নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খ্যাপাটে , দেশকে নিয়ে স্বপ্নবাজ , উচ্চতা ভীতি এবং নারী ভীতি রয়েছে ।

জাবের তুহিন

নামেই আমার পরিচয়

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়া ঘুম

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

রাতের ঘুমের স্বপ্নগুলো ভয়ংকর হয় । নিস্তব্ধতার সাথে সন্ধি করে একেবারে ভিতরটাকে কুঁকড়ে ফেলে ।
ভয়ংকর এক স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলো । সারা শরীর বেয়ে লাল পিঁপড়ে উঠছে । আমার প্রতি তাদের আক্রোশের কারণ কিছুতেই খুঁজে পেলাম না । হাত দিয়ে সেগুলোকে সরাতেও পারি নি । পুরো শরীর প্রায় মৃত ছিল , শুধু পিঁপড়েদের পায়ের শব্দ কানে শুনতে পাচ্ছিলাম । প্রশিক্ষণপ্রাপ্ত দল ছিল , তালে তাল মিলিয়ে এগিয়ে আসছিল । নাক , মুখ দিয়ে যখন শরীরের ভিতরে ঢুকা শুরু করল তখন দম বন্ধ হয়ে আসলো আর ঘুম ভেঙ্গে গেলো । ভয়ে পুরো গলা শুকিয়ে কাঠ। পুরো শক্তি দিয়ে দম নেয়ার চেষ্টা করতে থাকলাম । দম নিতে নিতে ক্লান্ত হয়ে পড়লাম । ক্লান্ত হয়ে যখন ঘুমিয়া পড়লাম আবার একই স্বপ্ন ঘুম ভেঙ্গে গেলো ।
আর ঘুমানো যাবে না রাতে ভেবে বাতি জ্বালালাম । পুরো রুমের মেঝেতে লাল পিঁপড়ে ভিড় করে আছে । মনে পড়লো , ওষূধ দেয়া হয়েছিল রাতে ।
কিছুক্ষণের মধ্যেই সব উলটে থাকা পিঁপড়েগুলো নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করলো । কাউকে যে ডাক দিবো সেই অবস্থা আর নেই ।
কিছুদিন যাবত কারেন্ট বেশ ঝামেলা করছিল তাই রুমে হারিকেন ছিল , ম্যাচ বক্স আর এক বোতল কেরোসিন ।
পিঁপড়েদের জ্বালিয়ে দিবো , নির্মূল করে দিবো একেবারে । পুরো রুমে কেরোসিন ঢেলে দিলাম । আমার গাঁ বেয়েও ওঠা শুরু করেছে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে । গাঁয়েও মেখে নিলাম কেরোসিন ।
They took me with them , they took me with them .

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

অনর্থদর্শী বলেছেন: এ যে ভয়ঙ্কর কান্ড!! বাপরে বাপ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



লিখুন আরো বেশী করে।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০১

জাবের তুহিন বলেছেন: লিখি আরো অনেক আগে থেকেই , তবে আগের নিকের সত্ত্ব হারিয়েছি পাসওয়ার্ড পরিবর্তনের নামে ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরো গুছানো হতে পারত।

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৩

জাবের তুহিন বলেছেন: আইডিয়াটা ছিল , গুছিয়ে লিখার মতো উপাদান ছিল না । দেরি হলে আর লিখা হয় না । এই জন্য ঝটপট লিখে ফেলা । না লিখার চেয়ে কিছু লিখে চল রাখা ভালো ।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

মেহেদী রবিন বলেছেন: লেখায় অস্থিরতার আভাষ পাওয়া যায়

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬

জাবের তুহিন বলেছেন: অস্থিরতাই চরম ধর্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.