নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

রক্ত কেন লাল হয়?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০





ছোট বেলায় শুনেছি টিকটিকির রক্ত নাকি সাদা,আমি কখনো পরীক্ষা করে দেখেনি।যাই মানূষ এবং অন্য প্রানীদের রক্ত কেন লাল হয়,আসুন জানার চেস্টা করি।আমাদের শরীরের মধ্যে প্রতিটি ধমনী,শিরা ও রক্ত জালিকার মধ্যে দিয়ে সারাক্ষন যে রক্ত প্রবাহিত হয়, তার 45%কোষ ও বাকী 55% রক্তরস (Plasma)।







এই রক্তরস তিন রকমের হয়-লোহিত রক্ত কনিকা (Red blood corpuscle) শেত রক্ত কনিকা (Wbc corpuscle) ও অনুচক্রিকা (Platelets)।











লোহিত রক্ত কনিকার চেহারা হয় চাকতির মত ও দ্দি-অবতল (Biconcave)।কিন্তু এই কোষের মধ্যে অন্যান্য জীবিত কোষের মতো কোন নিউক্লিয়াস (Nucleus) থাকে না।তার বদলে থাকে হিমোগ্লোবিন (Haemoglobin),প্রতিটি হিমোগ্লোবিন অনু তৈরী হয় হিম ও গোবিন নামক প্রোটিন দিয়ে।হিম এর মধ্যে থাকে একটি লোহার আয়ন যা আবদ্দ থাকে এক জটিল অজৈব পদার্থের মধ্যে।এই লোহার আয়ন ফুসফুস থেকে অক্সিজেন অনু ধরে নিয়ে জীবন্ত কোষগুলিতে পৌছে দেয়।







এই হিমের সাথে বাতাসের অক্সিজেন যুক্ত হয়ে অক্সি-হিমোগোবিন নামক একটি যৌগ গঠন করে।আর এই অক্সিহিমোগোবিনের রং লাল।তাই রক্তের রং লাল দেখায়।একটি লোহিত রক্ত কনিকার আয়ু মাত্র 120 দিন।







এই হিসেবে দেখা গেছে প্রতি সেকেন্ডে 30 লক্ষ লোহিত কনিকার মৄত্যু হয়,কিন্তু আবার সমসংখক লোহিত কনিকা সৄস্টি হয়,হাড়ের লাল মজ্জা থেকে।কোন কারনে রক্তে লোহিত কনিকার সংখ্যা কমে গেলে রক্তের রং ফ্যাকাসে হয়,এবং রক্ত সল্পতা (Anaemia) জাতীয় রোগের সৄস্টি হয়।



ছবি গুগল।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: তথ্য সমৃদ্ধ

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো তথ্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন সর্বদা।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার +++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

নেবুলা মোর্শেদ বলেছেন: ভাই কেমন আছেন? দেখা হবে খুব জলদি।ভালো থাকবেন।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪২

কলমের কালি শেষ বলেছেন: অজানাকে জানার মত তথ্য । পড়ে ভালো লাগলো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

নেবুলা মোর্শেদ বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ৷

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: জেনে ভালো লাগলো

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

নেবুলা মোর্শেদ বলেছেন: ভালো থাকুন এই কামনায়।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩২

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: জানলাম। ভাল লাগলো। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.