নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা নিজে থেকে কখনো খারাপ হয়না।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

মেয়েরা প্রথমে নিজে থেকে কখনওই খারাপ হয়না,
এক একটা কষ্ট, আর পরিস্থিতি তাদের পরিবর্তন করে দেয়।
আর নিজে থেকে খারাপ হওয়ার মতো অত সাহস,
আর কঠিন হৃদয় খোদাও তাদের দেয় নি!! :-)
মেয়েরা সবসময়-ই বদনাম হবে, এমন সবকিছু থেকে গা বাঁচিয়ে চলে।
বদনাম কথাটিকে মেয়েরা খুব ভয় পায়।।
আর তাহারা নিজেরা খুব ভালো করিয়া-ই জানেন
যে তারা হলো সমাজের সবচেয়ে বড় ছুতো জীব,
অল্পতেই তাদের বদনাম রটে যায়।।

এই যে এখন যতগুলো মেয়েকে দেখেন একসাথে
দু-তিনটে প্রেম করে, এই সেই নানান কিছু করে বেড়ায়,
আর ছেলেরাও ছলনাময়ী, বেঈমান ইত্যাদি ইত্যাদি বলে গাল দেয়।
খোঁজ নিয়ে দেখেন ঐ মেয়েগুলো অবশ্যই প্রথম বয়সে,
প্রথম কাউকে বিশ্বাস করে, কোন প্রতারক দ্বারা প্রতারিত হয়েছিল।।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: "এই যে এখন যতগুলো ছেলেকে দেখেন একসাথে দু-তিনটে প্রেম করে"

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

শিখণ্ডী বলেছেন: ঠিক ঠিক ছেলেরাই মেয়েদের খারাপ বানায়। সব ছেলেরাই শুয়ার কা বাচ্ছা।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

তন্ময় শরীফ বলেছেন: সব ছেলেদের গালি দেওয়া ঠিক হলো?? আমিও ত ছেলে!!

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

কানিজ রিনা বলেছেন: কিছু ছেলেরা কিশোর বয়ষ থেকেই উচ্ছৃংল
হয়, তেমন কিছু মেয়েরা কিশোরী হতেই
উচ্ছৃংল জীবন কাটায়। এরা বেশীর ভাগই
নোংরা জীবনে জড়িয়ে পড়ে। অবশ্য কিছু
ভাল ছেলেরাও ছলনাময়ী মেয়েদের সাথে
জড়ায়। আবার কিছু ভাল মেয়েও ছলনাকারী
ছেলেদের পাল্লায় পড়ে নিজের জীবন নষ্ট
করে। নষ্ট ছেলে মেয়েরা উভয়ের জন্য ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.