নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m learning a lot about myself being alone, and doing what I\'m doing.

তুষার দেবনাথ

আমি নিজেই জানিনা, আমি আসলে কি।

তুষার দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

অবিবাহিত না বিবাহিত???

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

পড়াশুনার পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয়াঙ্গন পেড়িয়ে নক্ষত্রবেগে ধাবিত হচ্ছি ক্যারিয়ার নামক গন্ডির ভিতরে। অসহ্য রকমের কষ্ট আর স্বাধীনতা হারানোর বেদনায় মুষড়ে পড়ার অভিপ্রায়।



বিবাহিত এবং ক্যারিয়ারবাসীর কাছে জিজ্ঞাসা, এহেন তথাকথিত পরাধীন লাইফে শান্তি পাব কোথায়? :((:((:((

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

লেখোয়াড় বলেছেন:
পরাধিনতা আসলেই যন্ত্রণার।

মন যা চায় তাই করুন।

যদি চাকরি না করলে চলে তবে ছেড়ে দেন। যদি পরিবারের দায়িত্ব না থাকে।
আবার যখন চাকরি করতে ইচ্ছে করবে তখন চাকরি খুঁজে নিবেন।

আর পারলে আমাদের সাথে যোগ দিতে পারেন।
অনেক শান্তি পাবেন।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

তুষার দেবনাথ বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই।

এতদিন মন যা চাই, তাইইই করেছি। ইচ্ছা মত করেছি। এজন্যই মুষড়ে পড়ার অভিপ্রায়।

পরিবারের দায়িত্ব আছে অনেক। এক পোলা তো। :(

আপনাদের সাথে যোগ দেওয়ার জন্যই এসেছি। শান্তি পাওয়ার আশায়। দোয়া করবেন ভাই।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাল একটা চাকরি যোগাড় করে আর দশজনকে চাকরি পেতে সহযোগিতা করেন, ভাল লাগবে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

তুষার দেবনাথ বলেছেন: ধন্যবাদ শরীফ মাহমুদ ভূঁইয়া ভাই।

অবশ্যই চেষ্টা করব।

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

bakta বলেছেন:








শুনেছি শান্তি যমুনার পাড়ে
সাগরের তলদেশে,
আবার শুনেছি শান্তি রয়েছে
নীল আকাশের শেষে ।

আবার শুনেছি হাটে বাজারে
বেসাতিও হয় লাখে,
সেথায় মেলে শান্তি কলস
বেজায় যে দাম হাঁকে ।

কেউ বা বলে শান্তি শশ্মানে
সেথা পেতে পারো দেখা,
এমন শান্তি চাইলে পাবেই
উঁহু, সেখানে পাবে হে ছ্যাঁকা।

আমিও খুঁজছি কোথায় শান্তি
দেখি কার বাড়ীতে আছে,
শান্তি কি ভাই আম পেয়ারা
যে ধরবে বাগান গাছে ?

মনের জন্য খুঁজি শান্তি
ঘরের জন্যও খুঁজি,
শান্তি খুঁজতে খতম হল
আমার জমানো পুঁজি।

বেকার ভাইয়ের মনের শান্তি
চাকরিতে নাকি আসে,
বিবাহিতে শান্তি তখনই আসে
বউ যদি ভালো বাসে।

ছেলে যদি হয় বদ ঘেনঘেনে
মেয়ে হলে সব মাটি,
কলহের জেরে যাই সব ছেড়ে
জমি জমা বসত বাটি।

স্বর্গেও নাই নরকেও নাই
শান্তি যে ডুমুর ফুল,
নাই ধ্যানে নাই ত্যাগে শান্তি
সব মিছে সব গুল ।

তাবিজ মাদুলি জলপোড়াতে
পায় নাকি লোকে শান্তি,
শান্তির খোঁজে চোখটি বুজে
নেমে আসে ধেয়ে ক্লান্তি।

আসলে শান্তি মনের ফসল
মনকে করিলে আবাদ,
ধনকে রাখিলে জনের ঘরে
শান্তি ভাগাবে বিবাদ ।

চরম শান্তি পরম শান্তি
ওম শান্তি ওম,
শান্তি চাইলে শান্ত হো জাও
কভি খুশি কভি গম ।





৬| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

তুষার দেবনাথ বলেছেন: ভালো লিখেছেন bakta ভাই।

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

bakta বলেছেন:

শুধু ভালো লিখলাম .....কিছু বুঝলেন না ভাই ওখান থেকে ? হায় রাম !

৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২২

তুষার দেবনাথ বলেছেন: বুঝলাম।শান্তি আসলে কোথাও নায়। শান্তির মা মরে গেছে। ভালো কিছু আছে বলেই ভালো লিখেছেন বললাম।
bakta ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.