নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খ্যাপাটে , দেশকে নিয়ে স্বপ্নবাজ , উচ্চতা ভীতি এবং নারী ভীতি রয়েছে ।

জাবের তুহিন

নামেই আমার পরিচয়

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

খেয়াল খুশি [গল্প]

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৪

রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আনারস কাটা দেখা যায় । কি সুন্দর করে খোসা ছিলতে থাকে , আবার সাবধান হয়ে দেখে কোন চোখ অবশিষ্ট আছে কি না । চোখ থাকলে নাকি গলায় চুলকাবে । কিছু কিছু মানুষের চোখও উপড়ে ফেলা দরকার । একেবারে হৃদয়ে যেয়ে বিধে থাকে , কিছুতেই সরানো যায় না । তখন হৃদয়ই সরিয়ে ফেলতে হয় , বড্ড বেয়ারা কিছু চোখ ।
বাসায় ফিরলাম চেম্বার থেকে , তখন রাত প্রায় ১০ টার মতো বাজে । আজকে ঘরের দরজা আর লাগালাম না । খোলাই থাক , বাহিরে বেশ বাতাস বইছে । কলের পানিটা বেশ ঠান্ডা , শুধু ঠান্ডা না সাথে একটা শান্তি আছে ।
গোছল শেষে ঘরে ঢুকে ডাবল বেডের খাটে সটান হয়ে শুয়ে পড়লাম । ঘরের ছাদে লাগানো প্লাস্টিকের চাঁদ,তারা গুলো দেখেই পুরানো কথা মনে পড়ে গেলো । কেউ একজন এইগুলো গুনতে গুনতে ঘুমিয়ে পড়তো , বুকের বাঁ পাশে ।
বিছানা থেকে উঠে ব্যাগটা নিয়ে এলাম । ব্যাগ থেকে - এনেস্থেসিয়ার বোতল , একটা সিরিঞ্জ আর বটোলিনিয়াম বিষের বোতল ।
সিরিঞ্জ ভর্তি করে নিলাম এনেস্থেসিয়ার তরল পানীয়তে , বিষের বোতল খুলে মুখের কাছে রাখলাম ।
সিরিঞ্জটা কোমড়ের কাছে গেঁথে দিয়ে দ্রুত বিষটা পান করে ফেললাম ।
কষ্ট হবে না , কোন কষ্ট হবে না - নিজেকে স্বান্তনা দিতে লাগলাম ।
রবীন্দ্র সঙ্গীত শুনছে পাশের বাসার অরু -
" ও যে মানে না মানা।
আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।'
যত বলি 'নাই রাতি-- মলিন হয়েছে বাতি'
মুখপানে চেয়ে বলে, 'না, না, না।'......"
কাল- বৈশাখির বাতাস ছেড়েছে , ঘরে ধূলো ঢুকছে , আজ শশী নেই দরজা জানলা খোলা থাকবে । ঘরে মোমবাতি নেই , কারেন্ট গেলে কুচকুচে অন্ধকার হয়ে থাকবে ঘরগুলো

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: হঠাৎ বিষ খেয়ে নিল?
বেশি হয়ে গেল না, পাগলাটে প্রাধানমন্ত্রী?

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৩

জাবের তুহিন বলেছেন: কম বেশির কিছুই নাই । জীবন নেয়াটা মুখ্য ।
আগের কাহিনী টানতে পারলে হয়তো বুঝতে সুবিধা হইতো কিন্তু এইখানে আত্মহত্যার ধরনটাতে ফোকাস করতে চাচ্ছিলাম । কষ্টহীন এক প্রক্রিয়া যদিও একটু এক্সপেন্সিভ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.