নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগার মানুষেরও ভালো লাগার মানুষ থাকতে পারে।।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

আপনার ভালো লাগার মানুষের ও ভালো লাগার কেউ
থাকতে পাড়ে, যাকে ভালোবাসুন তার সাথে তার
ভালোলাগা কেও ভালোবাসতে শিখুন।। আপনার কাছে
আপনার ভালো লাগাটা যেমন ইম্পরট্যান্টস ঠিক তেমনি
তার কাছেও তার ভালো লাগা টা সমান ইম্পরট্যান্ট।
পৃথিবীতে ওরম মহৎ মানুষ কম-ই আছে, যে কিনা তার
ভালো লাগাকে বিসর্জন দিয়ে আপনার ভালো লাগাকে
ওয়েলকাম জানাবে।। এরকম আশা কখনও করিয়েন না!
এরকম হবেও না, হয়ও না।। আপনার ভালো লাগাকে তার
উপর চাপিয়ে না দিয়ে, আপনার উপর তার ভালো লাগা
ক্রিয়েট করার ট্রাই করুন, তবেই আপনার ভালো লাগার
মুল্য পাবেন তার কাছে।। না হয় এমন হবে.. আপনি যাকে
ভেবে সময় কাটান, তার সময় কাটে অন্যকারো
ভাবোনায়!! মুখে মুখে ভালো লাগা বিনিময় ঠিক-ই হবে,
কিন্তু মন পরে রবে অন্যকারো মনে।। তার চেয়ে তাকে
বুঝুন, তার ভালো লাগার কথা শুনুন, তার ভালো লাগাকে
ভালোবাসুন, আপনার ভালোলাগার কথা তাকে বলুন,
ভালোবাসা না পাওয়ার আশা করে ভালোবেসে যান,
একটা সময় ঠিক-ই ভালোবাসা পাবেন!! ভালোবাসায় না,
জোর চলে না। সেচ্ছায় যেটুকু পাওয়া যায় ওটুকু-ই
ভালোবাসা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.