নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

জুন ২০১৩ এর সকল মুভি ও মুভি সংক্রান্ত ব্লগের সংকলন

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬

জুন মাসের সব রকম সংকলনই হল কিন্তু মুভি নিয়ে কোন সঙ্কলন পোস্ট আসল না তাই অলস আমি এই কাজটা করার একটা চেস্টা করলাম মাত্র। এখানে তারিখ অনুযায়ী সাজানোর চেস্টা করেছি।



জুনঃ০১



ক)প্রকাশিত হলো দেশের প্রথম অনলাইন সিনে ম্যাগাজিন 'মুখ ও মুখোশ' -- কাউসার রুশো



খ)যুদ্ধ এবং শৈশব/কৈশোর' নিয়ে নির্মিত দেখার মত কয়েকটা ছবি -- শাহেদ খান



গ)ভূতের মুভি বা হরর ফিল্ম দেখার আদর্শ পদ্ধতি -- সাইফ সামির



জুনঃ০২



ক) রাজিন রিভিউ - “Yeh Jawaani Hai Deewani” -- রাজিন



খ) মুভি রিভিউ : Nayakan/Nayagan (1987) অ্যা ক্লাসিক উইথ অ্যা ক্লাসি অ্যাক্টর বাই অ্যা মাস্টার ডিরেক্টর ফাইয়াদ ইফতিখার রাফী,



জুনঃ ০৩



ক) মুশাসির বাংলা সিনেমা দর্শন এবং ফ্যামিলির সামনে কঠিন বেইজ্জতি -- মুশাসি



খ) পাঁচমিশালী মুভি ; ভিন্ন মুডের ভিন্ন দেশের ৩ টা মুভি -- ভাল্লুক আকবর



গ) মুভি রিভিউঃ আশিকী টু, ব্লগ ভার্শন ! -- অপু তানভীর,



জুনঃ ০৪



ক) মুভি রিভ্যু : War of the Arrows (2011) -- রাশেদ রিয়াদ,



খ) Sleep Tight (2011)___ এক সাইকোপ্যাথের গল্প! -- আদ্রে



জুনঃ ০৫



ক) যে ৫০ টি মুভি না দেখা মানে বিরাট ভুল (টরেন্ট লিঙ্ক সহ) -- অন্ধকারের আলোকিত বাসিন্দা



খ) ব্যাটম্যান এবং তাঁর ভিলেনরাঃ পর্ব-১ -- এস আর সজল





জুনঃ ০৬



ক) The Man Who Knew Too Much (1956) অ্যা আলফ্রেড হিচকক মুভি রিভিউ -- ফাইয়াদ ইফতিখার রাফী



জুনঃ ০৭



ক) অসাধারন একটা মুভি 'Life of Pi' -- রাজীব নুর



জুনঃ ০৮



ক) আশিকী ২ : অতলান্তিক অশ্রুর মরিচীকা; বিশুষ্ক সাহারায়... -- কালা মনের ধলা মানুষ,



জুনঃ ০৯

ক্লিন্ট ইস্টউড: দি ম্যান হু নিডস নো নেম -- কাউসার রুশো



জুনঃ ১০



ক) মেশিন ম্যান তৃতীয়মাত্রা অথবা আয়রনম্যান থ্রীডি -- অন্যমনস্ক শরৎ



জুনঃ ১১



ক) বুকমার্ককৃত কয়েকটি মুভি বিষয়ক পোস্ট -- ইরফান আহমেদ বর্ষণ



খ) বাংলা ছায়াছবির প্রতিষ্ঠালগ্নের শক্তিমান অভিনেতা ছবি বিশ্বাসের ৫১তম মৃত্যুদিনে শ্রদ্ধাঞ্জলি-- কোবিদ





জুনঃ ১৫



ক) প্রিয় নায়িকা " রোজিনা " ও তার অভিনীত " অন্যায় অবিচার " সিনেমার রিভিউ -- IN THE NAME OF INNOCENCE



