নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

নিয়ে নিন পবিত্র কোরআন শরীফের কয়েকটি বিখ্যাত তাফসীরের বাংলা অনুবাদ গ্রন্থ (তাফসীর ফী যিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসীর, তাফসীর জালালাইন) সকল খন্ড, ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ্‌র নামে শুরু করছি। আজ পবিত্র কোরআন শরীফের কয়েকটি বিখ্যাত তাফসীরের বাংলা অনুবাদ গ্রন্থ (তাফসীর ফী যিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসীর, তাফসীর জালালাইন) সকল খন্ডের, ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দেয়ার চেষ্টা করেছি।

তাফসীর ফী যিলালিল কোরআনঃ





১ম খন্ডঃ ডাউনলোড



২য় খন্ডঃ ডাউনলোড



৩য় খন্ডঃ ডাউনলোড



৪র্থ খন্ডঃ ডাউনলোড



৫ম খন্ডঃ ডাউনলোড



৬ষ্ঠ খন্ডঃ ডাউনলোড



৭ম খন্ডঃ ডাউনলোড



৮ম খন্ডঃ ডাউনলোড



৯ম খন্ডঃ ডাউনলোড



১০ম খন্ডঃ ডাউনলোড



১১ম খন্ডঃ ডাউনলোড



১২শ খন্ডঃ ডাউনলোড



১৩শ খন্ডঃ ডাউনলোড



১৪শ খন্ডঃ ডাউনলোড



১৫শ খন্ডঃ ডাউনলোড



১৬শ খন্ডঃ ডাউনলোড



১৭শ খন্ডঃ ডাউনলোড



১৮শ খন্ডঃ ডাউনলোড



১৯শ খন্ডঃ ডাউনলোড



২০শ খন্ডঃ ডাউনলোড



২১শ খন্ডঃ ডাউনলোড



শেষ খন্ড (আমপারা)- ডাউনলোড



সবগুলা একসাথে ডাউনলোড করতে এখানে অথবা এখানে ক্লিক করুন।



তাফসীর ইবনে কাসীর





১ম থেকে ৩য় খন্ডঃ ডাউনলোড



৪র্থ থেকে ৭ম খন্ডঃ ডাউনলোড



৮ম থেকে ১১শ খন্ডঃ ডাউনলোড



১২শ খন্ডঃ ডাউনলোড



১৩শ খন্ডঃ ডাউনলোড



১৪শ খন্ডঃ ডাউনলোড



১৫শ খন্ডঃ ডাউনলোড



১৬শ খন্ডঃ ডাউনলোড



১৭শ খন্ডঃ ডাউনলোড



১৮শ খন্ডঃ ডাউনলোড



সকল খন্ড একত্রেঃ এখান থেকে ডাউনলোড করুন

অথবা এখান থেকে ডাউনলোড করুন



তাফসীরে জালালাইনঃ





১ম খন্ডঃ পার্ট-১: ডাউনলোড

, পার্ট-২: ডাউনলোড



২য় খন্ডঃ ডাউনলোড



৩য় খন্ডঃ ডাউনলোড (পাইনি)



৪র্থ খন্ডঃ ডাউনলোড



নোটঃ

> ডাউনলোডের জন্য আই ডি এম ব্যবহার করুন

> পোস্ট আপডেট হবে।

> কোন সমস্যা হলে এবং ধন্যবাদ দিতে কমেন্ট করবেন।

> যদিও লাইক বাটন কাজ করছে না তারপরেও পোস্ট যদি ভাল লাগে তাহলে দিয়েন :P

> শুধু শুধু ডাউনলোড করে পিসিতে না ফেলে রেখে নিয়মিত পড়ার চেস্টা করুন।

> শেষমেশ থ্যাংকস।



------------------------------------------------------------------

এরকম আরও একটা পোস্টঃ

সংগ্রহে রাখুন সকল সহীহ হাদীস (সিহাহ সিত্তাহ) বাংলা গ্রন্থ সমূহ, সকল খন্ড, ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ । মেগা পোস্ট :)

------------------------------------------------------------------



কৃতজ্ঞতাঃ ইসলামী বই ডট ওয়ার্ডপ্রেস ডট কম।

মন্তব্য ৫৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

সত্য কথা বলি বলেছেন: ধন্যবাদ, এইরকম ভালো পোস্ট দেয়ার জন্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: প্রিন্ট কোয়ালিটি ভাল হবে কি ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

তন্দ্রা বিলাস বলেছেন: সবগুলা আমার সংগ্রহে আছে। ভাল হবেই। নিশ্চিন্তে ডাউনলোডাইতে পারেন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মদন বলেছেন: প্রিয়তে নিলাম। অনেকদিন ধরেই ইবনে কাসীর এর তাফসীর খুজতেছিলাম :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাযা কাল্লাহ খায়রান।সুন্দর পোষ্ট ।প্রিয়তে রাখলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

রাজন সান বলেছেন: অনেক ধন্যবাদ। কিন্তু আমি চাইছি ইবনে কাসীর-এর অনুবাদ আখতার ফারুক সাহেবের করা। লিঙ্ক দিতে পারবেন? আপনি যেটা দিয়েছেন ওটা মুজীবুর রহমান সাহেবের। আমার কাছে আছে। আবারো ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

যদি পাই তাহলে অবশ্যই জানাব।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয়তে নিয়ে রাখছি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কান্ডারী ভাই।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

আমি মরতুজা বলেছেন: এটা তাফসীর ইবনে কাসীর এর নতুন না কি পুরাতন ভার্সন?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: কিছু নতুন আর কিছু পুরাতন।
থ্যাংকস।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয়তে নিলাম।

ধন্যবাদ ।
ভাললাগা রেখে গেলাম :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় স্নিগ্ধ শোভন ।
তা আপনার অন্তরঙ্গ আলাপনের পরবর্তী অতিথি কে হচ্ছেন?

