নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রথম দেখা।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০

যে কোন সম্পর্কেই প্রথম মিট হওয়ার পর পরিবর্তন দেখা
দেয়। হয় তাদের মধ্যে ভালোবাসা/টান বেড়ে যাবে,
নয়তো টান কমে যাবে, পরিবর্তন হবেই, হয়ও!!
কোন কোন সময় যতবার যতসময় নিয়ে দেখা হয় বা করে,
ততই একজনের আরেকজনের প্রতি টান বেড়ে যায়,, আবার
কখনো কখনো এর বিপরীতও ঘটে।।
মিটের মধ্যে প্রথম মিটটাই বেশি স্মৃতিকাতর হয়,,, অনেক
প্লান করে, অনেক সময় ধরে অপেক্ষার পর যে মিট হয় তা
অনেক সময়-ই ভালোবাসা বাড়িয়ে দেয়, একটু আলাদা
স্বাদ থাকে সে দেখায়, থাকে অন্যরকম অাকর্ষণ।।।
মিট হওয়ার আগের দিনগুলোও কেটে যায় খুশিতে খুশিতে,
প্রতিটি দিন একই টপিকস নিয়ে ঘন্টার পর ঘন্টার কথা
বলা, কিছু আদুরে তর্ক করা.. যেমন দেখা হলে কি হবে,
কে কাকে কি বলবে, কে কি আগে শুরু করবে ইত্যাদি
ইত্যাদি.........।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৮

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো.,, বাস্তব সম্মত কথা তুলে ধরছেন। কথাগুলো অনেক সত্য। প্রথম মিট স্মৃতীকাতর
শুভেচ্ছা নিবেন

২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১

স্বৈতী ইসলাম বলেছেন: প্রথম দেখা! :)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

বিজন রয় বলেছেন: সঠিক। এটাই বাস্তব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.