নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

নিজের সমালোচনা।।।।।।।।।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

প্রতিদিনই ঘুমাতে যাওয়ার সময় সারাদিনের কর্মকান্ড
নিয়ে নিজেকে ইচ্ছেমত গালমন্দ করি, আবার নিজেই
নেজেকে সান্তনা দেই থাক আজ অনেক হইছে এখন ঘুমা
কাল সকালটা হবে নতুন সকাল! কাল ঠিকই সকাল হয় but
নতুন সকাল আর হয়না! এভাবে আর কতদিন..?? জীবনটাকে
নিয়েতো আর কম খেললাম না, খেলতে খেলতে আজ
জীবন, আমি 2জনেই ক্লান্ত।। নিজের # position নিয়ে যখন
নিজেকে প্রশ্ন করি তুই আজ কোথায় আছিস?? তোর কি
এখানে থাকার কথা ছিলো?? তখন ভাবনাগুলো কেমন
যেনো এলোমেলো হয়ে যায়, আমার এই position এর জন্য
আর কেউ দায়ি নয় আমি নিজেই সয়ং আপরাধী! নিজের
মনের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দিতে গিয়ে আজ
আমার এই positon!! এতকিছু দেখলাম জীবনে, এতকিছু
শিখলাম তারপর ও এখন ও শিক্ষা নিতে পারলাম না!
সারাজীবন যদি শিখতে শিখতেই কাটিয়ে দেই তালে এর
প্রয়োগ করবো কবে.?? পায়ের তলার মাটি যেদিন
হারিয়ে ফেলবো, যেদিন আর নিজেকে প্রমান করার
কোনো way ই হতে থাকবেনা হাতে সেদিন..?? নিজেকে
নিয়ে যখন নিজে চিন্তা করি তখন মনে হয় কতো বোকা
ছিলুম আমি, এখনো কতটা বোকা আছি!! আমি বুঝি এবং
জানি এভাবে চললে ভালো future আশা করাটা কতটা
বোকামি, তার পরও এভাবেই দিনগুলো দিব্বি হেসে
খেলে কাটিয়ে দিতেছি! এটাকি আমার পাগলামু, নাকি
নিজের career এর সাথে বিদ্রোহ!!!.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

সুমন কর বলেছেন: সবার আগে প্রকৃত মানুষ হতে হবে....এভাবে ঘুমোতে যেতে হবে।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

তন্ময় শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.