নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ানা জোন্স এর মত ৩০ টি অ্যাডভেঞ্চার মুভি

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

অ্যাডভেঞ্চার মুভি দেখেন কিন্তু ইন্ডিয়ানা জোন্স দেখেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দষ্কর! আমি পোস্টে ৩০টি অ্যাডভেঞ্চার টাইপের মুভি দিলাম।

১) King Solomon's Mines (1950):

আই এম ডি বি রেটিং- ৬.৯

পরিচালকঃ Compton Bennett, Andrew Marton





২) Firewalker (1986)

আই এম ডি বি রেটিং- ৪.৫

পরিচালকঃ J. Lee Thompson





৩) Sahara (2005)

আই এম ডি বি রেটিং- ৫.৯

পরিচালকঃ Breck Eisner





৪) The Extraordinary Adventures of Adèle Blanc-Sec (2010)

আই এম ডি বি রেটিং- ৬.১

পরিচালকঃ Luc Besson





৫) The Hessen Conspiracy (2009)

আই এম ডি বি রেটিং- ৪.৯

পরিচালকঃ Paul Breuls





৬) Lost Horizon (1937)

আই এম ডি বি রেটিং- ৭.৭

পরিচালকঃ Frank Capra





৭) Journey to the Center of the Earth (2008)

আই এম ডি বি রেটিং- ৫.৭

পরিচালকঃ Eric Brevig





৮) Atlantis: The Lost Empire (2001)

আই এম ডি বি রেটিং- ৬.৫

পরিচালকঃ Gary Trousdale, Kirk Wise





৯) High Road to China (1983)

আই এম ডি বি রেটিং- ৫.৫

পরিচালকঃ Brian G. Hutton





১০) Lara Croft: Tomb Raider (2001)

আই এম ডি বি রেটিং- ৫.৬

পরিচালকঃ Simon West





১১) Lara Croft Tomb Raider: The Cradle of Life (2003)

আই এম ডি বি রেটিং- ৫.৩

পরিচালকঃ Jan de Bont





১২) The Count of Monte Cristo (2002)

আই এম ডি বি রেটিং- ৭.৬

পরিচালকঃ Kevin Reynolds





১৩) The Da Vinci Code (2006)

আই এম ডি বি রেটিং- ৬.৪

পরিচালকঃ Ron Howard





১৪) Angels & Demons (2009)

আই এম ডি বি রেটিং- ৬.৬

পরিচালকঃ Ron Howard





১৫) Romancing the Stone (1984)

আই এম ডি বি রেটিং- ৬.৯

পরিচালকঃ Robert Zemeckis





১৬) Corto Maltese - Sous le signe du capricorne (2002)

আই এম ডি বি রেটিং- ৭

পরিচালকঃ Richard Danto, Liam Saury





১৭) The Treasure of the Sierra Madre (1948)

আই এম ডি বি রেটিং- ৮.৪

পরিচালকঃ John Huston





১৮) The Rocketeer (1991)

আই এম ডি বি রেটিং- ৬.৩

পরিচালকঃ Joe Johnston





১৯) National Treasure (2004)

আই এম ডি বি রেটিং- ৬.৮

পরিচালকঃ Jon Turteltaub





২০) National Treasure: Book of Secrets (2007)

আই এম ডি বি রেটিং- ৬.৫

পরিচালকঃ Jon Turteltaub





২১) Operation Condor (1991)

আই এম ডি বি রেটিং- ৭

পরিচালকঃ Jackie Chan





২২) The Mummy (1999)

আই এম ডি বি রেটিং- ৬.৯

পরিচালকঃ Stephen Sommers





২৩) The Mummy Returns (2001)

আই এম ডি বি রেটিং- ৬.২

পরিচালকঃ Stephen Sommers





২৪) The Mummy: Tomb of the Dragon Emperor (2008)

আই এম ডি বি রেটিং- ৫.২

পরিচালকঃ Rob Cohen





২৫) Brotherhood of the Wolf (2001)

আই এম ডি বি রেটিং- ৭

পরিচালকঃ Christophe Gans





২৬) Castle in the Sky (1986)

