নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মাদ তৌহিদুল হক

একজন ছাএ।

মোহাম্মাদ তৌহিদুল হক › বিস্তারিত পোস্টঃ

মেডিকেল নিয়ে কেন জুয়া খেলা??!!!

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫

মেডিকেল বা হসপাতাল মানবতার সেবা একটি নাম। আধুনিকের কি মূর্খের সন্তান, সবার ডাক্তার হবার ইচ্ছা। তবে গরিব মানুষের সন্তানরা মেডিকেলে পড়বে কেনও?!

যেখান এ ১০,০০০ লক্ষ টাকাই মিলছে মেডিকেল প্রশ্ন। পরিক্ষা আগের দিন বাসে করে নিয়ে যায়। রাতে ফরমালিন মুক্ত টাটকা প্রশ্ন টিয়া পাখির মতো মুখস্ত করি যে সকাল এ মেডিকেল এ ছেড়ে দিবে। টিয়া পাখি বিশেষ গননায় পরিক্ষা শেষে আপনার ভাগ্য খুলে যাবে!


আমার প্রশ্ন ঐ সব ডাক্তার মানুষ বাচাঁবে নাকি টাকার পিছনে ছুটবে দামী দামী ঔষুধ লিখে অথবা বড় বড় নীতি বাক্য উচ্চারণ করে ন্যায় নীতির প্রতীক হয়ে বই পুস্তকে স্থান করে নিবে।

আমিও কিন্তু রুটির দামে প্রশ্ন পেলে একটি অক্ষরও ছাড় দিতাম না। কিন্তু প্রশ্ন কেন আমরা হাত বড়ালেই পাব? কেন প্রশ্ন রুটি, চা, বিস্কুট দামে কিংবা লক্ষ লক্ষ টাকায় বেচা হবে আলু, পটল এর মতো? মসজিদে জুতা চোরের পাশাপাশি আমি, আপনি সবাই দোষী (জুতা ঠিক ভাবে না রাখার জন্য, না দেখার জন্য)।

আসা করি আমি, আপনি, সরকার এদিকে মনোযোগী হবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪

খেলাঘর বলেছেন:

অসৎ লোকের ছেলেমেয়েরা দীর্ঘদিন থেকে ডাক্তার হচ্ছে বাংলাদেশে; সেজন্য ইডিয়ট প্রেসিডেন্টও ডায়রিয়ার জন্য যায় সিংগাপুরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.