নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

তাকেই প্রাধান্য দিন, যে আপনাকে চায়।।

২৫ শে মে, ২০১৬ সকাল ৯:০৫

আমি কাকে ভালোবাসি বা বাসলাম সেটা মোটেও আমার জন্যে
importance নয়। আমার কাছে সেটা-ই গুরুত্বপূর্ণ কে আমাকে
ভালোবাসে, কাকে আমি আমাকে ভালোবাসাতে পেরেছি।।...
আমি কাকে চাই বা কাকে পেলে আমার সব পাওয়া হবে এটার
গুরুত্ব আমার কাছে শুন্য, আমাদের সেটাকেই গুরুত্ব দেওয়া
উচিত কে আমাকে বেশি চায়, কে আমাকে পেলে তার
অনেক কিছু-ই পাওয়া হবে, আমাকে পেলে কে তার সব কাছু
উজার করে দিবে।।
আমি কাকে চিনি নতুবা আমি কার কি হই, এটা নিয়ে মাতা মাতি করা
একধরনের বোকামি! আমাদের ওটা কে-ই প্রাধান্য দেওয়া উচিত
আমার আমিকে কাকে চিনাতে পারলাম, আমাকে কে কার কি ভাবে,
আমর কষ্টে কে কষ্ট পায়, আমার আশায় পথ চেয়ে কে বসে
থাকে, আমার দেওয়া কষ্টে কার বেশি কষ্ট হয়।।।.... আমরা
অনেকে-ই নিজের চাওয়া পাওয়াগুলোক বড় করে দেখি
শেষমেষ কাঁদতে হয়, পেতে হয় অবহেলা।।।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৭

সাইফুল আরিফিন কাব্য বলেছেন: হুম বুঝলাম

২| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৫২

সুব্রত দত্ত বলেছেন: মানুষের এক অদম্য আকর্ষণ হচ্ছে অধরার প্রতি আকাঙ্ক্ষা। লজিক দিয়ে যতই ব্যাখ্যা করা হোক না কেন- আমরা তাকেই ভালোবাসি যে আমাদের গুরুত্ব কম দেয় এবং এক্ষেত্রে আমাদের ভালো লাগাটাকেই প্রাধান্য দেই। অপরপক্ষে যে আমাদের ভালোবাসে তাকে না চাইলেও অবহেলা করি। বড়ই স্বাভাবিক সমস্যা।

৩| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:০৪

বিজন রয় বলেছেন: বাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.