আই এম ডি বি রেটিং- ৮

পরিচালকঃ Hayao Miyazaki





২৭) Marathon Man (1976)

আই এম ডি বি রেটিং- ৭.৬

পরিচালকঃ John Schlesinger





২৮) The Forbidden Kingdom (2008)

আই এম ডি বি রেটিং- ৬.৬

পরিচালকঃ Rob Minkoff





২৯) Mackenna's Gold (1969)

আই এম ডি বি রেটিং- ৬.৬

পরিচালকঃ J. Lee Thompson





৩০) Remo Williams: The Adventure Begins (1985)

আই এম ডি বি রেটিং- ৬.১

পরিচালকঃ Guy Hamilton





ডাউনলোডে আমি কাঁচা। তাই ডাউনলোড লিঙ্ক দিলাম না। একটু কষ্ট করে টরেন্ট সাইট গুলোতে খুঁজলেই পেয়ে যাবেন। আর আমিও সবগুলা মুভি দেখিনি তাই মুভি সম্পর্কে খুব বিস্তারিত বলতে পারব না।



সবশেষে সবাইকে অনেক ধন্যবাদ।





তথ্যসূত্রঃ এখানে।



মুভি সংক্রান্ত আমার আরো দুটি পোস্টঃ



*মাত্র ৩ মিনিটে যেকোন মুভির ইংরেজি সাবটাইটেলকে বাংলা সাবটাইটেলে পরিনত করুন!



*জুন ২০১৩ এর সকল মুভি ও মুভি সংক্রান্ত ব্লগের সংকলন

মন্তব্য ৫০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী ভেরী ওয়েল ডান বিলাস, ব্রাভো !
খুব অল্প কয়েকটাই দেখা।রেটিং ভাল দেখে কয়েকটার নাম টুকে রাখবো।
থ্যাংকস ||

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ মুন ভাই। দেখেন ভাল লাগবে! আমার এই টাইপের মুভি খুব ভালো লাগে।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রত্যেকটা মুভি সম্পর্কে আপনার মতামত দিলেও ভালো হইতো।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ বর্ষণ। আলসেমি রোগে ধরেছে।

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০

ভোরের রোদ বলেছেন: +++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :)

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:

দারুণ পোস্ট !

বিষয় ভিত্তিক সংগ্রহ ।

যারা প্রিয়তে নিচ্ছে, তারা লাইক বাটনটাও চেপে গেলে কি আর এমন ক্ষতি হয় বুঝি না !!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আপু!

মনে হয়! :)

চেস্টা করেছি মাত্র। তবে বেশ খাটুনি হয়েছে।

@পাঠক

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১

তন্দ্রা বিলাস বলেছেন: ইহা আমি কি পোস্ট করিলাম! নিজের পিসিতেই লোড নেই না। খুব বড় হইয়া গিলছে! :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

তন্দ্রা বিলাস বলেছেন: :( :(

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২২

মন্জুরুল আলম বলেছেন: গুড জব....:)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস!

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

শরৎ চৌধুরী বলেছেন: নাইস জব ডান।+।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: কী করছেন?? মাথা তো পুরা আউলাইয়া দিলেন !! সামনের একমাস তো শুধু এইগুলার উপর দিয়াই যাবে। :-/ :#)

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

তন্দ্রা বিলাস বলেছেন: আমার কিন্তুক কুনু দোষ নাই! :)

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

কথক পলাশ বলেছেন: এই পোস্ট প্রিয়তে না নেয়া অপরাধের পর্যায়ে পড়ে।
প্রিয় বাটনটা শো করছেনা। লোড নিতে দেরি হচ্ছে। তাই কমেন্টে চিহ্ন রাখলাম।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

তন্দ্রা বিলাস বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। অনেকগুলি ছবিদেখে ফেলেছি। ৩/৪টা দেখা হয়নি। পোস্ট ভাল হয়েছে।++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: বাহ! আপনি এতটা মুভিখোর জানতাম না তো! :)

প্লাসের জন্য থ্যাঙ্কস।

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৯

আমিভূত বলেছেন: এমনি একটি পোস্ট খুঁজছিলাম মনে মনে , ধন্যবাদ না দিয়ে পারছি নাহ।
তবে নিজে দেখে এরপর মতামত দিলে ভালো লাগতো সাথে অল্প মতামতও :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

