নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

বরিশালে ধর্ষনের প্রতিবাদে মৌনমিছিল......

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২





গত বছর ১৯ শে ডিসেম্বর বরিশালে প্রথম আয়োজন করা হয়েছিল,বাংলা ব্লগ দিবস। প্রথমবার হিসাবে সেই অনুস্ঠানটি বেশ সফল ছিল।

আর এইবার আয়োজন করা হলো মৌন মিছিল।এর কারন সাড়াদেশে অব্যাহত ধর্ষন এবং নারী নির্যাতনের ঘটনা সমূহ সব মানুষের বিবেককে নাড়া দিয়েছে।

কাজেই একজন মানুষ হিসাবে চুপ করে বসে থাকার কোন সুযোগ নেই।

বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী নিয়ে প্রতিটি জেলায় এবং বিভাগীয় শহরে এইসব ঘটনার বিচারের দাবীতে রাজপথে নেমে এসে প্রতিবাদ জানিয়েছে।

আমরা কেন চুপ থাকবো?

আমাকে ব্লগার আমিনুর রহমান ফোন করে অবহিত করে অন্য সব জেলা এবং বিভাগীয় শহরে "আমরা ব্লগার" এই ব্যানারে মৌন মিছিল করে।এবং বরিশালে এই মৌন মিছিল আয়োজনের কথা বলে।

তার কথা শুনে প্রথমে আমি বেশ ঘাবড়ে যাই।এর কারন বাংলা ব্লগ দিবস আয়োজন করতে গিয়ে আমার বেশ ভালো কিছু মজার ,এবং বিব্রতকর এই দুই ধরনের অভিজ্গতা হয়েছিল।

কিন্ত আমিনুর ভাই যখন আমাকে বলে এই কাজে সহায়তা করার জন্য ব্লগার একজন আরমান বরিশাল আসবে।

আমি তখন হাফ ছেড়ে বাচিঁ।

এর কারন আরমান ভাইর সাথে রুশানের মাধ্যমে পূর্বেই পরিচয় হয়েছিল।

আর এর পরেই আমি মোটামুটি নিশ্চিত হয়ে যাই,এই বার আর আমি একা নই,সাথে আছে আরমান ভাই,ব্লগার রাতুল মাহফুজ (উল্টোরথ),ব্লগার মিটুল, ব্লগার মেহেদী হাসান খান।

এবং এই মানুষ গুলো যখন আছে তখন যে ভাবেই হোক মৌ্ন মিছিল আমরা করবোই।

যদিও এই মিছিল ১০ই জানুয়ারী করার কথা ছিল,পারিনি মেহেদী জরুরী কাজে ঢাকায় গিয়েছিল।

যদিও এর আগেই আমরা কিছু সিন্ধান্ত নিয়ে রেখেছিলাম।

আর বাকীটুকু দেরী হয়েছে ব্যানারের ডিজাইন একটু দেরীতে হাতে পাওয়ায় প্রিন্ট করতে দেরী হওয়ার কারনে।

যাই হোক সবকিছুর পড়েও আজকে আমরা “আমরা ব্লগার”এর ব্যনারে মৌন মিছিল করতে পেরেছি এখন বেশ আনন্দে আছি।

এই মিছিলে যে কয়জন ব্লগার ছিলাম তাদের ধন্যবাদ দিব না,কারন ব্লগার হিসাবে এই প্রতিবাদ করা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে।

এর বাইরে আজকে যারা এই মৌন মিছিলে যোগ দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।

কিন্ত দুঃখ শুধু এই টুকু যাদের জন্য এই প্রতিবাদ তারা কেউ মিছিলে আসেনি অনেক ছাত্রীকে অনুরোধ করেছি কোন কাজ হয়নি।

এই লেখা আমি বেশী বড় করবো না কারন আমার লেখার তেমন কোন ভক্ত নেই।

আরমান ভাই বিস্তারিত বর্ননা দিয়ে পোস্ট দিবে রাতে।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায়।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাইয়ের পোস্টের অপেক্ষায় আছি।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রতীবাদ চলছে চলবে ++++++

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

নেবুলা মোর্শেদ বলেছেন: ঠিক বলেছেন প্রতিবাদ চলবেই।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

নেবুলা মোর্শেদ বলেছেন: আরমান ভাইর পোস্ট রাতেই পাবেন।একটু দেরী হতে পারে কারন আমি তাকে বিস্তারিত লিখতে বলেছি।তাই এই দেরী।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

ছোট্ট নিথী বলেছেন: ধর্ষকের ফাঁসী চাই!!! +++++

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

নেবুলা মোর্শেদ বলেছেন: একদম ঠিক কথা ওদের সাজা ওই একটাই "ফাসি"

