নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

উনি অবশ্যই আপনার ভালো চান।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

যা হারিয়েছেন তারচেয়ে উৎকৃষ্ট স্রষ্টা আপনার ভাগ্যে হয়তো লিখে রেখেছেন, এটুকু ভাবেন যে তিনি আপনাকে ভালোটি দিবেন বলেই, খারাপটি সরিয়ে নিয়েছে।।
বেঈমান মানুষকে বিশ্বাস করে সব কিছু সপে দিতে পাড়েন, আর আল্লাহর উপর এটুকু ভরসা রাখতে পারবেন না?? উনি অবশ্যই আপনার ভালো চান।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ আমাদের সবার ভাল করুন।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যা হারিয়েছেন তারচেয়ে উৎকৃষ্ট স্রষ্টা আপনার ভাগ্যে হয়তো লিখে রেখেছেন

আপনার উক্তি থেকে বুঝা যায়,
উৎকৃষ্ট স্রষ্টা ভাগ্যে লিখা থাকে, যা সম্ভব না। মূল কথা হলো স্রষ্টা নিজেই ভাগ্য লিখে দেন।
বা,
স্রষ্টা স্রষ্টাই, সে উৎকৃষ্টও না নিকৃষ্টও না।

লেখাটি এভাবে লিখতে পারেন;
যা হারিয়েছেন তারচেয়ে উৎকৃষ্ট আপনার ভাগ্যে স্রষ্টা হয়ত লিখে রেখেছেন।
অথবা যা হারিয়েছেন তারচেয়ে উৎকৃষ্ট আপনার ভাগ্যে হয়ত স্রষ্টা লিখে রেখেছেন।

তারপরও আপনার অভিরুচি। আপনি যেভাবে ভালো মনে করেছেন সেভাবে লিখেছেন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

সত্যের অন্বেষণকারী বলেছেন: আচ্ছা স্রষ্টা কি পূর্বেই ভাগ্য লিগে রাখেন ? না আপনি বা আপনার কর্ম সর্ম্পকে ,স্রষ্টা তার ক্ষমতা দ্বারা পূর্বেই জানে ,তাই লিখে রাখেন? যদি স্রষ্টা ভাগ্য নির্ধারণ করেন তবে আপনি যতি খারাপ কর্ম করেন তার ভাগদির তো আপনি হওয়ার কথা নয়। তবে আপনি আপনার ইবাদত দ্বারা , স্রষ্টাকে খুশির মাধ্যমে আপনার খারাপ কর্ম দূর করতে পারেণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.