নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আপনার কোরবানীর গরু খুঁজে নিন, পর্ব-৩

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪৬

ছবি গুলো সিরিয়াসলি নেবার দরকার নেই! ইজি এবং কুল! :D

এবারের কোরবানীর ঈদে গরুর দাম তেমন একটা বেশি ছিল না বলে জানা যায়। তবে যারা ঈদের একদিন আগে গরু কিনেছেন তারাই শুধু দাম বেশী দিয়েছেন। এর আগে পরে দাম কমই ছিল বলে জেনেছি। এবারের ঈদের জন্য ঢাকায় আনা অনেক গরু ফেরত গিয়েছেও!

আমি নিজে একবার গরুর হাটে গিয়েছি এবং গরু কেনায় এক বন্ধুকে হেল্প করেছি। বন্ধু বেশ ভাল দামে বড় নেপালী গরু কিনেছে। যাই হোক, চলুন আমার ফেবু ফিডের বন্ধুদের গরু দেখি! গরু দেখাতেও একটা আনন্দ আছে, আর বিশেষ করে যে গরু গুলো এখন আর এই দুনিয়াতে নেই!


আবুল বাসার সাহেবের গরু!


বেলায়েত ভাইয়ের গরু, সাথে তিনিও ফ্রী!


জাহাঙ্গীর সাদিক ভাইয়ের গরু।


লতিফা আপার গরু।


লিনা পারভীন আপার গরু, সাথে এই গরুর গোসতের রান্নার ছবিও ছবি!

মাকসুদ রহমান ভাইয়ের গরু।

মাসুদুর রহমান ভাইয়ের গরুর বসা ছবি!


মাসুম চৌধুরী ভাইয়ের গরু, ব্যাপারই আলাদা!

হারুন ভাইয়ের গরু, জবাইয়ের আগে মালা দিয়ে সন্মান জানানোর উদ্যোগ!


মেহেদী হাসান ভাইয়ের গরু! মেহেদী ভাইকে নিয়ে কিছু না বললে নয়, তিনি আমার পুরানো বড় ভাই বটে। তিনি সব সময়ে মোবাইল দিয়ে ফেবুতে থাকেন, এবার তিনি এই গরুর অনেক গুলো ছবি দিয়েছেন এবং ছবি দেখে বুঝা যায়, এবারের গরু বেশ সস্তায় পেয়েছেন!


মীর মুসফিক আহসান ভাইয়ের এই ছবিটা আমার কাছে সেরা মনে হয়েছে। নিজের হাতে গরু গোবর সাফ করা একটা উজ্জল দৃষ্টান্ত!


এই ছবির গরুর মালিকে না চিনতে পারলে আপনার আর ব্লগ, ফেবুতে থাকার দরকার নাই!

আগামী আরো দুটি পর্বে এই সিরিজ শেষ করার ইচ্ছা রাখি! হা হা হা, এখনো হাতে অনেক গরুর ছবি আছে।

আপনার কোরবানীর গরু খুঁজে নিন, পর্ব-২

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৬

মোরশেদ পারভেজ বলেছেন: দাম টা দিলে বুজতে পারতাম, কম না বেশী

০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।
দামটা ইচ্ছা হলে রাখতে পারতাম, শুধু ছবি গুলো রেখেছিলাম।

হ্যাঁ, দাম হলে আরো মজা হত!।

শুভেচ্ছা।

২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৫

আবু শাকিল বলেছেন: লাস্ট ছবি টা কে তুলছে......।।

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: উনার ফেবু ফিডে নিজেই দিয়েছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.