নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

কিছু ছবি কিছু কথা.....................

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

গতকাল বরিশাল ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে সাড়া দেশে অব্যাহত ধর্ষনের প্রতিবাদে, "আমরা ব্লগার" নামে একটি মৌন মিছিল অনুস্ঠিত হয়।

সেখান থেকে তোলা কিছু ছবি দেখি-



১। র‍্যালি শুরু করার মুহূর্তে বি এম কলেজ মসজিদের সামনে হাতে গোনা আমরা কজন।







২। র‍্যালি ধীরে ধীরে কলেজ ছাত্র সংসদ ভবনের (জিরো পয়েন্ট) সামনে এগিয়ে যাচ্ছে।ব্যানার ধরে আছেন ব্লগার মেহেদী হাসান ও ব্লগারএকজন আরমান।







৩। জিরো পয়েন্টে কলেজের কিছু ছাত্র আমাদের ব্যানার দেখে সামনে আসে।এবং ব্যানারের লেখা পড়ে,আমদের সাথে যোগ দেয়।

এবং র‍্যালি বাংলা বিভাগের সামনে দিয়ে এগিয়ে চলে।







৪।র‍্যালি কলেজ ক্যান্টিনের সামনে আসার পরে,আরো কিছু ছাত্র এর সাথে যোগ দেয়।হটাৎ করে রুশানের আম্মু এসে র‍্যালিতে যোগ দেয়।

যদিও সে বেশী সময় ছিল না।ব্লগার মেহেদী ব্লগার মিটুল বেশ কয়েকজন ছাত্রীকে র‍্যালিতে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন,কিন্তু কোন লাভ হয়নি।







৫। র‍্যালি কলেজ অডিটরিয়ামের পিছনের রাস্তা অতিক্রম করছে।







৬। র‍্যালি পর্দাথবিদ্যা বিভাগ ( শত বর্ষ ভবন) ভবনের সামনে দিয়ে অতিক্রম করছে।







৭। র‍্যালি কলেজের বাস্কেট মাঠের ( কেপি হল ) পাশ ঘুরে আবার কলেজের জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলছে।







এই ভাবে খুব সাদামাটা ভাবে র‍্যালি শেষ হয়।

যে কারনে এই র‍্যালির আয়োজন আশা করবো এই ধরনের র‍্যালি যেন আমাদের আর করতে না হয়।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

নেবুলা মোর্শেদ বলেছেন: প্রতিটি ছবি দুইবার করে এসেছে, এর কারন আমি বুঝতে পারছি না।
তাই আগেই ক্ষমা চেয়ে নিলাম।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

সিডির দোকান বলেছেন:

পোস্টের লেখায় প্রচুর বানান ভুল

তারপরও মহৎ উদ্যোগ দেখে বলতে হয়
ভালা অইছে রে....

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

আমিনুর রহমান বলেছেন: প্রতিবাদ চালিয়ে যেতে হবে .........।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

মিটুলঅনুসন্ধানি বলেছেন: এই উদ্যোগ দেখে আশাবাদী হ্ওয়া যায়। ভবিষ্যৎ অন্তত বর্তমানের মতো বিশৃংখল হবে না...

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রতিবাদ চলছে চলবে

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: জানি ওখানে অনেক স্লো নেট নিয়ে পোষ্ট করেছেন , তাই কোন অভিযোগ নাই , ধন্যবাদ জানাই।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

বাংলার হাসান বলেছেন: সিডির দোকান বলেছেন:

পোস্টের লেখায় প্রচুর বানান ভুল

তারপরও মহৎ উদ্যোগ দেখে বলতে হয়
ভালা অইছে রে...


প্রতিবাদ আর প্রতিরোধ চলুক টেকনাফ থেকে তেতুলিয়া।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

আশিক মাসুম বলেছেন: ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।



ওনেক ওনেক শুভ কামনা থাকলো। র‍্যালি সাদা-মাটা হোক, আপনাদের প্রত্যাসা পুরন হোক।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

অবোধ ফেরিওয়ালা বলেছেন: প্রতিবাদ চলতেই থাকুক...

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের ফাসি চাই

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

নেবুলা মোর্শেদ বলেছেন: আসলে সন্ধ্যার মধ্যে একটি পোস্ট দিতে হবে যার কারনে খুব দ্রুত লিখতে হয়েছে,যার ফলে অনেক বানান ভুল ছিল।
ক্ষমা সুন্ধর দৃস্টিতে দেখবেন।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

নেবুলা মোর্শেদ বলেছেন: প্রতিবাদ চলবেই।
ধন্যবাদ সবাইকে।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

নেবুলা মোর্শেদ বলেছেন: মিটুলঅনুসন্ধানি নেট স্লো তাই মেহেদীকে ছবি পাঠাতে পারিনি।
আপনি একটু কস্ট করে মেহেদীকে ফোন করে ছবি নিয়ে বলবেন।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

নীলঞ্জন বলেছেন: ভালো উদ্যোগ।+++

শুভ কামনা।

১৫| ২০ শে মে, ২০১৪ বিকাল ৩:২৫

একজন আরমান বলেছেন:
ভাই কেমন আছেন? আপনার নাম্বারটা আমার কাছে নেই।
পারলে আমাকে একটা কল বা এসএমএস দিবেন।
০১৯১৮০৫০৫৮০

১৬| ২০ শে মে, ২০১৪ রাত ৯:২৭

নেবুলা মোর্শেদ বলেছেন: ভাই কেমন আছেন? আমি ভালো আছি ? রাজনৈতিক ঝামেলায় ছিলাম৷
আপনার সাথে অনেক কথা আছে ৷
আমার নাম্বার ০১৭২৩৩৮৮৫৭১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.