে।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

ওরে আজ আমি ধন্য হোলাম রে, :)

অমপুর টা কোথায় ভাই!!!

ভাল থাকবেন।

৮৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

হুপফূলফরইভার বলেছেন: প্রিয়তে যে নিতেই হয়।

ধন্যবাদ জানবেন নিয়মিত।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।

৯০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ট্যামটেমি বলেছেন: ভাল বুদ্ধি, ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাংকস। :)

৯১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

কাজী কিংশুক হোসাইন বলেছেন: goood

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যঙ্কু।

৯২| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

মামুন নজরুল ইসলাম বলেছেন: +++++

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৯৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

এবি মিনহাজ বলেছেন: অতীব চমৎকার। অশেষ ধন্যবাদ ভাই

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ। :)

৯৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

শ্রাবণ জল বলেছেন: বাংলা সাবটাইটেল প্রয়োজন হয় না, তবু প্রিয়তে রাখলাম।

জ্যাক রিচারের বাংলা সাবটাইটেল নামিয়েছিলাম একবার, বাংলা সাবটাইটেল কেমন হয় দেখার জন্য।

ডায়ালগ ছিল... look, the point is...
সাবটাইটেল আসলো- দেখ, বিন্দু হয়...

:D :D :D

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ জল আপু।:)
আসলে শুধুমাত্র একটা পদ্ধতি তুলে ধরতে চেস্টা করেছি। :)

৯৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

মাঘের নীল আকাশ বলেছেন: আইডিয়া ভালো তবে কোন কাজের না...!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

তন্দ্রা বিলাস বলেছেন: টাইম পাস :)

৯৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৫

স্বপ্নসমুদ্র বলেছেন: যেই অনুবাদ! দুঃখের ছবিও বিশাল কমেডি হয়া উঠবে। দেখা যাইব নায়িকা কইতাছে i am dying..... আর লেখা আইবো "আমি রঙ করতাছি।"

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :)

৯৭| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৩২

হাটু ভাঙ্গা দ বলেছেন: আপনে কততো ভাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:২২

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকে এত্তগুলা থ্যাঙ্কু :)

৯৮| ১৬ ই মে, ২০১৪ রাত ১:০৮

উড়াল পঙ্খী সজল বলেছেন: ভালো লাগলো

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৯৯| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৫

অনিক্স বলেছেন: আহা এই পোস্ট এতদিন চোখে পড়ে নাই ক্যান?! :( ওক্কে, নো প্রবলেম, শোকেসে ঢুকালাম এখন। :)

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কু :) :)

১০০| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:১৪

ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর ও সহজভাবে কিছু একটা করা। যদিও গুগল এর অনুবাদ অনেকেরই মনঃপুত হবে না।

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :)

১০১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৪

আবু শাকিল বলেছেন: চমৎকার পোস্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ!

১০২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩০

রাজিব বলেছেন: খুবই কাজের পোস্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

১০৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

বাকি বিল্লাহ বলেছেন: পাইন পোস্ট তবে.......

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: তবে........ গুগল!!!:)

১০৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ধন্যবাদ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :)

১০৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৬

Sabbirr444 বলেছেন: Apnar shate ki ekhon kono bhabe jogajog kora sombhob?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.