নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ডা. সাবরিনার \'বন্দিনী\'

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৫


চেম্বারে এক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে বসতেই রকমারির ডেলিভারি ম্যান হাজির। কিছু বইয়ের অর্ডার করেছিলাম। যার মধ্যে ডা. সাবরিনা হুসেন মিষ্টির 'বন্দিনী' বইটিও ছিল। ডা. সাবরিনা অপরাধী নাকি ধোয়া তুলসিপাতা সেটা বিবেচনায় না নিয়ে একজন বন্দী মানুষের অভিজ্ঞতা জানার আগ্রহে পড়ার লোভ সামলাতে পারলাম না। পড়া শেষ করে বুঝলাম জেলে যাওয়া ডা. সাবরিনার জন্য 'সাপে বর' হয়েছে। সত্যি, লেখিকার নিজের দেখা অভিজ্ঞতা এবং সাথের নারী বন্দীদের জেল-জীবনের নেপথ্য আখ্যানে  গ্রন্থটি ঋদ্ধ হয়েছে বৈচিত্র্যময় সাহিত্য রসে। তাছাড়া নারী কারা বন্দীদের নিয়ে এমন লেখা এর আগে আমার চোখে পড়ে নি। জেল জীবন নিয়ে উৎসুক পাঠক, গবেষক, নীতি নির্ধারক এবং আইন অঙ্গন সংশ্লিষ্টরা বইটি সংগ্রহ করতে পারেন। 

আর ভাইরালে অভ্যস্থদের প্রতি অনুরোধ, অন্তত লেখনি নিয়ে হুজুগে হয়ে কাউকে অবাঞ্ছিত করার আগে তা পড়ে বস্তুনিষ্ঠ সমালোচনা করা উচিত। 

বিঃদ্রঃ ডা. সাবরিনা আমার ক্লায়েন্ট নয় বরং কোনভাবে পরিচিতও নন।

-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩২

বাউন্ডেলে বলেছেন: বইটি পড়ার ইচ্ছা জাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

করুণাধারা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

এম টি উল্লাহ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

ঢাবিয়ান বলেছেন: ডাঃ সাবরিনাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় খুব ট্রল হচ্ছে। মোশতাক তিশার মত তাকেও বইমেলা থেকে বের করে দেয়ার কথা বলা হচ্ছে। তবে ডাঃ সাবরিনার একটা সাক্ষাৎকার ভাইরাল হবার তার ব্যপারে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে।

সাব্রিনা বলেছেন যে, তিনি যে অপরাধ করেছেন তার জন্য শাস্তি ভোগ করেছেন। বরং শাস্তির পরিমানও ছিল প্রাপ্য শাস্তির চাইতেও বেশি। কারন তাকে কোন ডিভিশন দেয়া হয়নি। সাধারন আসামীদের সাথে রাখা হয়েছিল। তিনি প্রশ্ন রেখেছেন এখন তিনি জেল থেকে বেরিয়ে কি স্বাভাবিক জীবন যাপন করার অধিকার রাখেন না ? তাকে কি স্বাভাবিকভাবে বাচঁতে দেয়া হবে না?

তার প্রশ্নগুলো খুব নাড়া দিয়েছে। বিদেশে এক্স অফেন্ডারদের সাথে স্বাভাবিক আচরন করার ব্যপারে জোড় দেয়া হয়। জেলে থাকার সময়টা নিয়ে তার উপন্যাসটা কেমন লিখেছেন জানি না। কেউ রিভিউ লিখলে ভাল হত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৪

আরেফিন৩৩৬ বলেছেন: একজন বন্দিনীর দেখা অভিজ্ঞতা কখনো ছাই হতে পারে না। যদি ছাইও হয় সেখানে রত্ন আছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

এম টি উল্লাহ বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: বিদেশে জেলে রাখা হয় সংশোধনের জন্য।আমাদের দেশে জেলে রাখা হয় শাস্তি দেয়ার জন্য।বিশেষ্ করে নর্ডিক দেশগুলিতে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

এম টি উল্লাহ বলেছেন: ঠিক বলেছেন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: বইটি পড়ার ইচ্ছা আছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.