পরের বার চেস্টা করব! :)

১২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




এত ছবি দেখবো কবে !!! ডাউনলোড লিঙ্ক দেও এত খুইজা লইতে পারতাম না :P :P :P

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

তন্দ্রা বিলাস বলেছেন: একটা একটা করে দেখেন!
আমার মত আইলসা মানুষের কাছে লিঙ্কু চাইলেন! দেখা যাবে লিঙ্ক দিতে দিতে মুভি গুলা মিউজিয়ামে চইলা গেছে! :)

১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

প্রিন্স হেক্টর বলেছেন: ডাউনলোড লিংক থাকলে ভালো হতো।

পোষ্টে ৯ম +

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: আমি ক্লান্ত প্রাণ এক, একটু কষ্ট করে যদি খুঁজে নিতেন......


ধন্যবাদ ভ্রাতা।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৮

মেংগো পিপোল বলেছেন: আপাদত প্রিয়তে নিলাম। আপনাকে ধন্যবাদ দিয়ে বড় করতে চাই। ধন্যবাদ সহ +++ লন।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় মেংগো পিপোল

১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

চাদের জোসনা বলেছেন: http://www.imdb.com/title/tt0265086/ আমার খুব প্রিয় একটি মুভি আপনার সাইট ভিজিট করতে যেয়ে আমি পেলাম। কিন্তু কিভাবে ডাউনলোড করবো আমি জানি না। যদি আমাকে একটু শিখে দিতেন কৃতজ্ঞ থাকতাম।

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

মো: আতিকুর রহমান বলেছেন: ডাউনলোড লিঙ্কু থাকলে ভাল হইতো। +

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

তন্দ্রা বিলাস বলেছেন: টরেন্ট কিংবা স্টেজভু তে সার্চ দিলে সহজেই পেয়ে যাবেন তাই বাড়তি পেইন নিলাম না :)

থ্যাঙ্কস ফর প্লাস।

১৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২১

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
চোখ বন্ধ করে পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম। আই এম আ ডাই হার্ড ফ্যান অফ অ্যাডভেঞ্চার মুভিস। :)

ট্রেজার হান্ট থিমের অপর বেজ করে লেখা মুভি নিয়ে একটা পোস্ট দিয়েন,
যদি সময় করতে পারেন আর কি :)

নিরন্তন শুভকামনা :)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: আমি তার চেয়ে বেশি মাত্রার ফ্যান!

আপনি একদম আমার মনের কথাটা ধরেছেন ট্রেজার হান্টিং মুভির পোস্ট দিতে দিতে কি মনে করে এই পোস্ট দিলাম। ব্যপার না খুব শিগ্রই দিব।


আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা। :)

১৯| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

আখিলিস বলেছেন: চোখ-নাক-মুখ-কান স-ও-ব বন্ধ করে প্রিয়তে নিলাম । অলরেডী ডাউনলোডও শুরু করে দিসি B-)) B-)) B-)) B-))

অসংখ্য ধইন্যা !

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

তন্দ্রা বিলাস বলেছেন: সব কিছু বন্ধ করলে তো চমস্যা! :)

কিছু এটা খূলে রাখেন। :P

থ্যাঙ্কস ফর কমেন্ট।

২০| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার পোস্ট ++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কান্ডারী ভাই। :)

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইনডিয়ানা জোনস, এ্যাঞ্জি, মামি সহ বেশ কয়েকটা দেখা। নিলাম, মাঝে মাঝে ঢুঁ মারবো ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

২২| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:১৭

আজীব ০০৭ বলেছেন: +++

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২৩| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয়তে নিলাম

ধন্যবাদ ।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কু :)

২৪| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭

ভুং ভাং বলেছেন: বেশ কয়েকটা দেখা বাকিগুলো দেখতে হবে । ++++++++++্

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২

তন্দ্রা বিলাস বলেছেন: দেখে ফেলুন :)

২৫| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

বেসিক আলী বলেছেন: (y)

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.