নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

ক্রাশ এবং কষ্ট।।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

ক্রাশকে বেশিদিন মনের মধ্যে জমিয়ে রাখতে নেই!! ক্রাশ
জমিয়ে রাখলে ক্রাশের প্রতি মায়া জন্মায়, এ এক অদ্ভুত মায়া।।
ক্রাশ নিয়ে আপনি যতটুকু ভাবনা চিন্তা করবেন আপনার তার প্রতি মায়া
তত-ই বাড়তে থাকবে একটা সময় দেখবেন তাকে নিয়ে ভাবা
আপনার প্রতিদিন এর কাজ হয়ে গেছে।। কারণেঅকারণে তার কথা
মনে পড়বে আপনার, তার কথা ভাবতে ভালো লাগবে। তাকে
একটুখানি দেখার পর যে ভালো লাগাটা কাজ করবে সেটা হাজার টা
দর্শনীয় স্থান দেখার থেকেও বেশি!! প্রতিটি মানুষের-ই ক্রাশ
থাকে কেউ প্রকাশ করে, কেউ করে না। আপনার ও আছে!
হ্যা, আমার লেখাটা পড়ার সময় আপনার মনের মধ্যে যার নামটি উকি
মারছে সে-ই আপনারা ক্রাশ।। ক্রাশ খাওয়া খারাপ কিছু না, সমস্যা টা
তখন-ই হবে যখন আপনি ক্রাশকে জমিয়ে রাখবেন।। ক্রাশের
প্রতি মায়া জমতে জমতে এই মায়াটা কখন যে ভালোবাসার দিকে
মোর নিবে আপনি টের-ই পাবেন না।। আর তখনকার ভালোবাসা টা
থাকে একপক্ষীয়, কারণ আপনি তার উপর ক্রাশ খেয়েছেন
সে নয়। মায়া বলতে যদি কিছু থাকে সেটা তার জন্যে আপনার
আছে, আপনার জন্যে না।। তার চাওয়া পাওয়ার গুরুত্ব আপনার কাছে
আর ১০জনের থেকে আলাদা হতে পাড়ে, তাই বলে আপনার
ভেবে নেওয়ার কোনই অবকাশ নেই যে আপনাকে ও সে
আপনার মতো করে দেখে।। এই অদ্ভুত মায়ার ফাঁদে পড়ে,
একপক্ষীয় ভালো লাগা, ভালোবাসা নিয়ে আজ অনেকে-ই একা
একা কষ্ট পায়, গোপনে কাঁদে।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.