নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

PRIVEATE নাকি PARVET?

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯



























ছবি: সেড বাট ট্রু!

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: হা হা হা প্রাইভেট!!!!!!!


সেড বাট ট্রু!!!!! হা হা হা হা হা হা হা হা

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

রুরু বলেছেন: ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

মিথী_মারজান বলেছেন: আরেকটা আছে - পেরাইভেট।:P

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

রুরু বলেছেন: পেরাইভেট। হা হা হা!!

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

এম আর তালুকদার বলেছেন: হা হা হা ।
এ নিয়ে লিখবেন না, কেউ কেউ বলবে বানান শুদ্ধ না হলেও লেখার চেষ্টা তো করেছে। ভাল একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

রুরু বলেছেন: আপনাকেউ ধন্যবাদ।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি একটা শুনেছি - পরাইভেট।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

রুরু বলেছেন: আমি দেখেছিও। এখানে দেওয়ার ইচ্ছা ছিলো। কিন্তু লিমিট।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

বিষাদ সময় বলেছেন: Private না, মনে হয় Pervert লিখতে গিয়ে এ অবস্থা হয়েছে। ;)

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

রুরু বলেছেন: সম্পূর্ণ প্যাচ লাগিয়ে দিল।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

বনসাই বলেছেন: শুদ্ধ বানানটাই মনে করতে পারছি না। ডিকশনারীতে যেতে হচ্ছে ;)

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

রুরু বলেছেন: মাথা চক্কর মারে।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা ।/।/।/।/।/

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

রুরু বলেছেন: হা হা হা।
ধন্যবাদ।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Private এমন ভাবে Perverted করা হয়েছে ??
এই জন্য কবি বলেছেন, রঙ্গে ভরা বঙ্গ দেশে কিছুই অসম্ভব না !!

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

রুরু বলেছেন: ধন্যবাদ নুরু ভাই।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

যূথচ্যুত বলেছেন: হাই হাই! প্রাইভেট বানান কী? :-*

আমি জানি না! :(

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

রুরু বলেছেন: এগুলো দেখার পর আমিও ভুলে গেছি।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

দিগন্তের আভা বলেছেন: এত অদ্ভুদ বানান দেখে আসল বানান আই নিজেই ভুলে গেলাম।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

রুরু বলেছেন: আমারও একই দশা ভাই।
ধন্যবাদ।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

সুমন কর বলেছেন: বনসাই বলেছেন: শুদ্ধ বানানটাই মনে করতে পারছি না। ডিকশনারীতে যেতে হচ্ছে ;) ------ সহমত !!

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

রুরু বলেছেন: ধন্যবাদ।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

নাগরিক কবি বলেছেন: ভ্যাট দিতে দিতে সবাই ভ্যাটকাইতে ভ্যাটিকাইতে শেষ :;)

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: অন্যের প্রাইভেট ব্যাপারে নাক গলানোটা আপনার ঠিক হয়নি =p~

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: এসব পরাইফিট ব্যাপার। এসব নিয়ে নাক গলাতে নাই। নাক কান গলবো সমস্যার সমাধান হইবো না।

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একসাথে এতো মদন জুটলো কোথা থেকে?

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

তারেক ফাহিম বলেছেন: ওদের প্রেরাইভেট ব্যাপার যদিও রাস্তায় চলে :-/

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

হাতকাটা হাকিমুল বলেছেন: কনফিউশনে ফেলে দিলেন :-0

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: এটা ওদের প্রাইভেট ব্যাপার স্যাপার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.