নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

তবুও ভালোবাসি।।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

নারী নামক প্রাণীটিকে আমি জীবনে কম ভালোবাসিনি, অত বেশি ভালোবেসেছি বলেই আমাকে এত বেশি কষ্ট পেতে হয়েছে।। তারপরও আমার কেন যেন তাদের প্রতি রাগ হয়না, রাগ করতে পারিনা, রাগ আসে না!! তাদের প্রতি ভালোবাসা টাও রয়ে গেছে সেই এক-ই রকম, এখনো সেই আগের মতো কোন এক নারীর কষ্ট দেখলে বুক টাটিয়ে উঠে, তাদের কেউ একজন ঠকাবে এ আমি একদমই সহ্য করতে পারিনা।। নিজেকে একটু কষ্ট দিয়ে হলেও, তাদের একটু হাসাতে পারলে কেমন যেন অদ্ভুত ভালোলাগে।।।।

এই ভালোলাগা টুকুর জন্যেই আমি সেদিন অতটা কষ্ট পেয়েও, হাসিমুখ নিয়ে বলে এসেছিলাম "আচ্ছা দুজনে সুখী হয়েও"।।

সেদিন আমি অনেকগুলো লাল গোলাপ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, মনে এই ভেবেছিলাম যে..... সে হয়তো এসে গোলাপগুলো পেয়ে খুশিতে বলে উঠবে যে... আমাকে সে অনেক অনেক বেশি ভালোবাসে, আমাকে ছাড়া তার বাঁঁচা সম্ভবই না ইত্যাদি ইত্যাদি!! কিন্তু তা না বলে সে আমাকে একটা গল্প শুনালো________!!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসায় ভরে উঠুক আপনার জীবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.