নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

গল্প- বাসর রাত!

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

***

- সফিক, অ্যায় সফিফ।

- জী চাচাজান।

- ভাল করে সাবান দিয়ে ডলে গোসল করে আয় তো।

- জী আচ্ছা।

- কেন গোসল করতে বললাম শুনবি না? এখনকার ছেলেরা এমন কেন? সব কিছুতেই কেমন যেন একটা গা ছাড়া ভাব।

- কেন গোসল করব?

- তোর গায়ের যে অবস্থা, দেখে তো মনে হচ্ছে ডাস্টবিন থেকে উঠে এসেছিস। ক’দিন গোসল করিস না বলতে পারবি?

সফিক যে কি বলল তা শোনা গেল না কিন্তু কিছু বলল সেটা বুঝা গেল।

- আর, তোর দাঁড়ি গোঁফ এত বড় বড় কেন? সন্ন্যাসী হতে চাস নাকি? আমার বাড়িতে ও সব চলবে না। এই নে টাকা নিমাইয়ের দোকানে গিয়ে পরিষ্কার হয়ে আয়।

- আচ্ছা ঠিক আছে।

চাচার কথা কিছুই বুঝতে পারছে না সফিক। আজ চাচার কি হল! যে চাচা তাকে তিন বেলা গালি না দিয়ে খেতে বসেন না সেই তিনি আজ এমন আচরন করছে কেন? অবশ্য সে কখনও চাচার অবাধ্য কখনও হয়নি। প্রথমে বাবা তার কিছুদিন পর মা মারা গেলেন । তখন থেকেই সফিক এই চাচার কাছেই মানুষ। চাচা তাকে কটু কথা বললেও সে তার এই বজ্জাত চাচাটিকে অনেক ভালবাসে এবং তাকে যমের মত ভয় পায়। সফিক নিজেও জানে তার চাচা তাকে যতই বকাবকি করুক না কেন তাকে তিনি বেশ ভালবাসেন। সফিকের নিজেরও কেমন লজ্জা লাগছে কারণ কয়েকদিন থেকে ঠিকমত দাঁড়ি কাটা হচ্ছে না।

- কি যা দাঁড়িয়ে আছিস কেন? যা।

- জি চাচাজান।

আজকের দিনটা কেমন অন্যরকম। আজ অনেক কিছু করতে ইচ্ছা করছে সফিকের। বেশ সুখী সুখী মনে হচ্ছে নিজেকে যেন আজ একটা বিশেষ ঘটনা ঘটে গেছে। নিমাইয়ের দোকানে অন্যদিনের মত তেমন ভিড় নেই, কাছে যেতেই নিমাইদা তার পান খাওয়া কাল দাঁত গুলি বের করে বলল,

- কি খবর ভাইজান? আছেন কেমুন? অনেকদিন ধইরা আসেন না।

- এই তো দাদা ভাল আছি বেশ ভাল, আপনার কি অবস্থা?

- গরীবের আবার রাইত দিন চলতাছে কোনমতে। তা ভাইজান আইজ কি কোন ইস্পেসাল প্রোগরাম আছে? ভালা কইরা ফেসটা ওয়াস কইরা দিই?

- বাহ! আপনিতো অনেক ইংরেজি শিখে ফেলেছেন।

- চেষ্টা করতেছি ভাইজান, দুয়া রাইখেন।

- হু

- ভাইজান ঘাড়টা একটু মালিশ কইরা দিমু?

- দাও।

সেলুনের আয়নার দিকে তাকিয়ে সফিকের নিজেরই লজ্জা লাগছে। যদিও সে ফর্সা নয় তারপরেও আজ বেশ ফর্সা লাগছে নিজকে। নিজকে দেখে সে নিজেই বেশ মুগ্ধ। ছোট বেলায় সফিকের এর এক চাচাত বোন প্রায়ই ক্ষেপাত, ‘এই তুই আমাকে বিয়ে করবি? করনা বিয়েটা, আমি তোকে অনেক সুখে রাখব।’ এরকম কথা শুনে সফিক কিছু বলতোনা শুধু লজ্জায় গালটা লাল হয়ে যেত।



বাড়িতে ঢুকতেই চাচা পাঞ্জাবী পাজামা সফিকের হাতে দিয়ে বললেন,

- তাড়াতাড়ি এগুলো পড়ে নে, আজ তোর বিয়ে।

সফিকতো পুরা চমকিত, কি বলবে ভেবে পাচ্ছে না সে। কোনদিন কল্পনাও করতে পারেনি যে তার বিয়ের ব্যবস্থা চাচা এভাবে করবেন। তার প্রথমবারের মত মনে হল চাচার মত মহৎ মানুষ আর নেই।

- কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা, তাড়াতাড়ি।

-ঠিক আছে।



***

রাত ১০টা। সফিক তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজ তার বাসর রাত। তার বৌয়ের নাম স্বর্ণা। চাচা বলেছেন ‘দেখতে স্বর্ণের মতই সুন্দর।’ সফিক চাচার সকল কথায় অন্ধের মত বিশ্বাস করে। কেন যেন ঘরে ঢুকতে সাহস পাচ্ছে না সফিক। এ ঘর তো তার কাছে নতুন নয়, এ তো তার নিজের ঘর নিজের বিছনা তারপরেও কেমন পর পর মনে হচ্ছে, তার কারণ কি স্বর্ণা ? কি বলবে স্বর্ণার সামনে? কি করবে তার কিছুই সে ঠিক করতে পারছে না । যাহোক বুকে সাহস রেখে শেষ পর্যন্ত দরজা ঠেলে ঘরে ঢুকল। সে তো আবাক! পুরো ঘর আলোকিত করে বসে আছে মেয়েটি এ যেন ঠিক ক্লিয়পেট্রা। সফিক স্তম্ভিত চোখে তার নব বিবাহিতা বৌকে দেখছে। রবীন্দ্রনাথের মত তারও মনে হল “পাইলাম আমি ইহাকে পাইলাম!” সফিক ধীরে ধীরে বিছনার দিকে এগিয়ে যেতে থাকল, মনে হচ্ছে তার বুকের মাঝে কেও যেন হাতুড়ি দিয়ে দ্রিম দ্রিম করে পেটাচ্ছে। অবশেষে সে বসল তার পাশে। আলতো করে স্বর্ণার কোমল হাতটা ধরল সে। শুধু তার মুখ দিয়ে একটি কথায় বের হল, ‘সুখে রাখব তোমায়।’ এ কথা শুনে স্বর্ণা লাজুক মুখে হাসল। হাসলে তার গালে ঢোল পড়ে। সফিক নিশ্চিত এ হাসি লক্ষ কটি টাকার বিনিময়েও কিনতে পাওয়া যাবে না।



***

এখন সফিক আইসিইউ তে। তার বৌ স্বর্ণার সাথে দীর্ঘ একটা সময় কাটিয়ে এসেছে। তার চুলে পাক ধরলেও মনে হচ্ছে সেই রাতের স্বর্ণা ও আজকের স্বর্ণার মধ্যে বিন্দুমাত্র তফাৎ নেই। সফিক বুকের বাম দিকে একটা প্রচণ্ড ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে ব্যথাটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। পালস বিট মনিটরে পালস উঠানামা করছে। সজোরে বিপ দিচ্ছে সেটা। ডাক্তাররা হন্তদন্ত হয়ে ছুটে আসছে তার দিকে। একজন তার বুকে প্রচণ্ড শক্তিতে চাপ দিচ্ছে। সফিক প্রাণপণ চেষ্টা করছে স্বর্ণার সেই হাসিটা মনে করার কিন্তু কিছুতেই মনে পড়ছে না। তার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। বুকটা মনে হয় ফেটে চৌচির হয়ে যাবে। ডিফিব্রিলেটর দিয়ে বৈদ্যুতিক শক দিয়ে তার হার্টকে স্বাভাবিক করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ডাক্তার গণ। পালসের সংখ্যা কমে প্রায় শূন্যের কাছে চলে এসেছে। সফিক এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রিয়তমার হাসিটি মনে করার। এখন একটু একটু করে মনে পড়তে শুরু করেছে। স্বর্ণার ঠোঁটের নিচে একটা লালচে তিল ছিল হাসলে গালে ঢোল পড়ত। শেষ মুহূর্তে মনে পড়ল সেই হাঁসি মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে মিস্টি হাসি। এ কি! তার চিন্তা গুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে কেন? মিষ্টি মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করছে। সে জানে স্বর্ণা তার পাশেই আছে কিন্তু সে শত চেষ্টা করেও চোখ খুলতে পারছে না কেন? সে কি মারা যাচ্ছে!

পালস বিট মনিটরে পালসের সংখ্যা শূন্য, অবিরাম বিপ দিয়ে চলছে সেটা। কয়েকবার ডিফিব্রিলেটর প্রেস করা হল কোন রেসপন্স নাই। এখন শুধু পাশ থেকে স্বর্ণার ফোঁপানোর আওয়াজ আসছে। সফিক যাত্রা করেছে না ফেরার দেশে।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মিয়া , দেহেন দি কল্লেন কি?

