নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

চঁন্দ্রাবর্ত।

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬





চাঁদ পশ্চিম থেকে পুবে পৄথিবীকে প্রদক্ষিন করে 27.32 দিনে।এ-সময়টিকে বলা হয় নাক্ষত্রিক কাল(সিডেরিয়েল পিরিয়ড)।চাদ খুব দ্রুত বেগে আকাশে চলাচল করে 24 ঘন্টায় চাঁদ এগিয়ে চলে 13 ডিগ্রী;তার আপাত ব্যাসের থেকে প্রায় 26 গূণ।তারার পটভূমির সাথে যদি দেখি চাদের অবস্থান তাহলে দেখতে পাই চাঁদ 1 ঘন্টায় চলে তার ব্যাসের 0.5 ডিগ্রী থেকে কিছুটা বেশী,তাই চাঁদ কখনো সূর্যপথ থেকে 5 ডিগ্রীর বেশী সরে যায় না।











চাঁদের সবটুকু আমরা দেখতে পাই না,শুধু যে অংশের উপর সূর্যের আলো পড়ে আর তার যতটুকু পৄথিবী থেকে দেখা যায়,ততোটুকুই আমরা দেখতে পাই।চাদ আকাশ পথে চলতে থাকে আর চাদের যে-পিঠ পৄথিবীর দিকে তার বিভিন্ন এলাকার উপর পড়তে থাকে সূর্যের আলো তাই আমরা দেখি চাদের বিভিন্ন কলা।চাঁদের অমাবস্যা থেকেই শুরু করতে পারি চাঁদ বর্ননা।চাঁদ ঘুরতে ঘুরতে যখন মোটামুটি ভাবে সূর্য ও পৄথিবীর মাঝখানে থাকে,তখন চাঁদের যে-পিঠটি থাকে আমাদের দিকে,তার উপর কোন আলো পড়ে না।







এ পিঠ থাকে অন্ধকার,তাই আমরা চাঁদ দেখতে পাই না।চাঁদের অপর পিঠে আলো পড়ে,কিন্তু তা অত্যন্ত প্রখরভাবে,কেননা চাঁদ তখন সূর্যের খুব কাছে থাকে।ওই আলোতে হারিয়ে যায় চাঁদ ।চাঁদ এই অদৄশ্য অবস্থাকে বলা হয় অমাবস্যা;এ দিনের চাঁদকেই বলা হয় নতুন চাদ।নতুন চাঁদ দেখা যায় না,এরপর দিন দুয়েক চাঁদকে দেখা যায় না।এই সময়ে চাঁদ সরে যেতে থাকে সুর্যের কাছ থেকে পশ্মিম দিগন্তে,এবং দেখা দেয় দিন দুয়েক পর।











এ সময়ে চাঁদের একটি আলোকিত বাঁকা অংশ দেখতে পাই আমরা।তবে সূর্যের আলো শুধু ওটুকুর ওপরেই পড়ে না,পড়ে অর্ধেকের ওপর;কিন্তু পৄথিবী থেকে আমরা একটু বাঁকা আলো দেখি,একে বলে (ক্রিসেন্ট মুন)।এ সময়ে চাঁদ আকাশে উঠে অল্প পরেই অস্ত যায়।এ সময়ে চাঁদের শিং দুটিকে দেখা যায় উপরমুখি হয়ে থাকতে দেখা যায়।এরপর প্রতি রাতে বাড়তে থাকে চাঁদ বাড়তে থাকে চাঁদের কলা,পৄথিবী প্লাবিত হয়ে যেতে থাকে চাঁদে্র আলোতে।







চাঁদ তখন ক্রমশ যেতে থাকে আকাশের পূর্ব দিকে;এবং সাত দিন পর আকাশে দেখা যায় অর্ধেক আলোকিত চাদ।এ সময়ে দিনের বেলা ও সূর্যাস্তের আগে চাঁদ দেখা যায় আকাশে।রারে রাতে বেড়ে বেড়ে চাঁদ পূর্ব দিকে সরে যেতে থাকে,সূর্য থেকে এবং দু-সপ্তাহ পর চাঁদ চলে যায় সূর্যের বিপরীত দিকে।তখন সূর্যের আলোতে চাঁদের যে-অর্ধেক আলোকিত হয়,আমরা তা পৄথিবী থেকে দেখতে পাই,এবং মনে হয় সমস্ত চাঁদ আলোকিত হয়ে আছে।একে বলে হয় পূর্নিমা।পূর্নিমায় চাঁদ হয়ে উঠে একটি আলোর বৄত্তের মত,এবং উঠে সন্ধ্যার আগে।চাঁদ উঠা থেকে পূর্নিমা পর্যন্ত সময়টিকে আমরা শুক্লপক্ষ,পূর্নিমার পর চাঁদ উঠতে থাকে সন্ধ্যার পর,শুরু হয় চাঁদের কৄষ্ণপক্ষ,রাতে রাতে কমতে থাকে চাঁদের কলা।











এ-পক্ষে চাঁদ দেখা যায় সূর্যদয়ের আগে,পূর্ব দিকে যখন সূর্য উঠতে থাকে।পুর্ন চাঁদ ডুবতে থাকে পশ্মিম দিকে।এ-সময়ে চাঁদ সূর্যের থেকে পূর্ব দিকে এগোতে এগোতে সূর্যের কাছে আসতে থাকে।হ্রাস পেতে থাকে তার আলোর আকার।







চলবে.........................

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


চলুক সাথেই আছি।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই,ভালো থাকুন সবসময় এই কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.