খ) দেহরক্ষী !!! একটি ব্যর্থ নামকরণের উপাখ্যান !!! হওয়া উচিত ছিলো “শিয়ালের কাছে মুর্গি বর্গা” !!! -- sajidboss,



গ) রাজিন রিভিউ - “Man of Steel” -- রাজিন



ঘ) মেরিলিন মনরো -- IN THE NAME OF INNOCENCE



ঙ) মুভি রিভিও- 'In Time' (অদ্ভুত একটা ছবি) -- মোঃ সাইফুল ইসলাম সজীব,



চ) এভারেস্ট নিয়ে পাঁচ ছবি -- কাউসার রুশো



জুনঃ ১৭



ক) প্রিয় নায়িকা “অঞ্জু ঘোষ” ও তার অভিনীত “বেদের মেয়ে জোছনা” সিনেমার রিভিউ -- IN THE NAME OF INNOCENCE



খ) লা আতেলিয়ার নীতি, একজন সিএনজিচালক এবং মৃত অভিনেতা -- নুর ফ্য়জুর রেজা,



গ) সাম্প্রতি আমার দেখা কিছু অসাধারণ কোরিয়ান মুভি --

কায়সার আহমেদ কায়েস,



ঘ) মাত্র ৩ মিনিটে যেকোন মুভির ইংরেজি সাবটাইটেলকে বাংলা সাবটাইটেলে পরিনত করুন! -- তন্দ্রাবিলাস



জুনঃ ১৮



ক) Bekas (2012) -যে মুভিটি আপনাকে দেবে অন্যরকম এক ভাল লাগার অনুভূতি। -- এপিটাফ..



খ) প্রিয় নায়িকা “সুচন্দা” ও তার পরিচালিত “হাজার বছর ধরে” সিনেমার রিভিউ -- IN THE NAME OF INNOCENCE



জুনঃ ১৯



ক) রিভিউঃ Breaking Bad (TV Series 2008– ) -- তেপান্তর মন



জুনঃ ২০



ক) চলচ্চিত্রমোহঃ The Dictator আর The devil's double -- ক্যাটম্যান



জুনঃ ২৪



ক) মেঘে ঢাকা তারাঃ মুভি রিভিউ -- নিরুদ্দেশ



জুনঃ ২৫



ক) দম ফাটানো হাসির কয়েকটা হিন্দি মুভি। -- অ্যামাটার



খ) একটি শর্ট (ফিল্ম) রিভিউঃ দা পেপারম্যান -- সালাহ উদ্দিন০০৭



জুনঃ ২৬



ক) ‘অতঃপর ঋতুপর্ণ’....চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ স্মরণে দুই দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি



জুনঃ ২৮



ক) মুশাসি কহেন ‘‘Raanjhanaa’’ একটি অতীব শিক্ষনীয় মুভি -- মুশাসি



খ) ইনগ্রিড বার্গম্যান -- রাজীব নুর



গ) মুভি রিভিউ (২) -- বুদ্ধিমান একটি ছেলে আমি



ঘ) **কার্টুন এর মেলা যার যেটা পছন্দ দেখতে থাকুন** পার্ট ~ ১ --

জালিস মাহমুদ



জুনঃ ২৯



ক) **কিছু বাংলা মুভি** পার্ট ~ ১ -- জালিস মাহমুদ



খ) অচিন পাখি (The Unknown Bird) – STORY OF FOKIR LALON SHAH {আবারো ক্ষুদ্র মস্তিষ্কে বিশ্লেষণের অপচেষ্টা} -- পুরোনো পাপী



জুনঃ ৩০



ক) **কিছু বাংলা মুভি** পার্ট ~ 2 -- জালিস মাহমুদ











পরিশেষে সব সঙ্কলন পোস্টের শেষে যে বাণী থাকে তা দিয়েই শেষ করলাম"হয়তো অনেক পোস্ট বাদ পড়ে গেছে, আমি এর আগে এরকম কোন পোস্ট দিই নাই। তাই যারা বাদ পড়েছেন তারা একটু কমেন্টে বলবেন প্লিজ। "



