নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

অবুজ আমি।।।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩

নিজেকে এভাবে ছোটো করে কেন দেখি?? এত দুঃখ
কিসের, কি নেই আমার??আর কি ই বা এমন হরিয়েছি! সব
কিছু দিয়েই আমি আজ পরিপূর্ণ..!. সামান্য দুঃখ কষ্টই যদি
সইতে না পারি তবে আমার বেচে থাকাটা নিরর্থক
অযাচিত!! সময় থাকতে নিজেকে মেলে ধরা উচিত,
নিজেকে নিয়ে ভাবা উচিত.. সামনেই হয়তো আমার কোন
উজ্জ্বল ভবিষ্যত্ wait করতেছে!! কেন বারবার উপরের
দিকে তাকিয়ে আফসোস করছ??? কখনো কি আমার
নিচের দিকের মানুষগুলোর দিকে তাকিয়েছি... আল্লাহ
আমাকে কত কিছু দিয়েছে তার হিসেব করেছি কি
কখনো?? কখনো কি তাকিয়েছি # বাসের পিছনে ঝুলান্ত
বালকটির দিকে.. যে সারাদিন বাসসটান বলে চিত্কার করে, কত ঝুকি নিয়ে দিন
অতিক্রম করছে মাত্র 200 টাকার আশায়.. আমি কি তার
থেকে ভালো নেই.. মানুষের জীবনে অনেক কিছুই অধরা
থেকে যায় সেই দিকে তাকিয়ে আফসোস করাটা
নিতান্ত বোকামি। জীবনটাকে কিছু বিষয়ের মধ্যে বন্দি
করাটা কতটা ঠিক তা আমার অজানা। যেখানে আছি
যেভাবে আছি জীবনটাকে enjoy করাটাই better....সময়তো
ফুরিয়ে যায়নি?? এখনও সময় আছে ঘুরে দাড়াবার,
নিজেকে চেনার, নিজের লুকায়িত প্রতিভাকে প্রকাশ
করার.. আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপর
অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার কথা ভাবাতে
হবে! নিজের প্রয়োজনে নিজেকে ব্যস্ত রাখাটাই
যৌক্তিক..!!!!! ..

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: অনুপ্রেরণা পাইলাম। ধইন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.