নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মাদ তৌহিদুল হক

একজন ছাএ।

মোহাম্মাদ তৌহিদুল হক › বিস্তারিত পোস্টঃ

Digital Bangladesh

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

চিন্তা করেন আনুমানিক 3.30pm আথবা 4.00pm এ একটি শিশু জিয়াদ বা জিয়া নামে চার বছর বয়সী ঐ শিশুটি পাইপের ভেতর পড়ে যায়।
কাহিনী ১ঃ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে গত বেশ কয়েকঘন্টা ধরে।
কাহিনী ২ঃ যারা কিনা 600 ফুট গভীর আনুমানিক 50 তলা বিলডিং এর সমান একটি জায়গার শিশুটিকে 4.00--9.00pm কোনো লাইট বা আলো জিয়াদ বা জিয়াকে না দিয়ে রশি আর বাজার এর ব্যাগ দিয়ে 4 বার আছরে ফেলে দেয়।
কাহিনী ৩ঃ তারপর পুরো বাংলাদেশ কে উদ্দার করে রাত ৯ টাই একটি লাইট বা আলো ও জুস পাঠায়। মিডিয়ার লোকজন এর সবচেয়ে ভাল ছবি তোলার চেষ্টা সাথে উওসাহি লোক জনও।
কাহিনী ৪ঃ রাত ১১টাই একজন সেচ্ছাসেবক নাম সম্ভত দুলাল সে নিজ এর জীবন বাজি রেখে নামতে চাইলে তাকে Ready করে ও নামতে দেয়া হয় নি।
কাহিনী ৫ঃ সেচ্ছাসেবকের জীবনের নিরাপওার জন্য BUET এর কায়েকোবাদ স্যার এর অধিনে Student রা দ্রুত কোনো প্রযুক্তি বানাছিলেন তাকে সাহায্য করা হল না।
কাহিনী ৬ঃ ওয়াসা BUET এর কায়েকোবাদ স্যারকে থামিয়ে দিয়ে আমাদের Tax এর টাকায় কেনা আধুনিক ক্যামেরা যেটা নাকি চাজ করা হয় নি এমনকি যার ব্যবহারও তার জানে না তা চালু করতে ১২-২টা সময় লাগে। তাও BUET এর কায়েকোবাদ স্যার এর অধিনে Student এরা চালু করে।
কাহিনী ৭ঃ সকল tv সম্প্রচার অবাহত আধুনিক ক্যামেরা যেটা নাকি চাজ নাই তা নামানো হলো। যদিও তা মাঝেমাঝে off হয়ে যাচ্ছিলো।
কাহিনী ৮ঃ পুলিশ কমিশনরের ও ওয়াসার MD উঁকিঝুকি মারল ও জনগন এর কথা বলা TV BTV জন্মদিন পালন করল বিশেষ ব্যান্ড শো দিয়ে।
কাহিনী ৯ঃ সকালে উঠে শুনি শিশু জিয়াদ বা জিয়া কে ও খানে পাও যায় নি। কেউ তার মৃত দেহ উদ্দার না করে বলছে সব মিডিয়া সৃষ্টি।
মাথা আমার তুমুল খারাপ হয়ে গেছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.