নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

মায়া মায়া লাগে।।।

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬

কার জন্যে, কিসের জন্যে কলিজায় এত এত মায়া মায়া
লাগে?? মাঝে মাঝেই হয় এমন, হঠৎ করেই কেমন যেন
লেগে উঠে, কিচ্ছু ভালো লাগেনা তখন। অস্থিরতা ঘিরে
ধরে শরীর, মন সবকিছুকে। চারপাশে ভালো খারাপ যাই
থাকুক সব কিছুকেই তখন বিষ বিষ লাগে! কেউ খেতে
দিলেও তখন তাকে মারতে ইচ্ছে করে!! "কেউ ভালো
লাগাতে চাইলে", তখন তাকেই ভালো লাগেনা, বিরক্ত
লাগে।। কোন কারণ ছাড়াই বুকের মধ্যে কেমন যেন অসহ্য
কষ্ট হয়, জ্বালা পোড়া করে।। কার জন্যে কিসের জন্যে
এমন আনমনা লাগে, তার কারণ ও অনেক সময় খুঁজে পাওয়া
যায় না! তারপরও কষ্ট হয়। কি হয় হঠৎ করে ওমন??
কোথা থেকে আসে এত কষ্ট, এত আবেগ, এত জ্বল?? এত
ইচ্ছেই বা কেনো জাগে মনে? যে ইচ্ছেগুলো সন্ধা থেকে
পুড়ো রাতভর আমাদের জ্বালায়।। প্রতি সন্ধ্যা-ই
আমাদের মন শরীর থেকে আলগা হয়ে যায়, মনকে
কিছুতেই আর নিয়ন্ত্রণে রাখা যায়না। মন তখন ইচ্ছে মতো
শরীর নিয়ে খেলা করে।। উল্টা পাল্টা ভাবনা ভেবে,
উলট পালট করে দিয়ে যায় গুছিয়ে আনা সব ভাবনাগুলো।।
কেন হয় এমন??

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৯

আনিসা নাসরীন বলেছেন: এমন মাঝে মাঝে অনেকেরই হয়। তাও বলবো যার জন্য এতো মায়া, তিনি সেই মায়ার ধার না ধারলে এই অস্থিরতা আপনার আরো বাড়বে।

মায়ার দাম দেয় এমন কারো জন্য মায়া করুন।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.