নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

রাশিচক্রের আলো।

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫





ভূ-অভ্যন্তর ঘুরে এলাম।আসুন এবার অন্যরকম কিছু জানার চেস্টা করি।সূর্যের অভিমুখে সৌরজগতের সমতলে ছড়িয়ে আছে অজস্র আঃন্ত-গ্রহ ধূলিকনা আর পৄথক পৄথক অনু পরমানু।এগুলো খুবই ছোট,এক এক সেন্টিমিটারের লক্ষ ভাগের এক ভাগের চেয়েও ছোট।







সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের আগে একদম অন্ধকার স্থান থেকে দিগন্তের আকাশের দিকে তাকালে দেখতে পাবেন একটু ভিন্ন ধরনের আলো,যা পৄথিবী পৄস্ট থেকে উৎক্ষিপ্ত কোন আলো নয়।একে বলে জ্যোডিয়াক্যাল লাইট (zodiacal light) বা রাশিচক্রের আলো।











আঃন্তধূলিকনা আর পৄথক পৄথক অনু পরমানুর পরমানুর উপর সূর্যালোক প্রতিফলিত হয়ে সৄস্টি হয়,এই স্নিগ্ধ ঝাপসা আলো।এ আলো রাশিচক্রের পথ ধরে সূর্যাস্তের এক ঘন্টা পর থেকে দেখা যেতে শুরু করে; সূর্যাস্তারে দেড় ঘন্টা পরে সবচেয়ে ভালো ভাবে দেখা যায়।এই আলো দিগন্তের পিছন থেকে লম্ভভাবে উঠতে থাকে ওপরের দিকে।







আর সূর্যাস্তের দুই থেকে আড়াই ঘন্টা পড়ে এই আলো আর দেখা যায় না।শহরের কাছাকাছি থেকে এই আলো দেখা যায় না।দেখতে হলে যেতে হবে শহর থেকে দূরে যেখানে আলো দুষন নেই,নির্জন কোন পল্লীর খোলা প্রান্তরে,চাঁদহীন অন্ধকার রাতে।











যারা দেখেনি কোন এক অবসরে চলে যান শহরের যান্ত্রিক জীবন ছেড়ে দূরে কিছু সময়ের জন্য।দেখে আসুন আমি এইটুকু বলতে পারি যদি দেখতে পারেন,এত সন্দুর দৄশ্য আর কোথাও দেখতে পাবেন না।দেখুন এর কিছু ছবি দিলাম।













বিঃদ্রঃ যদি কেউ এর ছবি তুলতে চান তবে এই সাইটে প্রবেশ করুন-

Click This Link



ছবি নাসা-

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক কিছুই জানলাম , ছবিগুলো সুন্দর !

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

নেবুলা মোর্শেদ বলেছেন: আসলেই ভাই জানার কোন শেষ নেই।ধন্যবাদ ভালো থাকুন সবসময়।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার পোস্ট ৷

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.