নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

সব থেকে বড় সৌর কলঙ্ক।

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২



1947 সালের পরে সব থেকে বড় সৌর কলঙ্কটি এই মূর্হতে পৃথিবীর দিকে মুখ করে অবস্থান করছে।বর্তমান সৌর চক্রের সবচেয়ে বড়সৌর কলঙ্ক।এটা এতটাই বড় যে সৌর পরিবারের সবথেকে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে এটি 200,000 কিঃমিঃ এলাকা জুড়ে আছে।



আছে।এই ধরনের সৌর কলঙ্ক প্রতি 10/11 বছর পরে দেখা যায়।এবং এই ধরনের কলঙ্ক একা অবস্থান করে।জ্যোতির্বিদ সান আন্তোনিও তিনটি বড় সৌরকলঙ্ক ফটোশপ ব্যবহার করে এই ইমেজ তৈরি করেছেন।



এই ধরনের সৌর কলঙ্ক থেকে যে বিকিরণ ঝড় হয় তাতে সমস্ত পৃথিবী ব্যাপী সব ধরনের যোগাযোগ ব্যাবস্থা (বেতার,উপগ্রহ)বন্ধ হয়ে যেতে পারে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়ানক!!!!

আল্লাহ আমাদের রক্ষা করুন-!

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৫

নেবুলা মোর্শেদ বলেছেন: চিন্তা নাই আমাদের কিছুই হবে না।কারন আল্লাহতালা এই কারনে পৃথিবীকে বিশাল এক চৌম্ভক দিয়ে দিয়েছে।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

বাড্ডা ঢাকা বলেছেন: মহান আল্লাহু সব জানে

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

নেবুলা মোর্শেদ বলেছেন: একদম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.