নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকুক স্বার্থপরতা।।।

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩


যাহারা আমার ভালোবাসার বিনিময়ে আমাকে প্রাণ ভরে কষ্ট দিয়েছে, তাহাঁদের কষ্টকে আমি ভালোবাসা হিসেবেই নিয়েছি।। কষ্টগুলো আদরে বুকে জরিয়ে, মঙ্গল কামনা করে গেছি তাদের।।।
যাদের আমি হাসাবো বলে সর্বক্ষণ চিন্তিত ছিলাম, সেই তারাই আমাকে সবার আগে কাঁদিয়েছে, আমি হেসে হেসে কেঁদেছে, যেন তাড়া আমার এই কান্নামাখা হাসি দেখে আমাকে পাগল ভেবে নিজেরাও হাসে।। যাদের আমি আমার সবটুকু দিবো বলে নিজেকে সব সময়ই প্রস্তুত রেখেছি, সেই তারাই আমাকে সর্বহারা করেছে, আমার ভালো থাকার সমস্ত শক্তিগুলো জোর করে কেড়ে নেয়েছে।। যাদের কষ্টের কথা শুনে আমি, নিজেকে ইচ্ছে করে করে কষ্ট দিয়েছি, সইতে না পেড়ে চোখ আড়াল করে কেঁদেছি, সেই তারাই আমাকে কষ্ট দেওয়ার জন্যে বিভিন্ন সময়, ভিন্ন ভিন্ন কৌশল প্রয়োগ করেছে।।।। তাদের আমি যা হতে চেয়েছিলাম, তারা আমাকে তাদের তা কখনোই করেনি।।।।।
তবুও আমি চাই তারা ভালো থাকুক, তাদের মতো করেই ভালো থাকুক, সব থাকুক তাদের।।। কারণ ভালো থাকা এমন যা মনের মতো না হলে, তা আর ভালো থাকার পর্যায়ে থাকেনা।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

কানিজ রিনা বলেছেন: যাহারা আমার বিচার করিয়াছে ভুল করিয়াছে
তারা, তাহাদের তরে রাখিয়া গিয়াছি মোর
বিদায়ের গান খানি। নজরুল। :

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.