নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাতে বার্ষিক কালপুরুষ মন্ডলের উল্কা বৃস্টি।প্রতি বছর পৃথিবীর কক্ষপথে হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পৃথিবী যখন তার কক্ষপথ প্রদক্ষিনের সময়,এর ভিতর দিয়ে যায় তখন এই উল্কা বৃস্টির সৃস্টি হয়।এবং প্রতি বছরের /২০/২১ অক্টোবর এটা দেখা যায়।
এখানে বলা হয়েছে বৃস্টি,আসলে সেই রকম কোন কিছু আমি আজ পর্যন্ত দেখি নাই।তবে এটা ঠিক আপনি সাধারন অবস্থায় রাতের চাঁদহীন অন্ধকারে যে কয়টি উল্কা দেখতে পাবেন,আজ তার থেকে কিছু বেশী দেখতে পাবেন।এই ধরুন প্রতি ঘন্টায় ১০/১৫ টি আর একদম আলো দুষনহীন স্থান থেকে এর থেকে কিছু বেশী দেখতে পাবেন।
সব্বোর্চ উল্কা পাতের সময় ঘন্টায় ২০ টি হলুদ সবুজ রংয়ের উল্কা দেখা যায়, এগুলো আকারে বেশ বড়।এবং ৪১.৬ মাইল প্রতি সেকেন্ডে এক একটি উল্কা বায়ু মন্ডল ভেদ করে। এর বিকিরন কেন্দ্র অরিয়ন মন্ডলের লাল দানব তারা বেটেলগয়েসের (Betelgeuse) পাশে।
আপনি আজ রাত ১১ টার পরে পূর্ব আকাশের দিকে তাকান এবং কালপুরুষ মন্ডলের দিকে তাকিয়ে থাকুন তাহলেই দেখতে পাবেন।আর যারা ছবি তুলতে চান তারা এই ভিডিও অনুসরন করুন।অতএব তৈরী হয়ে যান।
২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৬
প্রবাসী পাঠক বলেছেন: সময় করে ভিডিও গুলো দেখব।
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: জানলাম ! আপডেট জানাইয়েন । শুভেচ্ছা
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: পার হয়ে গেলাম । পোষ্টটি আগে পড়লে দেখতে পারতাম ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
নেবুলা মোর্শেদ বলেছেন: সবাই কে ধন্যবাদ।
৬| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
নেবুলা মোর্শেদ বলেছেন: আর কোন আপডেট নেই।কারন আমি প্রথম ঘন্টায় ৮ টি উল্কা গননা করেছি,এর পড়েই আকাশে মেঘ চলে আসে আর দেখতে বা ছবি তুলতে পারিনি।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: দারুন......
দেখার চেষ্টা করব অবশ্যই!!