নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

সময় মতো সময়কে মুল্য না দিলে এক সময় সময়ই আপনাকে মুল্য দিবে না।।।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

কেউ যখন নিজের যৌগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তখন সত্তি
অনেক কষ্ট লাগে!! নেজেকে নিয়ে যখন ভাবি তখন আর
অবাক হই না, তারা তো ভুল কিছু বলেনি, আমি সত্তি আজ
তাদের থেকে কোথায় আছি...!! বলাটাই simple!! একটা
সময় তারা ও আমার মত ছিলো। এক সাথে একই সপ্ন নিয়ে
ঢাকায় গিয়েছিলুম, একই রুমে ছিলাম, এক সাথে ঘুমিয়ে
ছিলাম, খেয়ে ছিলাম, একই সাথে coaching ও
করেছিলাম! # সময়ের কাজ সময়ে না করে নিজের
ভালোলাগা গুলো গুরুত্ব দিতে গিয়ে আজ আমি তাদের
থেকে আলাদা ভিন্ন যাইগায়, ভিন্ন মানুষের সাথে!
তারা তাদের লক্ষে পৌছাতে পেরেছে। আজ তারা
দেশের নাম করা versity গুলুতে পড়ে! অন্যকে অঙ্গগুল তুলে
কথা বলার অধিকার তাদের আছে!!! এমন টি ই হওয়ার কথা
ছিলো!.... জীবনে অনেক কিছু না চাইতে ও পেয়েছি,
আবার কিছু কিছু জিনিস অনেক চেয়েও পাইনি!! সব
হয়েছে আমারই ভুলে, সময়কে নিয়ে খেললে যে এর ফল
ভালো হয় না তা অনেক বড় # শিক্ষা আমার জন্য! সে যাই
হোক অতিতের ভুলগুলো থেকেই শিক্ষা নিয়ে সামনে
এগুবো !.. i hope আল্লা আমাকে নিরাশ করবে না!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভুল থেকে সবাই শিখে না। যারা শিখে ওরা সফল হয়।

নিশ্চয় আপনি সফল হবে।

আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা ধৈর্যের সাথে নমাজ পড়ে সাহায্য চায়।

আপনার জন্য শুভ কামনা।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: ভুলে শুদ্বে মানুষ।মানুষ ভুল করবে আবার ভুল থেকে সঠিক কোনটি সেটা গ্রহন করবে ।দুঃখ প্রকাশ করছি ভাই আপনার জন্য,সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করেনা।ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.