বাসর থেকে একেবারে কবর!!!!!!!!!!!

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

তন্দ্রা বিলাস বলেছেন: বাসর টু কবর এক্সপ্রেস!
:) :) :)

২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬

শুকনোপাতা০০৭ বলেছেন: শেষে এসে হতভম্ব হয়ে গেলাম!!!!

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। :) :)

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস!

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: শফিক এবং স্বর্ণার সম্পর্কের রসায়ন না থাকায় শফিকের মৃত্যু স্পর্শ করতে পারলো না মোটেও। স্বর্ণা চরিত্রটা গল্পে যেন থেকেও নেই।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় হাসান মাহবুব ভাই। আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম। আসলে শেষের দিকে একটু বেশি তাড়াহুড়া করতে গিয়ে সব উল্টা পাল্টা হয়ে গেছে।

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

আমি যে আমার মতো, কারো মতো নই! বলেছেন: পুরাই মাথা নষ্ট! কি দিয়া শুরু করলেন আর কি দিয়া শেষ করলেন? :)

+++ দিলাম।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

একাকী বলছি বলেছেন: ভাই কাজটা ভালো করলেননা। আর গল্পের সাথে নামের মিল খুঁজে পেলামনা। তবুও পড়তে খারাপ লাগেনি।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

তন্দ্রা বিলাস বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

স্বপনচারিণী বলেছেন: কি যেন বলতে চাইছেন আপনি এখানে, যেটা আমি ধরতে পারলামনা।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

তন্দ্রা বিলাস বলেছেন: তাই!

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

বুঝিনাই বলেছেন: খেলমুনা খেলমুনা.... :P বাসর রাতের গল্প থেকে সোজা কবরে নামায়ে দিলেন..... :(

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :)

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ঘটনা তো জটিল হয়ে গেল। জটিল হয়ে যাওয়া ঘটনায় ভাল লাগা ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আসলেই জটিল হয়ে গেছে।

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

সপ্নাতুর আহসান বলেছেন: গল্পের প্লটটা সুন্দর, তবে অনেক বেশি গ্যাপ.।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

তন্দ্রা বিলাস বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

১১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: তীব্র প্রতিবাদ!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

তন্দ্রা বিলাস বলেছেন: আমি ছুডূ মানুষ ভাই! :)

১২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো ||

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

তন্দ্রা বিলাস বলেছেন: ভাল না খারাপ? :)

১৩| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

নিষ্‌কর্মা বলেছেন: ভাল লাগে নাই

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস!

১৪| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

শিব্বির আহমেদ বলেছেন: লেখা ভাল হয়েছে । প্লাস

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

তন্দ্রা বিলাস বলেছেন: প্লাস ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

গরম কফি বলেছেন:
একটি ভাল গল্প শুনানোর আশা দিয়ে শেষ দিকে বেরা ছেরা মনে হলো । মাইনাস ...

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

তন্দ্রা বিলাস বলেছেন: মাইনাসের জন্য থ্যাঙ্কস! :)

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: :(

১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

তানজিব বলেছেন: এইটা কি হইলো?? :(

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: কিছুই হয় নি :)

১৮| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

লিঙ্কনহুসাইন বলেছেন: বিয়া করাইয়া বুড়া বানাইয়া কবরে পাঠাইয়া দিলেন ;) ;) বিয়ের পর সুখ দুঃখ গুলা শেয়ার করলে হতো না । যাক ভালো লাগছে

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

তন্দ্রা বিলাস বলেছেন: সরল রেখা :)

ধন্যবাদ।

১৯| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

একজন আরমান বলেছেন:
গল্পটা চমৎকার লেগেছে আমার কাছে। কিন্তু স্বর্ণা চরিত্রটিকে আরও বেশি প্রকাশিত করলে আরও ভালো লাগতো মে বি।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় আরমান ভাই।
হয়তো!

২০| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫

শীলা শিপা বলেছেন: হটাৎ করেই যেন সব পাল্টে গেল। শুরুটা সুন্দর ছিল। শেষে মনে হল খুব তারাহুড়া।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

তন্দ্রা বিলাস বলেছেন: কমেন্টের জন্য থ্যাঙ্কস!