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০

দয়াল সাহেব বলেছেন: সবকিছু গুছিয়ে সুন্দর একটা পোষ্ট দিয়েছেন । ধন্যবাদ আপনাকে ।জাযাকাল্লাহ ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

জো জো বলেছেন: জাযাকাল্লাহু খায়রান। প্রিয়তে নিলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

সিড বলেছেন: তাফহীমুল কুরআন এর লিনক কি পাওয়া যাবে।
প্রিয়তে নিলাম

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: সামনে কোন পোস্টে শেয়ার করব। ধন্যবাদ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ তন্দ্রা বিলাস ভাই । প্রিয়তে নিলাম ,

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

আরজু পনি বলেছেন:

আলহামদুলিল্লাহ ।
প্রিয়তে রাখলাম ।

সময়, সুযোগ নিয়ে পড়বো ।

শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ জানাই ।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় আপু।

ভাল থাকবেন সবসময় সে দোয়ায় করি।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

এই বৃহস্পতি বারেই দেখতে পাবেন :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

তন্দ্রা বিলাস বলেছেন: অপেক্ষায় থাকলাম :)

১৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

সাইবার েজান বলেছেন: Valo Laglo

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ ভাই ভাল থাকবেন।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৫

বেলা শেষে বলেছেন: 98 Al-Bayyinah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,
যাতে আছে, সঠিক বিষয়বস্তু।

অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।

তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।

যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।

তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

তন্দ্রা বিলাস বলেছেন: আমীন।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯

বেলা শেষে বলেছেন: Salam & Congratulation to you from my heart!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: ওয়া আলাইকুমুস সালাম। আপনার জন্য রইল অসংখ্য শুভকামনা।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৭

আমিই মিসিরআলি বলেছেন: প্রিয়তে রাখলাম
সাথে ধন্যবাদও জানবেন

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: আপ্নেকেও অশেষ ধন্যবাদ।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

না পারভীন বলেছেন: এই পোস্টের জন্য ধন্যবাদ । প্রিয়তে রাখলাম । আশাকরি দেখবো ইনশাল্লাহ । :)

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় আপু। :)
ভাল থাকবেন।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

মাহমুদ০০৭ বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন । আমিন । প্রিয়তে ।
ভাল থাকুন ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: আপনিও ভাল থাকুন।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয়তে

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২২| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

না পারভীন বলেছেন: প্রিয় তন্দ্রা ভাইয়া, ঈদ মোবারক। আমি আবু লাহাবের উপর মে মাসে একটি পোস্ট লিখেছি। আপনার এই পোস্ট কে কৃতজ্ঞতা জানিয়েছি। আপনি কেমন আছেন?

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা, (যদিও ঈদ মাসখানিক আগে চলে গেছে, সমস্যা নাই ঈদ তো আবার আসবে :) )

আলহামদুলিল্লাহ্‌ আপু ভালো আছি? আপনি কেমন আছেন?

২৩| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

বাবুই পািখ বলেছেন: আল্লাহ আপনার সহায় হোন । প্রিয়তে ।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।

২৪| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

যুবায়ের খান বলেছেন: জাযাকাল্লাহ

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার সবগুলো পোষ্টই প্রিয়তে রাখার মত, তাই এটাও প্রিয়তে নিলাম।




আর একটি কথা। আপনার প্রোফাইল কমেন্ট আমার ভাল লেগেছে তাই আমর আমার একটি পোষ্টে আপনার প্রোফাইল কমেন্ট ব্যবহার করেছি। সিরিয়াল ১৪৯। অপত্তি থাকলে জানাবেন সরিয়ে ফেলব।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কু ভাই :)


কুনু প্রবলেম নাই, বরং খুশী হয়েছি। ভাল থাকবেন সবসময়।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

আমি তুমি আমরা বলেছেন: প্রিয়তে রাখলাম

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১

তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন ভাই?

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আমীন ও ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: :) :)

২৮| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৪৬

লা-তাহ্‌যান বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

২৯| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

সাহেদ সালমান বলেছেন: প্রত্যেকটা বই খন্ড খন্ড না করে একটা বই একটা জিপ ফাইল করে লিংক দেন.......প্লিজ

৩০| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৪০

কানিজ রিনা বলেছেন: এত খুশি হলাম যারপর নাই এত মন্তব্যে
আরও আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ
আলোকীত পোষ্টের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.