নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m learning a lot about myself being alone, and doing what I\'m doing.

তুষার দেবনাথ

আমি নিজেই জানিনা, আমি আসলে কি।

তুষার দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

বীরাঙ্গণা

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

বীরাঙ্গণা,
তুই বিবস্ত্র হয়েছিলি কেন বল!
তুই সীতা ন'স যে,
অনল ছুঁয়ে অহর্নিশি করে দিবি জল।

ওরা আঙ্গুল তুলে নক্ষত্রপানে
মুক্তিযুদ্ধের কথা কয়।
তব ঘৃণা কেন তবে তোর সহায়,
কেন অসহায় তোরা; অস্পৃশ্যতায়।

ওরা শুচিবায়, হিন্দু-মুসলমান।
ওরা মূর্খ, অশালীন শুধু নয়,
ওরাও তাহলে জারজ, নরকের কীট।
ভীষণ দুর্গন্ধময়।

তুই দেশমাতা, তুইই বঙ্গমাতা।
প্রণাম সবিনয়।
তোর জন্যই এই ভাষা, এই দেশ
ভাসছে স্বাধীনতায়।

আমি ঘৃণ্য, আমি জানোয়ার।
আমি ওই রাম,
সতী জেনেও প্রশ্ন তুলি; অগ্নিপরীক্ষায়।
আমি জারজ আজ, শুধু তোর অবমাননায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কল্লোল পথিক বলেছেন: অসাধারন

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

তুষার দেবনাথ বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

রুদ্র জাহেদ বলেছেন: তুই দেশমাতা, তুইই বঙ্গমাতা।
প্রণাম সবিনয়।
তোর জন্যই এই ভাষা, এই দেশ
ভাসছে স্বাধীনতায়।

সঠিক বলেছেন

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

বাতায়ন এ আমরা কজন বলেছেন: লেখাতে বিনম্র শ্রদ্ধা রেখে গেলাম।

অস্তিত্বহীনতার মাঝে দাঁড়িয়ে অস্তিত্বের কথা বলা,
বিবেকহীন হয়ে বিবেকবান হবার উপদেশ দান, বড়ই অযৌক্তিক।
অসত্যে যাদের নিত্ত আবাস, তাদের সত্য কথন, আমাদের অসহায়ত্ব।
মিথ্যাকে আকড়ে ধরে কি সত্যের ঝান্ডা ওড়ানো চলে?
আজও ঘরে ঘরে বীরাঙ্গণা, দেশ নাকি স্বাধীণ,
পাকিরা নাকি ফিরে গেছে সেই একাত্তুরে
কারা তবে আজও নিয়ত বস্ত্র হরন করে?

আর কবে পাব মোরা স্বাধীণতার স্বাদ ?
আর কত সইব মোরা ভ্রান্ত অবসাদ ?
নাকি ভেজাল খাওয়া আমরা, স্বাধীণতার স্বাদ অন্বেষনে পরাধীণ ?

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

তুষার দেবনাথ বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.