নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

পরনারী।

২১ শে মে, ২০১৮ সকাল ৯:২৩

আর একটু ভালোবেসে গেলে কি এমন হতো? কে বাড়ন করেছিল, যে হঠৎ করেই অমন করে ভালো বাসাবাসি থামিয়ে দিলে।

শুরু দিয়ে যেভাবে বেসে এসেছিলে, ওরকম একটু ভালো শেষে দিয়েও বেসে যেতে পাড়তে?
আটকানোর মতো তো কেউ ছিল না, তবুও ও কেন থামিয়ে দিলে, কেন চলে গেলে? ওভাবে আমায় একা করে।

জানা ছিলনা বুঝি? যে শেষের টুকুই মানুষের মনে থাকে বেশি।।
কষ্ট করে আর একটু ভালো বেসে গেলেই তো হতো,, আজ তোমার প্রতি আমার এত রাগ, এত ক্ষোভ, এত অভিযোগ, অভিমান এর কোন কিছুই থাকতো না। তোমার কথা মনে করে যুগযুগ ধরে অসহ্যনীয় কষ্ট পেতে পাড়তাম।

এখন তো মনে করে, মন খারাপ করার মতোও ওরকম কিছু আমার মনে পড়ে না, মনেও করতে পারতেছি না।
মাঝে মাঝে যাও মনে আসে কিন্তু সেগুলোতে উল্টো আরো গাঁ জ্বলে উঠে, রাগ হয়, ঘৃণা আসে, মন চায় সমস্ত শক্তিটুকু দিয়ে চিৎকার করে করে বলি আই হেইট ইউ, এমন স্লোগানে চিৎকার দিতে দিতে তোমার কানের পর্দা পাটিয়ে দেই।। এসব ইচ্ছে হয়, এতে আমার কি দোষ বলো???


যে দূরুত্বের দোহাই দিয়ে, সেদিন তুমি এতটা দূরে সরে গিয়েছ, সে আর এমন কি দূর ছিল বল?? মানুষ তো এদেশ ওদেশেও যুগ যুগ ধরে ভালোবাসে, অপেক্ষা করে, অপেক্ষা করায়।।
আর আমাদের টা তো হাতের নাগালেই ছিল।। তবুও টিকলো না, টিকাও নিয়ে বলে।।

তুমি আজ পরনারী, মানে হলে পরের নারী।। তোমার প্রতি কোন অধিকারই আজ আর আমার অবশিষ্ট নেই, যদিও অনেক আগে থেকেই নেই।।

শেষ যখন আমাদের কথা হয়েছিল তুমি আবেগের বসে বার বার আমাকে সেই পুরোনো নাম ধরে ডেকেছিলে, জানতে চেয়েছিলে তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয় কিনা??

আমি তোমাকে বলেছিলাম ভুলে যেও না তুমি এখন পরনারী, অতএব সবার সবকিছু জানতে চেয়ো নাহ। আমি খুব ভালো করেই বুঝতে পেড়েছিলাম যে তুমি তখন কাঁদতেছিলে, হয়তো এটাই বুঝাতে চেয়েছ যে তুমি অনুতপ্ত!

কিন্তু বিশ্বাস করো ওরকম কিছু শোনবার বা জানার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার সেদিন ছিলনা, হয়তো তোমাকে আরো অনেকদিন ধরে ঘৃণা করবো বলেই।।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: বিভূতিভূষণ আমার প্রিয় লেখক। আমি মুগ্ধ বিস্ময়ে পড়ি তাঁর গল্প। তিনি লেখেন না। ঈশ্বর লেখেন। কুশলপাহাড়ি গল্পটির মধ্যে বলেছেন--
'মুক্তির ধারণা বন্ধন আছে বলেই আসে। যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই, বন্ধনও নেই। '

২| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১২

শামচুল হক বলেছেন: সুন্দর লেখা

৩| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: খুব সুন্দর ভাবে আবেগ টাকে ফুটিয়ে তুলেছেন লেখায়। ভালো লাগল।

৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

কাইকর বলেছেন: খুব সুন্দর লেখা। খুব গুছানো লেখা। আমিও ছোটখাটো গল্পকার। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.