জুন মাসের আরও কিছু সঙ্কলন পোস্টঃ

১)সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩ - মামুন রশিদ

২) একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সঙ্কলন জুন -২০১৩ - সপ্নবাজ অভি

৩) জুন ২০১৩ সেরা ব্লগ সমূহ - ১ম পর্ব - তাহমিনা তুলি

৪) জুন ২০১৩ সেরা ব্লগ সমূহ - ২য় পর্ব - তাহমিনা তুলি

৫) সামহোয়্যার ইন এ জুন মাসে প্রকাশিত ফিচার সমুহের সংকলন - তাসনুভা সাখাওয়াত বিথি

মন্তব্য ৫৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

আলাপচারী বলেছেন: অত্যন্ত প্রয়োজনীয় সংকলনের জন্য ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: প্রথম কমেন্টে আপনাকেও অনেক ধন্যবাদ।

২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
পোস্ট ডাবল হৈসে ভাইয়া, ঠিক করে দেন ||

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: এবার ঠিক আছে। অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
জুন ১১ এর প্রথম লিংকটা আসে নাই।

চমৎকার কাজ করসেন, ভেরী ওয়েল ডান বিলাস।
শুভকামনা ||

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: ঠিক করে দিয়েছি ভাই।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

কাউসার রুশো বলেছেন: লাজ-লজ্জার মাথা খাইয়া নিজেরটা নিজেই দিয়া গেলাম
জুন ৯
ক্লিন্ট ইস্টউড: দি ম্যান হু নিডস নো নেম

জুন ১৫
এভারেস্ট নিয়ে পাঁচ ছবি

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: আমার নিজেরই অনেক লজ্জা লাগছে।আপনার এই পোস্ট গুলি সযুক্ত করতে না পেরে। আপডেট করে দিলাম। ধন্যবাদ।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১

কাউসার রুশো বলেছেন: খুব সুন্দর সংকলন। দারুন কাজ হয়েছে
++++

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০

তন্দ্রা বিলাস বলেছেন: আবারো থ্যাঙ্কস।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭

জাতির মামু বলেছেন: কিভাবে করলেন??? মাথা নস্ট করা পোস্ট!! :-/ :-/ :-* :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: তাই! :)

৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

অদীত বলেছেন: এত ভালো একটি পোস্টে কমেন্টের জন্যই লগ ইন করলাম। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবনে। :)

৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

একজন আরমান বলেছেন:
দারুন কাজ করেছেন ভাই।
এইটাই মেবি বাকি ছিল। এখন তাও পূর্ণ হয়ে গেলো। :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: চেষ্টা করলাম আর কি! :) অনেক দিন আগেই এরকম একটা সঙ্কলন পোস্ট দিতে চেয়েছিলাম কিন্তূ সময়ের অভাবে হয় নি।

ধন্যবাদ ভাই, ভাল আছেন নিশ্চয়!

৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

হাসান মাহবুব বলেছেন: +++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

তন্দ্রা বিলাস বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

১০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত সংকলন। তয় আমি খুব মাইন্ড খাইছি এই জুনে প্রায় সব ধরণের পোষ্টের সংকলনই আসলো এখন পর্যন্ত একটা ছবি ব্লগ সংকলন আসলো না, এতে অন্তত আমার একখানে পোষ্ট আসার সম্ভবনা ছিলো :P ;)

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ভাই।
এই কাজডা আপনে করেন। তাইলে এক সাথে দুই কাজ ই হবে ;)
একটা মুভিময় পোস্ট দ্যান তাইলে আগামীতে ইনশাল্লাহ...

