নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে ফেলা ভালোবাসা।।।।।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

ভালোবাসার শুরুটা হয় খুব চমৎকার। একদম স্বপ্নের মত দিন
কেটে যায় .. ভালোবাসার মানুষটাকে ২৪ ঘন্টা
"ভালোবাসি" বলে বলে বুঝিয়ে দেয়া হয় ভালোবাসা ..
পার্কের বেঞ্চের নিচে জমে থাকা বাদামের খোসা
জানিয়ে দেয়, খুব চমৎকার কিছু সময় কেটে গেছে
একসাথে .. মোবাইল ফোনের call duration এর দিকে
তাকালে দেখা যায় হাজারটা রাতের হাজার মিনিটের
গল্পের হিসাব !!
হাজারটা নির্ঘুম রাত শুধু কথা বলেই পার করে দেয়ার পর
কেউ একজন বলে তোর চোখের নিচে কালি পরছেতো !
তারপর ও থেমে থাকে নি রাতের গল্প!.
একটা সময় মনে হয়, ভালোবাসাটা আর জমছে না ..সেই
আগের উন্মাদনাটা আর নেই! কোথায় জানি একটা
গন্ডগোল হয়ে গেছে ... !! কিভাবে জানি একটা কিছু
হারিয়ে গেছে ... কেমন জানি একটা একঘেয়েমি নিজের
ভেতরে বাসা বেধেছে!! আমি জানি তোমার বুকের
ভেতরটায় মাঝে মাঝে খা খা করে ওঠে ..তুমি চোখ বন্ধ
করে অতীত দেখো আর বুঝতে পারো, ভীষণ ভুল হয়ে গেছে
... পিছনে ফিরতে গিয়েই তুমি টের পাও শক্ত একটা
দেয়াল !... ঐ দেয়াল তোমার নিজের হাতেই গড়া !!
দেয়ালের ওপাশ থেকে তোমারই পুরনো ভালোবাসা
ফিসফিস করে বলে!!!!!!!.......

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

মাসুদ_খান বলেছেন: "একটা সময় মনে হয়, ভালোবাসাটা আর জমছে না" কিন্তু কেন???? ব্যাক্ষা করবেন

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

তন্ময় শরীফ বলেছেন: ভাই তার পরের লাইনগুলোতে কারনগুলো বলা আছে।।।।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

মির্জা রাকিব শোভন বলেছেন: ভাই অন্যের লেখা চুরি করার আগে একটু বিবেক দিয়ে ভাবা উচিৎ। ন্যূনতম লজ্জা থাকা উচিৎ, অন্তত মানুষ হিসেবে। আপনাদের আসলে আর কিছুই বলার নাই... শক্তিমান আপনাদের সুস্থ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.