নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাপ আমার কষ্ট পাইবো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

আমিই তরে ভালবাইসা ফেলছি মনা...।
এহহহ কি কও এইসব শরম টরম নাই তোমার!!!
না নাই, তর ভালবাসায় লজ্জা শরম সব হারাই ফেলছি আমি।।

থামো থামো আর কইতে অইবো না,
এসব যদি মাইনসে হোনে তো কিচ্ছা রটাইবো..!!

রটাক গা আমি তোরে ভালোবাসিই এটাই হাছা, তোর লগে সংসার পাতমু, তুই বাসিস কিনা সত্যি কইরা ক??
.
জানিনা, তোমার মতোন অত কিছু বুঝিনা আমি, তবে সব কাজ কইরা ক্লান্ত শরীরডা রাইতে যহন বিছানায় লাগাই, তহন তোমার কথা খুব মনে পড়ে, খালি খালি লাহে সব, মনডায় লয় রাত জাইগা তোমার লগে কথা কই, তুমি কেন আইছো আমার লাগে কথা কইতে সেদিন, আগেই ভালো আছিলাম, এহন আমার কিচ্ছু ভাল লাগে নাহ, কাম কাইজে মন বয় না, যহন তহন তোমার কথা মনে পড়ে।।
.
তালে কেন কস না ভালবাসি??

ডর লাগে আমার, বাব যদি হোনে তাইলে আমারে কুইট্টা গাঙ্গে ভাসাই দিবো।

তালে চল তর বাপরে বুঝাইয়া কই দুইজন মিলে....

নাহ! এ আমিই পারুম না, এইটা আমারে দিয়া কহনো হইবো না, বাপ আমার কষ্ট পাইবো, আমি ছাড়া এই কুলে বাপের কেহু নাই, মা মরার পর বাপ আমারে কোলে পিঠে কইরা ডাঙ্গর করছে, এখন আমিই বাপের মনে গা বসাইতে পারুম না।।
বাপ আমারে যার লগে বিয়া দিবো, তার লগেই আমি ঘর করুম।।
তুমি আর আমার কাছে আয়ো না, আইলে আমার মাথা খাও................!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

শোভন কুমার বর্ধন বলেছেন: পোষ্ট ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.