নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

পুরুষ না হয়ে মানুষ হও।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৭

মেয়েটিকে ইচ্ছেমত ধর্ষণ করে.. সেখানে ১টা কগজে টুকরোতে লিখে দিয়ে গেলো ধর্ষকের শাস্তি চাই, এমন শাস্তি চাই যেন কোনদিন আর কোন পুরুষ কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস না পায়।।

ধর্ষককে ধরতে পারলে স্তরে স্তরে কেটে ওর গায়ে লবণ মেখে রোদে শুকাতে দেওয়া উচিৎ... ধর্ষকের লিঙ্গকে ব্লেড দিয়ে কেটে খণ্ড খণ্ড করে গলায় ঝুলিয়ে দেওয়া উচিৎ!

কেউ জানলো না কে এই মহৎ ধর্ষক, তারপরদিন মেয়েটির জন্যে যখন রোজকার মতো সবাই মিলে মানববন্ধনে.. ঠিক ওখানে সে মানুষটিকেও দেখা গেলো অন্যসবার মতো করে সেও স্লোগান দিচ্ছে আর চিল্লাচ্ছে এসব আর সে সহ্যকরবে নাহ, ধর্ষকের এবার বিচার করতে হবে হবেই।।

এতক্ষণ যা বুঝাতে চেয়েছি তা হচ্ছে, আসলে ধর্ষক বলতে সমাজে আলাদা করে কেউ নেই, প্রায় প্রতিটা পুরুষই কমবেশি ধর্ষক.. শুধু সুযোগ আর সাহসের অভাবে আজ সবাই ভালো মানুষ.. এরা শরীর স্পর্ষ না করলেও চোখ দিয়ে ঠিকই প্রতিনিয়ত ধর্ষন করে যাচ্ছে।।

এই যে ধর্ষণের বিচার চেয়ে, রোজরোজ এতো মিছিল সভা, সমাবেশ হচ্ছে.. ফেসবুকে পোস্ট শেয়ার করে করে তীব্র নিন্দা জানানো হচ্ছে এই আমাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে কোন না কোন মেয়ের অতীত/ ভবিষ্যৎ ধর্ষক।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: কেউ তো ভাই মানুষ হতে চায় না। সবাই চায় ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হতে।

২| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বিচারহীন তাই অপরাধ প্রবণতার প্রধান কারণ। আমাদের দেশে প্রায় প্রতিনিয়ত ধর্ষণের মত নিকৃষ্ট ঘটনা ঘটছে কিন্তু বিচার বা শাস্তি হচ্ছে কয়জনের???

৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৩

কামরুননাহার কলি বলেছেন: আমার ও একই একই কথাটি মুখে আসে পুরুষ না হয়ে মানুষ হও।

৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১০

চোরাবালি- বলেছেন: পুরুষের মাঝ থেকে যেদিন কামুকি ভাব উঠে যাবে সেদিন মেয়েরা হবে সব থেকে নিকৃষ্ট প্রজাতি। না পারবে তারা ছেলেদের সাথে শক্তিতে না পারবে বুদ্ধিতে। একএকজন পুরুষ ৫জন নারী রাখবে তার কামলা হিসেবে।
পুরুষ তোমার চোখ নিচু রাখ, নারী তোমার শরীর ঢেকে রাখো-- ওহ এগুলি তো আবার ধর্মীয় কথা বলা যাবে না।
বক্ষ দেখিয়ে উতপ্ত করে জেরিন, আর বিপদে পরে জরিনা সখিনা।

৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানু‌ষের মা‌ঝে বি‌বেক‌বোধ থাক‌তে হ‌বে। সততা থাক‌তে হ‌বে। মানবতা থাক‌তে হ‌বে।

৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৪

খালেদা শাম্মী বলেছেন: অসাধারনভাবে এই বিষয় তুলে ধরেছেন। মানুষ হওয়াটাই বড় কথা।

৭| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন।

৮| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

নায়লা রহমান বলেছেন: আমি এটি পড়ে আবাক হলাম গুপ্তধনের লোভ দেখিয়ে মা-মেয়েকে ধর্ষণ করল‘জিনের বাদশা’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.