২১| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

মনোহারী দোকান বলেছেন: পাগলের পাগলা গল্প। বাসরকবর এক্সপ্রেস

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি আমার গল্পটাকে খারাপ, খুব খারাপ, অখাদ্য, পচা, বাজে, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন, এটার সমালোচনাও করতে পারেন, কোন সমস্যা নাই। কিন্তু আপনার আমাকে পাগল বা আমাকে নিয়ে কোন কিছু বলার অধিকার আপনার নাই। আমি এখানে গল্পটাকে উপস্থাপন করেছি মাত্র নিজেকে নয়।
সুতরাং মন্তব্য করার সময় এ ব্যপারগুলি একটু খেয়াল রাখবেন।

আর ফাইজলামু করলে ইমো ব্যবহার করতে হয়।
ধন্যবাদ।

২২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

এরিস বলেছেন: গল্পের তিনটা ভাগেই একটি মেয়ে চরিত্রের উপস্থিতি পেয়েছি। শফিকের ভাল লাগার জায়গাগুলো সুন্দর সিলেক্ট করেছেন। তবে কিছুটা অগোছালো মনে হয়েছে। যে হাসিটি দেখার জন্যে মৃত্যুর আগ মুহূর্তেও শফিক প্রাণপণে চেষ্টা করছিল, হোক সে কল্পনায়, সেই হাসির উপস্থিতি খুব একটা পাইনি বললেই চলে। স্বর্ণার একটা মুখচ্ছবি দাঁড় করিয়ে দিলে মনে হয় শফিকের কষ্টটা আরও বেশি বুঝতে পারতাম।

গল্পটা আবার একটু গুছিয়ে নিলে আরও বেশি সুন্দর একটা গল্প দাঁড়াবে।

ভাল থাকুন তন্দ্রা বিলাস।

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

তন্দ্রা বিলাস বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় এরিস আপু।

দেখি সময় পেলে আবারো লেখার চেস্টা করব।

আপনিও অনেক ভাল থাকুন।

২৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

মামুন রশিদ বলেছেন: শুরুটা আর শেষটা ভাল হয়েছে । একটা চমৎকার গল্প হয়ে উঠার সম্ভাবনা জাগিয়েও হলোনা । ওকে ব্যাপার না, প্রয়োজনে আবার লিখুন ।


শুভকামনা ।

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪

তন্দ্রা বিলাস বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ ভাই।

দেখি সময় পেলে চেস্টা করব।

২৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

জাতির মামু বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: তীব্র প্রতিবাদ! ;)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) ;)

২৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

জাতির মামু বলেছেন: শুভকামনা । আশা করি আপনার এই লেখালেখি বজায় থাকবে ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: চষ্টা করব ভাই। তা তুমিও তো ভালো লিখতা!

২৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

না পারভীন বলেছেন: সুন্দর গল্প । :)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

গুরুমিয়াঁ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। :D :D :D

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেষটা দেখে ধাক্কা খেয়েছি। মনে হয়েছে আহা ! একটা পজিটিভ এন্ডিং দিলে কার কি এমন ক্ষতি হয়ে যেত :(
তবে গল্পে ভালোলাগা .......।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধাক্কা খাওয়ার জন্য থ্যাঙ্কস! ;)


ধন্যবাদ আপু।

২৯| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
গল্পের নামকরন বাসর রাত হওয়ার কারন খুজে পেলাম না। বাসর রাত তো খুব একটা হাইলাইটেড হয়নি, দুটি নরনারী কীভাবে একাত্মা হয়ে সারাজীবন কাটিয়ে দিল সেই গল্প খুজে পেলাম। গল্পের থিম ভাল হয়েছে, আর একটু গুছিলে লিখলে বেশি ভাল লাগত :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য করার জন্য।

৩০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮

মাক্স বলেছেন: শুরুতে ভাবসিলাম বড় একটা গল্প হবে!
যাহোক অন্য কোন গল্প পড়ার অপেক্ষায় থাকলাম।

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ভাই।

৩১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

ধুররর ! আরেকটু বাড়ানো দরকার মনে হচ্ছিল ।

তবে শুরুটা বেশ লেগেছে ।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

তন্দ্রা বিলাস বলেছেন: আলসেমি !

ধন্যবাদ।

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২

শোভন শামস বলেছেন: গল্পটা চমৎকার লেগেছে, আরেক টু বাড়ানো যেত---

ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

তন্দ্রা বিলাস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।


আসলে আমি অলস প্রকৃতির লোক ।

৩৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬

সাদিকনাফ বলেছেন: এইডা কিছু হইলো?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১

তন্দ্রা বিলাস বলেছেন: নাহ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.