[অঃটঃ ভাই দোয়া কইরেন ডুয়েটে ভর্তি হবার জন্য উঠে পড়ে লেগেছি।]

১১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

আমিনুর রহমান বলেছেন:


@কাউসার রুশো আপনার দেয়া লিঙ্কগুলো বীথি'র সামহোয়্যার ইন এ জুন মাসে প্রকাশিত ফিচার সমুহের সংকলন এ শোভা পাচ্ছে :)

সংকলন করা ভীষন কঠিন একটা কাজ অনেক সময়ই অনেক গুরুত্বপুর্ন পোষ্ট চোখে পড়ে না।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: সংকলন করা ভীষন কঠিন একটা কাজ অনেক সময়ই অনেক গুরুত্বপুর্ন পোষ্ট চোখে পড়ে না। -- একেবারে ঠিক কথা বলেছেন। :)

১২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: সংকলন পোষ্ট বরাবরই ভালো লাগে। আর কাজটা যে কতটা কষ্টসাধ্য সেটা ভুক্তভোগী মাত্রই জানে মনেহয়। কারণ এবার আমিও সেই ভোগান্তির সামান্য আঁচ পেয়েছি।


প্লাস

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: কিচচু বলার নাই, আমার যা বলার আপনি তার সবটাই বলে দিয়েছেন। আপনিও চালিয়ে যান আমিও চেস্টা করব। ধন্যবাদ। :)

১৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার পোস্টও তো আছে দেখছি :)

এই সংকলন যে কত কষ্টের কাজ তা আমি হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি। খুব চমৎকার একটা কাজ করেছেন।

১১ তম ভাল লাগা এবং প্রিয়তে :)

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: আশা করি আপনার সংকলনটা অব্যাহত রাখবেন।

ভাল লাগা ও প্রিয়তে স্থান দানে অনেক কৃতজ্ঞটা জানবেন।

১৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা ++++++++++++

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

১৫| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

কাফের বলেছেন: চমৎকার+++++

প্রিয়তে

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস। :)
কি নিক রে ;)

১৬| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


জাস্ট অসাম সংকলন +++++++ প্রিয়তে রইল। এবং আসা করি মাসিক ভাবেই এই সংকলন চালিয়ে যাবেন।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কান্ডারী অর্থব ভাই। আপনার মন্তব্যে সবসময় অনুপ্রেরণা পাই।
চেষ্টা করব চালিয়ে যাবার।

১৭| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

মামুন রশিদ বলেছেন: চমৎকার সংকলন । একবারে তারিখ ধরে এগিয়েছেন । নাইস :)



কন্টিনিউ করতে পারেন, অনেকেই মুভি পোস্টগুলো এক সাথে পেলে খুশি হবেন ।


শুভকামনা ।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন ভাই। আপনিও কিন্তু ভাল সংকলক।

১৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

দারুন !

সিনেমা নিয়ে সংকলন খুব মিস করছিলাম।।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ পনিপু। :)

১৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৩

টুম্পা মনি বলেছেন: প্রিয়তে।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: প্রিয় টুম্পা মনি অনেক ধন্যবাদ।

২০| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
সামুতে দেখছি সংকলন সংক্রান্ত পোস্ট আসছে অনেক। ভাল উদ্যোগ। শুভকামনা থাকল।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: প্রিয় গল্পকার ভাই অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে খুশি হলাম।

২১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

আমি তুমি আমরা বলেছেন: অতীব ভাল উদ্যোগ :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময়।

২২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: পরীক্ষার কারণে কয়েকদিন আউট অফ নেটওয়ার্ক ছিলাম তাই সময় মত উত্তর দিতে না পারার জন্য দুঃখিত :(

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: :( :( :( :( :(

২৩| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

অদৃশ্য বলেছেন:





দারুন পোষ্ট



শুভকামনা...

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস।

২৪| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস।

২৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার পোস্ট দেইখা অবাক হইলাম!!!!!!!!!!!!!


+++++++++++++++++++

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

তন্দ্রা বিলাস বলেছেন: তাই!
প্লাসের জন্য থ্যাঙ্কস।

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

প্রিয়ভাষিণী বলেছেন: একমাসে মুভি নিয়ে এতো পোস্ট!
আচ্ছা শোকেসে নিই।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

শহুরে আগন্তুক বলেছেন: প্রিয় তে নিতেই হয় :) :) :) :) :)

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.