নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

হাবল টেলিস্কোপের নতুন আবিস্কার।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tuhin000/07-2014/tuhin000_119999536353c3af8cc63db2.65644226_tiny.jpg



নাসার হাবল স্পেস টেলিস্কোপ দুইটি মার্জ উপবৃত্তাকার ছায়াপথ এর ভিতরে প্রায় আবৃত একটি অদ্ভুত লম্ভা মুক্তোর মত দেখতে একটি স্তম্ভের সন্ধান পেয়েছে।কোঁকড়ানো লম্ভা বস্তুটি 100,000 আলোক বর্ষ লম্মা এবং এর রং নীল।আসলে এটি একটি বিশাল তরুণ তারকা গুচ্ছ (Star cluster)।







গবেষক বলেন.আপনি সুন্দর একটি কাঠামো উপর দৄস্টি নিক্ষেপ করেছেন।এবং এটি সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারবো,তিনি আরো বলেন আমরা এই অত্যাশ্চর্য বস্তুটির খোজ পেয়ে এবং একে দেখে বিস্মিত হয়েছি।"গবেষণায় নেতা গ্রান্ট Tremblay, Garching, জার্মানিতে ইউরোপীয় সাউদার্ন মানমন্দির, এক বিবৃতিতে বলেন।







বলেন।আমরা দীর্ঘ ঘটনাটি 'এই রকম একটি বিশাল তারকা গুচ্ছ বিন্যাস দৈত্যকার মার্জ উপবৃত্তাকার ছায়াপথের ভিতরের অবস্থানে দেখেছি যা এর আগে কখনো দেখেছি কিনা ঠিক বলতে পারবো না।এর কারন এই বস্তুটি আছে উপবৃত্তাকার ছায়াপথের বাহুর প্রান্তভাগে,এবং ছায়াপথের প্রচন্ড ম্যাধ্যাকর্ষন শক্তির এলকার মধ্যে।দুইটি ছায়াপথের মধ্যে থাকা এই তারা গুচ্ছটি J1531 +3414 নামে পরিচিত,এবং এই ছায়াপথ দুটি 330,000 আলোকবর্ষ চওড়া।







চওড়া।গবেষক বলেন,(তুলনা করার জন্য, আমাদের নিজস্ব আকাশগঙ্গা কেন্দ্রের কথা বলছি এটি 100,000 আলোকবর্ষ চওড়া।এই তরুন নীল বড় ক্লাস্টার নির্মাণের ফলে তারা গঠনের সময় একটি তীব্র বিস্ফোরনের ঝলকের সৄস্টি হয়েছিল।এবং এটি হয়েছিল তারকা গঠনের সময় নিউক্লিয়ার বিস্ফোরনের ফলে। এই তারকা বিরচন গ্যাসের জন্য উৎপত্তি হোক না কেন, এর ফলে "Tremblay বলেন." এটা খুব উত্তেজনাপূর্ণ. আপনি/আমি এই জন্য একটি জাগতিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না । এর জন্য আরো গবেষনার প্রয়োজন।







হাবলের নতুন হাবল ফটোতে দেখা যায় উজ্জ্বল নীল ক্লাস্টার এর শক্তিশালী মাধ্যাকর্ষনের কারনে যে আলোর সৄস্টি হয় তা দূরবর্তী ছায়াপথ পর্যন্ত ছড়িয়ে পড়ে।







ছবি নাসাঃ

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: সুন্দর তো , কি জিনিস এইটা?

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

নেবুলা মোর্শেদ বলেছেন: এইটাকে বলে তারকা গুচ্ছ স্টার ক্লাস্টার।

২| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

আমি নী বলেছেন: এমন লেখা আরও চাই।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৪

নেবুলা মোর্শেদ বলেছেন: আশা করি সামনে আরো পাবেন।

৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:২১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো আইডিওলজি...
সামুতে আজকাল আইটি তথা টেক রিলেটেড ইনফরমেটিভ পোস্ট খুবই কম দেখি... /:)

৪| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ ভাই আমি মহাকাশ বিষয়ের উপর ছাড়া অন্য কিছু তেমন লিখতে পারি না।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪১

জাফরুল মবীন বলেছেন: নতুন একটা জিনিস জানলাম।মহাবিশ্বের ব্যাপারে বিশেষতঃ তারকারাজির ব্যাপারে আমার আগ্রহ অনেক কিন্তু জানার চেষ্টাটা অনেক কম।আপনার পোষ্টগুলো এ ব্যাপারে বেশ তথ্য দিবে আশা করি।অনেক ধন্যবাদ আপনাকে।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০২

নেবুলা মোর্শেদ বলেছেন: মহাবিশ্বের ব্যাপারে জানতে আগ্রহী একজনকে পেলাম,সেই জন্য আপনাকে ধন্যবাদ।আশাকরি সামনে এই রকম পোস্ট আরো পাবেন।কারন আমি একজন সৌখিন আকাশ পর্যবেক্ষক,এই বিষয় ছাড়া আমি অন্য কিছুর উপর লিখতে পারিনা,এটা অক্ষমতা।

৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২১

saamok বলেছেন: আল্লাহহুআকবার, ছায়াপথ দুটি 330,000 আলোকবর্ষ চওড়া। কি বিশাল স্পেস আল্লাহ সৃষ্টি করেছেন।
আল্লাহ্ কে আমরা দেখিনা কিন্তু তার উপস্থিতি বোঝার জন্যই এই নিদর্শন।

ধন্যবাদ

৭| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৪

নেবুলা মোর্শেদ বলেছেন: "কিন্তু তার উপস্থিতি বোঝার জন্যই এই নিদর্শন। "অবশ্যই এই সব কিছু তার সৃষ্টি।আমরা প্রতিনিয়ত তার নেয়ামতের উপর বেচে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.