নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

শরিরের ভালোবাসা।।।।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

ভালোবাসার মানুষের জন্য সৃষ্ট মনের সব # তৃষ্ণাগুলো
একটা সময়ে শরিরে এসে পরে!! তখন মন থেকে শরিরের
প্রতি আক্রশটা বেশি থাকে, ধিরে ধিরে শরিরে প্রতি
তৃষ্ণাগুলো বারতে থাকে.... কোন একটা সময় অতিক্রম
করে মনে হয় তার পুরোটা চাই , নালে তৃষ্ণা মিটবে না!!
তার তৃষ্ণা নিবারণের জন্য যখন তাকে পুরোটা দেয়া হয়,
তখন সে হয়ে যায় অন্য একজন! তখন আর তার দৈনন্দিন
কথামালা শুনতে ইচ্ছে করে না, পাশে বসে থাকা সেই
ভালোবাসার মানুষটিকে হাজার বছরের পুরনো মনে হয়।
যে ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে সম্পর্কে
জরিয়েছে, একটা সময় এসে সেই ভালো লাগার দোহাই
দিয়েই সম্পর্কের ইতি টানে!! # শরিরের ভালোবাসা
শরির থেকে পরা ঘামের সাথে নিঃশেষ হয়ে যায়............
.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: শরিরের ভালোবাসা
শরির থেকে পরা ঘামের সাথে নিঃশেষ হয়ে যায়...........
ঠিক ++++++

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

রানাকবি বলেছেন: এটাকে তো ভালবাসা বলা উচিৎ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.