নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

এক মনে ভালোবাসা হয়না।

০১ লা মে, ২০১৭ সকাল ৭:২৫

আপনি না হয় দু-কদমই বাড়িয়ে দিলেন, কিন্তু তাকেও তো এক কদম আগাতে হবে, নাহলে সামনে যাবেন কিভাবে একসাথে??
জানেন তো একা চেষ্টায়, দুজন মিলে খুব বেশিদূর যাওয়া যায় না।।

দুজনেরই পা চালাতে হবে, নাহলে পথ তো শেষ হবেইনা, উল্টো মাঝপথে এসে ক্লান্ত ধরে যাবে, সে চলে যাবে অন্য পথে, আর আপনাকে ফিরে আসতে হবে ওখান থেকে একা একাই।। পাশাপাশি চলে, চলাটাকে উপভোগ করতে হলে দুজনেরই মনের সমান টান থাকা লাগে।।

নিজের প্রিয় মানুষটিকে সাথে নিয়ে, নিজের ভালোলাগা টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে যেয়ে না শেষ হবে পথ, না করা হবে স্বাদ ভোগ। পথের পুরোটা সময় কেটে যাবে তাকে অনুরোধ করতে করতে!!!

কারো মনের মাধ্যে ঢুকার চেষ্টা করতে যেয়ে কষ্ট পাওয়ার চাইতে,
যে আপনার মনের মাধ্যে ঢুকে আছে, তাকেই লালন করুণ, গড়ে তুলুন নিজের মনের মতন করে।।

বিলিভ মি সে তার মনের সর্বোচ্চ পদমর্যাদাটুকু আপনাকে দিবে, নিজের সমস্তটুকু উজাড় করে প্রাণ ভরে ভালোবাসবে, ভালোবাসায় কৃপণতা করবেনা কখনওই।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে। সুন্দর বলেছেন ভাই।

শুভকামনা আপনার জন্য

২| ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:১০

কানিজ রিনা বলেছেন: ভালবাসায় বিশ্বাসটাই দুজনকে অনের দুর
এগিয়ে নিতে পারে। বিশ্বাস না থাকলে
প্রেম তো দুরে থাক শত ভালবাসা ভঙ্গুর
নদীর পাড়ের মত ভেঙে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.