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মুসা ভাই বলেছেন: Click This Link

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

একজন আরমান বলেছেন:
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাই। আপনি হচ্ছেন এই প্রোগ্রাম এর প্রান। স্যালুট আপনাকে।

কান্ডারী অথর্ব ভাইয়ের কথা টি সবাই কে এবার বলতে চাই-

আরে ভার্চুয়ালই কি আর ধর্ষণ হয় ধর্ষণ হয় মাঠে – ঘাটে – রাজপথে । তাই একে রুখে দিতে ভার্চুয়ালই সচেতনতা তৈরি করার পাশাপাশি রাজপথেও নামতে হবে। নতুবা ধর্ষণ একের পর এক হতেই থাকবে আর আমরা শুধু কিবোর্ড ফাটিয়ে আঙ্গুলই চুষে যাব কারন আমরা যে সুশীল সমাজভুক্ত আঙ্গুল চোষা সুশীল । আর তোমরা ধর্ষণ হতে চাইলে ধর্ষিত হও তাতে আমার কিছু যায় আসেনা !

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাদের উৎসাহ আর মনোবল বাড়াতে এই ছোট কর্মটি করেছি।

তোদের ডাক এসেছে
****************************
এসেছে ডাক এসেছে, ছুটে তোরা আয়রে সবাই
জ্বালবো আলো মোরা আধার ভাঙার চলবে লড়াই ,
গর্জে উঠরে সকল ঘুমিয়ে থাকা বাঘের ছানা ,
গুড়িয়ে দিয়ে কপাট, ধর্ষকেরই আস্তানাতে দেবো হানা ,
অট্টহাসি দিয়ে চমকে দিয়ে ঝাপিয়ে পর ,
হোসনে নড়ম হৃদয় বদলে যারে হিংস্রতারই প্রবল কঠোর ,
ভেংগে ফেল ধর্ষকেরই নোংরামির ঐ দুর্গখানা ,
ঘুমিয়ে থাকিস নারে বাংলার সব বীর যোদ্ধা বাঘের ছানা ,
ওরে ওরে পাগলা ঘোড়া, ওরে ওরে ঝড়ো হাওয়া
আজ তোর পাগলামিতে ব্যাস্ত রবি ভুলে যাবি নাওয়া খাওয়া ,
ওরে ওরে বাঘের ছানা, ওরে ওরে তরুন সেনা
উপরে ফেলবি আজই সমাজে সব আছে যতো আবর্জনা ,
দেখা তোর পাগলামি আজ, দেখা তোর বাহাদুরি ,
জুতিয়ে দেশ ছাড়া কর ধর্ষক এই আগাছাদের ফাটিয়ে ভুরি ,
হোসনে শান্ত আজি, হোসনে নম্ররে আজ ,
হিসেবটা চুল চেরা খুব চোখের জলে ভেসে যাওয়া সম্ভ্রম লাজ ।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

ইখতামিন বলেছেন: প্রতিবাদ চলছে- চলবে-
+++++++++++++++

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

নেবুলা মোর্শেদ বলেছেন: আরমান ভাই আপনারা সবাই না থাকলে আমি কিছুই করতে পারতাম না।
কারন এই ধরনের অনুস্টানে অংশগ্রহন করা এবং আয়োজন আমি এর আগে কখোন করিনি।
কাজেই আমি আপনাদের সবাইকে শতকোটি ছালাম জানাচ্ছি।

ঢাকা যাবার আগে ফোন দিয়েন কিসে যাবেন জানাবেন।

ভালো থাকুন।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

নেবুলা মোর্শেদ বলেছেন: পাইলট ভাই কেমন আছেন?

বস দারুন বিদ্রোহী কবিতা।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

হিমু নিয়েল বলেছেন: সাধুবাদ আপনাদের :)

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

নেবুলা মোর্শেদ বলেছেন: "তাই একে রুখে দিতে ভার্চুয়ালই সচেতনতা তৈরি করার পাশাপাশি রাজপথেও নামতে হবে। নতুবা ধর্ষণ একের পর এক হতেই থাকবে আর আমরা শুধু কিবোর্ড ফাটিয়ে আঙ্গুলই চুষে যাব কারন আমরা যে সুশীল সমাজভুক্ত আঙ্গুল চোষা সুশীল । আর তোমরা ধর্ষণ হতে চাইলে ধর্ষিত হও তাতে আমার কিছু যায় আসেনা !

আমি আরমান ভাইর সাথে এই বিষয়ে একমত।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ হিমু।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে। সকালে কল দিবোনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.