নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুখের শেষ সময়।

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ছোট্ট ১টা গ্রামে বড় বোন আর মাকে নিয়ে বেশ সুখেই দিন কাটতেছিল মনুর। দিনটি ছিল শুক্কুরবার, পানি আনতে যাওয়ার পথে মেলেটারিরা মনুর বোনকে তুলে নিয়ে যায় স্কুলঘরে, ইচ্ছেমত নির্যাতন করে নির্মম ভাবে মেরে রেখে যায়। মেয়ের জন্যে সব ছেড়ে কাঁদতে কাঁদতে মনুর মাও তার ৪ দিন পর চলে যায় মেয়ের কাছে।।

আইজ সারাডা দিনভড় বড়বু আর মার জন্যে কলিজাটা খুব জ্বলতেছিল, কেন জানি এখন আর চোখ দিয়ে পানি বেড়ায় না!
জানো মরার খানিক আগেও মা আমাকে কাছে টেনে বড়বু-র নাম ধরে কানসিল, মার উপর না আমার খুব রাগ হয়, যেন বড়বু-ই সব ছিল তার! নাহলে মেয়ের শোকে কেঁদে কেঁদে ছেলেরে একলা রেখে, মা কি করে মরে? মরবিই যদি তবে সঙ্গে নিলি না কেন আমায়!!

সন্ধ্যায় ঝুমুদের অমবাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ঝুমুকে বলতেছিল মনু। আমি যুদ্ধে যাব, এক এক করে মারবো ঐ শুওরদের, ওরা আমার মা বোনকে কেড়ে নিছে, ওদের রক্তে আমি হলি খেলবো।।

না তুমি যাবা নাহ, কথাটা বলতে যেয়ে হাউমাউ করে কেঁদে উঠে ঝুমু ওরা তোমাকেও মেরে ফেলবে, ঐ বাড়ির কজনকে নাকি গতকাইল মারছে, আমি যাব ঝুমু, যেতে হবে আমাকে নাহলে মার আত্মা শান্তি পাবে না।।
আমি কেমন করে থাকবো তোমায় ছাড়া, কথাটা বলে মনুর হাত চেপে ধরে ঝুমু, মনু এ কথার উত্তর না দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে, আসি বলে চলে আসে.....।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পটা আরো বড় হলে সুন্দর হত এবং নায়কের শেষ পরিনতি দেখালে বেশ উপভোগ্য হত।

২| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


প্লট আছে, ভাষা ও গাঁথুনী আরো শক্ত করার চেস্টা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.