নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

তোকে লেখা।।।।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

তুই কি দেখিসনি আমার বুক থেকে পরা প্রতিটি ফোটা
# রক্তের হাহাকার! সেদিন কি তুই শুনিসনি ওদের
চিত্কারগুলো? কি চেয়েছিলো তোর কাছে চিত্কার
করে করে?? ওহা! তুই শুনবি কিভাবে তখনতো তুই হাসতে
ছিলি, তোর হাতে তো তখন অনেক সুখ ছিলো।। এত এত সুখ
ছিলো যে চারপাশের মানুষগুলোর কষ্টের চিত্কার
গুলোও তোর কাছে হিন্দি গানের music এর মতো
লাগতো। সেদিন কত পাগলামুই টা না করেছি একটুখানি
সুখের আশায়।। তুই দেসনি..! জানিস এখন না সুখ কিনতে
পাওয়া যায়, রাস্তার প্রতিটা মোরে মোরে! হ্যা সত্তিই!!
কি অদ্ভুদ ছিলাম সেদিনের আমি তাই না...?? আমাকে
ছেরে সুখে থাকার আশায় যার এত সুন্দর গুছানো অভিনয়,
যে আমার বুক থেক পরা blood দেখে হাসতেছিলো তার
কাছেই কিনা সুখের আবদার নিয়ে অনুরোধ।।...ভাবতেই
কেমন যেনো লাগে.. এসব আর ভাবতেও চাইনা বাট বার
বার কেন যেন মনে পরে যায় সেই দুপুর ফেরিয়ে বিকেল
হলে! ! কেন আজকের বিকেলটার সাথে সেদিনের সেই
বিকেল এর অনেক মিল! তার পরেও সব বদলে গেছে ..
বলদে গেছি আমি, আমার সব। এখন দিনে দিনে আমার
emotion, feelings গুলো নিঃশেষ হয়ে যাচ্ছে! এখনকার
আমি এক অন্য আমি, এখন আর কষ্ট পেলে অগের মতো
করে কাদি না, কাউকে বলতে ও যায় না! লিখি ও না
আগের মতো করে, ওরকম করে লিখতে ও পারি না
এদানিং... লেখা আসে না, হাত আটকিয়ে যায়!! মাঝে
মাঝে try করতে করতে যখন বিরক্ত হই, তখন ইচ্ছে করে
কলম ছিবিয়ে লেখা বের করে আনতে! .. Then
লিখতে............

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.